নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

টাকার জন্যে মানুষগুলো কেমন যেন হয়ে যাচ্ছে!

০৮ ই আগস্ট, ২০২১ রাত ৯:৫১



অভাবে স্বভাব নষ্ট। অভাবের কারণেই আমাদের দেশের মানুষগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এতোদিন ভাবতাম, নীতি-নৈতিকতা না থাকার কারণে বুঝি সমাজের এই রসাতলে চলে যাওয়া। আসলে, তা নয়! এটা আমার নিজ অভিজ্ঞতা থেকেই বলছি। যদি অভাবের কারণেই এই সমাজ পচে যাচ্ছে, তাহলে, সে অভাবটা দূর করলেই কি চারপাশ আলোকিত হয়ে যাবে? অবশ্যই যাবে।

গত কয়েক দিন ধরেই এলাকায় কাজ করাচ্ছি। আমাদের লালমাটিয়া ই ব্লকে প্রায়ই পানি জমে থাকে। বৃষ্টির পানি, ড্রেনের উপচে পড়া পানি- সবই আছে এখানে। স্থানীয় কমিশনার অফিসের সেক্রেটারি মহোদয়কে জানানোর পরে ওয়াসা কোন ব্যবস্থা নেয়নি। সিটি কর্পোরেশনও সমস্যা সমাধানে এগিয়ে আসেনি।

অথচ, আমি যখন, সিটি কর্পোরেশনেরই কন্ট্রাকটারদের পিছনে একটু টাকা ঢাললাম, সবাই সমস্যার সমাধানে এগিয়ে এলো। ড্রেনের পানি শুকিয়ে দেওয়া হলো, রাস্তার ময়লা পরিষ্কার হলো, ল্যম্পোস্টের বাতি জ্বলে উঠলো! টাকায় কি না হয়!!!

আমি টাকা দেওয়ার আগে এগুলো কেন হলো না! কেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মীরা দায়িত্বে অবহেলা করলো? কেন ওয়াসা এগিয়ে এলো না? কেন ইলেক্ট্রিসিটির লোকজন মুখ লুকিয়ে থাকলো? টাকার জন্যেই তো!

অনেককে বলতে শুনেছি- সমাজে টাকা অনর্থের মূল। তারা আমার কাছে আজ ভুল প্রমাণিত। টাকা থাকাতেই আমি আজ ডেঙ্গু থেকে আমার এলাকার মানুষকে বাঁচাতে পারছি, পারছি সামাজিক অনাচার থেকে আশেপাশের মানুষকে বাঁচাতে।

আসুন, তাই, টাকার পিছনে ছুটি। নিজের বা সমাজের ভালোর জন্যে।


মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ৯:৫৬

শাহ আজিজ বলেছেন: এখনকার বাংলাদেশের সমাজব্যাবস্থাটা ওই রকম মানে টাকা দিয়ে সব করিয়ে নেয়ার মতন হয়ে গেছে।

০৮ ই আগস্ট, ২০২১ রাত ১০:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

সমাজব্যবস্থাটাই যখন এমন টাকা-পয়সা-নির্ভর, তখন বেশি টাকা উপার্জনের চেষ্টা করতে হবে আমাদের। তাহলে, দেশ-দশের মঙ্গল হবে।

আজকাল শুধু সদিচ্ছা থাকলে হয় না। পকেটে কিছু থাকতে ও ঢালতে হবে।

ধন্যবাদ নিরন্তর।

২| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ১০:০৩

গফুর ভাই বলেছেন: বাঙালি একশো ভাগ সৎ হবে, এমন আশা করা অন্যায়। পঞ্চাশ ভাগ সৎ হলেই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত” – Humayun Azad

০৮ ই আগস্ট, ২০২১ রাত ১০:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

যারা অধিক টাকা উপার্জন করবেন সমাজে ভালো কাজ করার জন্যে, তাঁদেরকে অনীতিবান হওয়া যাবে না। হিতে-বিপরীত হতে হতে পারে।

ধন্যবাদ নিরন্তর।

৩| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ১০:২২

সাড়ে চুয়াত্তর বলেছেন: স্পিড মানি ছাড়া এইদেশে কোন কাজ হয় না।

০৮ ই আগস্ট, ২০২১ রাত ১০:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি স্পিড মানি-'র পক্ষে-বিপক্ষে নই। আমি আমার নিজ মানুষ দিয়ে কাজ করিয়ে নিতে চাই।

ধন্যবাদ নিরন্তর।

৪| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ১০:৩৩

শূন্য সারমর্ম বলেছেন: টাকা আজ দেবতার আসনে।

০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

টাকার দরকার আছে। ধন্যবাদ।

৫| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ১১:২৩

সুখী পৃথিবীর পথে বলেছেন: টাকাই সব। তাইতো। অতএব টাকা কামানোর জন্য আকাম যেন না করি।

০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


টাকাই সব নয়। তবে, গুরুত্বপূর্ণ এক উপাদান।

ধন্যবাদ।

৬| ০৯ ই আগস্ট, ২০২১ রাত ১:০৭

কামাল১৮ বলেছেন: অর্নৈতিক বৈষম্য অনেক বেশি।সামাজে অস্থিরতার এটা একটা বড় কারন।কিছুটা সমতা আনতে না পরলে বড় রকমের একটা কিছু হয়ে যেতে পারে।

০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আমাদের দেশে বৈষম্য অনেক দিন ধরেই চলছে।

সমতা আনার চেষ্টা বৃথা গিয়েছে।

ধন্যবাদ নিরন্তর।

৭| ০৯ ই আগস্ট, ২০২১ রাত ২:০৬

ফাহিমা আক্তার বলেছেন: আপনার কথা গুলো যুক্তিসঙ্গত টাকা বাংলাদেশে সব হয়।কিন্তু যার যত টাকা তার তত চিন্তা

০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


টাকার দরকার আছে। নাহলে, সমাজে কিছু করা সম্ভব নয়।

ধন্যবাদ নিরন্তর।

৮| ০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: মানুষের মধ্যে মানবতা নেই। এ যুগের মানুষ হয়ে গেছে নিষ্ঠুর অ হিংস্র।

০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ১:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

নিষ্ঠুরতা আগেও ছিলো, রাজীব ভাই। পৃথিবীতে হওয়া যুদ্ধগুলোই তার প্রমাণ।

ধন্যবাদ নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.