নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

১৭ দিন বয়সের মেয়েটা হর্নের শব্দে কেঁপে কেঁপে উঠে

১৩ ই আগস্ট, ২০২১ রাত ৯:২০



আমাদের বাসার পাশেই ব্যস্ত জাকির হোসেন রোড। দিনে-রাতে অনেক যানবাহন যাতায়াতে এই রোডটি ব্যবহার করে। তিন রাস্তার মোড়ে বাসাটা হওয়ার কারণে এই যানবাহনগুলোর হর্ণগুলো বেশ অসুবিধায় ফেলে। আমি খেয়াল করে দেখেছি- রাস্তার মোড় নেয়ার সময়ে যানবাহনগুলোকে হর্ণ দিতে হয়। কিন্তু, তাই বলে এতোগুলো এক সাথে! পিপ-পিইপ-পিইইইইইপ! কেমন যেন অস্থির আমাদের দেশের ড্রাইভারগুলো!

বাসায় নতুন মেহমান আমার মেয়ে সোহানা মাহনূর আল হুররা। আজ ১৭ দিন হলো। বাসায় আনার পরে সব কিছু ঠিক চলছিলো। কিন্তু, এই হর্ণের শব্দ বেশ অসুবিধায় ফেলেছে। ঘুমের মাঝেও বাচ্চাটা কেঁপে কেঁপে উঠে।

কোন সমাধান আসছে না মাথায়। মাঝে মাঝে মনে হয়, বাসার বারান্দা থেকে পাথর ছুড়ে মারি গাড়ি আর মোটরসাইকেলগুলোর দিকে। তারপরে, মনে হয়, সেই বয়স তো পেরিয়ে এসেছি! নতুন কিছু একটা করা দরকার! কি সেটা জানি না। কিন্তু, যা করার তাড়াতাড়ি করতে হবে- মেয়েটার কোন ক্ষতি হয়ে যাওয়ার আগেই।

মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২১ রাত ৯:২৯

নতুন বলেছেন: কিছুই করার নাই। বাইরের দেশে হর্ন বাজাতে হয় না এবং সেটাই সবার অভ্যস হয়ে যায়।

আমার গাড়ীর হর্ন কয়েক মাস নস্ট ছিলো, সারানো হয় নাই কারন লাগে না।

ওর কস্ট হবে কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। :(

ঘরে এসি থাকলে জানালায় ডাবল গ্লাস দিতে পারেন তবে জানালা বন্ধ করলে শব্দ কম আসবে ঘরে। দরজাতে ও চারপাশে ভালো করে বন্ধ করতে পারেন যেমনটা ফ্রিজারের দরজাতে থাকে তেমন প্লাসটিক দিতে পারেন।

১৩ ই আগস্ট, ২০২১ রাত ৯:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

রুমটাকে সাউন্ড প্রুফ করা ছাড়া উপায় নেই!

অবস্থা সত্যিই বেগতিক।

ধন্যবাদ নিরন্তর।

২| ১৩ ই আগস্ট, ২০২১ রাত ৯:৩০

মেহবুবা বলেছেন: পেশাদার ড্রাইভার শুধু নয়, মালিক বা তার পরিবারের সদস্যরা এই ব্যাপারে কম যায় না। এটা সবার জন্য ক্ষতিকর। কানের এবং heart এর জন্য খারাপ। আইন করে ব্যবস্থা নেবার দরকার । যেখানে তেমন প্রয়োজন নেই সেখানেও হর্ন, প্রতিযোগিতার জন্য হর্ন, দম্ভের জন্য হর্ন ।

১৩ ই আগস্ট, ২০২১ রাত ৯:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সত্যিই করুণ অবস্থা, আপু।

আমাদের মাঝে থাকা অস্থিরতাই হর্নের মূল কারণ বলে মনে করি।

ধন্যবাদ নিরন্তর।

৩| ১৩ ই আগস্ট, ২০২১ রাত ৯:৩১

আদম_ বলেছেন: কিছুতেই কিছু হবেনা। অন্যত্র বাসা বদল করুন তাড়াতাড়ি। এই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আমার একটা পোস্ট ছিলো।
https://www.somewhereinblog.net/blog/ratan_Adam/3031491

১৩ ই আগস্ট, ২০২১ রাত ৯:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

এই মূহুর্তে বাসা বদল করা সম্ভব নয় যে!

আপনার পোস্টটি আড় নেই! লিংকে গিয়ে খুঁজে দেখলাম।

ধন্যবাদ।

৪| ১৩ ই আগস্ট, ২০২১ রাত ৯:৪৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ড্রাইভারদের যথাযথ প্রশিক্ষণের অভাব। তাদেরকে সরকার মানুষিক কাউন্সিলিং করাতে পারে। এতে দুর্ঘটনাও কমবে।

১৩ ই আগস্ট, ২০২১ রাত ৯:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমারও তাই মনে হয়।

লাইসেন্স দেওয়ার সময়ে এই ব্যাপারটায় খেয়েল রাখা উচিৎ।

শুভেচ্ছা নিরন্তর।

৫| ১৩ ই আগস্ট, ২০২১ রাত ৯:৫৯

শায়মা বলেছেন: গাড়ির হর্ন শুধু না ঐ যে হাইড্রলিক হর্ণ আছে না ওটা তো শুনলে আমার ইচ্ছে হয় ড্রাইভারকেই গাড়ি চাপা দিতে।

সোহানা বাবুর জন্য ভালোবাসা।

আমি তো এই শয়তান হর্ণগুলোর জ্বালায় একটা গান আর কবিতাও শান্তিতে একটু রেকর্ড করতে পারলাম না। এক লাইন শেষ না হতেই প্যা আরেক লাইনে পো!!!!! X((

১৩ ই আগস্ট, ২০২১ রাত ১০:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অস্থির, বড্ড অস্থির আমরা। আর, অদক্ষ চালক।

পশ্চিমা দেশগুলোর মানুষগুলো কেমন করে যে এতো শান্ত রাখে নিজেদের!

তোমার শুভেচ্ছা পৌঁছে দিলাম।

ধন্যবাদ নিরন্তর।

৬| ১৩ ই আগস্ট, ২০২১ রাত ১০:১৬

শূন্য সারমর্ম বলেছেন: দেশের ড্রাইভারদের সহ্যসীমা মাইনাসে গিয়ে ঠেকবে,কেউ কাউকে এক সেকেন্ডর জন্য ছাড় দিতে চায় না;সাথে গালি ফ্রি

১৩ ই আগস্ট, ২০২১ রাত ১০:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

সঠিক শিক্ষা খুব দরকার।

নাহলে, অবস্থা খুব করুণ হবেই।

ধন্যবাদ নিরন্তর।

৭| ১৩ ই আগস্ট, ২০২১ রাত ১০:৩৭

খায়রুল আহসান বলেছেন: আপনার নতুন মেহমান, তথা এ বিশ্বের নতুন অতিথি সোহানা মাহনূর আল হুররা কে সুস্বাগতম এবং তার মা বাবাকে অভিনন্দন! ওর জন্য এ পৃথিবী নিরাপদ হোক, ওর আভায় এ পৃথিবী উদ্ভাসিত হোক!

যে যন্ত্রণার কথা বলেছেন, তা থেকে সহসা পরিত্রাণ নেই। ধীরে ধীরে গা সওয়া হয়ে যাবে।

মেহবুবা বলেছেন: .... যেখানে তেমন প্রয়োজন নেই সেখানেও হর্ন, প্রতিযোগিতার জন্য হর্ন, দম্ভের জন্য হর্ন - এটাই আসল কারণ।

১৩ ই আগস্ট, ২০২১ রাত ১০:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

সোহানা এবং তার মাবাবার জন্যে শুভেচ্ছা জানানোর জন্যে অশেষ ধন্যবাদ।

গা সওয়া হওয়া ছাড়া উপায় নেই। ৪ বছর দেশে ছিলাম না। দেশে ফেরার পরে হর্নের শব্দ খুব জ্বালাতন করতো। এখন সব ঠিক হয়ে গিয়েছে।

জাতি হিসেবে আমাদের অস্থিরতা কমাতে হবে। সহমত।

শুভেচ্ছা নিরন্তর।

৮| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ১২:০৯

কামাল১৮ বলেছেন: আমরা যে যুক্তি দিয়ে চিন্তা করিনা এটা তার প্রমান।

১৪ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


যুক্তির সাথে সাথে আবেগও লাগে যে!

ধন্যবাদ।

৯| ১৪ ই আগস্ট, ২০২১ ভোর ৪:২৯

স্প্যানকড বলেছেন: কিচ্ছু করার নেই। ইহা আমাদের রক্তের সাথে মিশে গেছে। সত্যিই চরম বিরক্তিকর । আল্লাহ আপনার সন্তানের সহায় হোন। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন ।

১৪ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৩৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

স্কুল জীবন থেকে যদি সঠিক ভাবে শিক্ষা দেওয়া যেতো এমন হয়তো হতো না।।

ধন্যবাদ নিরন্তর।

১০| ১৪ ই আগস্ট, ২০২১ সকাল ৮:২৯

চাঁদগাজী বলেছেন:




আপনার বাসার পাশ দিয়ে যে কয়টি রাস্তা গেছে, প্রতিটি রাস্তায়, বাসার ২০০ গজের মাঝে বড় বড় সাইনবোর্ড দেন, "মাজার শরীফ, হর্ণ বাজাবেন না"।

১৪ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বুদ্ধিটা ভালো।

আমি মারা গেলে এবং আমার কবর এই এলাকায় হলে ভক্তরা তেমন কিছু একটা করতে পারতো!!!

ধন্যবাদ নিরন্তর।

১১| ১৪ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৩৮

হাবিব বলেছেন: ভাইরে ভাই, এমন হর্ণ বাজাই রাস্তাতে বের হলেই মেজাজ ৪৯ হয়ে যায়

১৪ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


মাঝে মাঝে অসম্ভব বিরক্ত লাগে। আবাসিক এলাকায় এসব কি!!!

ধন্যবাদ নিরন্তর।

১২| ১৪ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৪০

কলাবাগান১ বলেছেন: আই লাইক চাদগাজীর আইডিয়া....

১৩| ১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:২৪

অপু তানভীর বলেছেন: ঢাকা শহরে এই সমস্যর আসলে কোন সমাধান নেই। মুল রাস্তার পাশে বাসা হলে এই ঝামেলা সহ্য করতেই হবে ।
যদি বাসা ভাড়া হয় তাহলে বদলে ফেলুন । হাউজিং এলাকায় আসুন । আমি মোহাম্মাপুরের একটা হাউজিংয়ে থাকি । এখানে এই ঝামেলা নেই একদম । শান্তি রয়েছে ।
আর যদি নিজেস্ব বাসা হয় তাহলে রাস্তার দিকের জানালা গুলো সাউন্ডপ্রুফ করার ব্যবস্থা করেন । পুরোপরি সমাধান না হলেও আওয়াজ কমবে ।

১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

সাউন্ডপ্রুফ করতে হবে রুমটা।

ধন্যবাদ নিরন্তর।

১৪| ১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১:২৭

রানার ব্লগ বলেছেন: উচ্চ শব্দের কোন কিছুই আবাসিক এলাকায় ব্যবহার করা যাবে না এটা একটা আইন, কে মানে বলেন।

বিধিমালা অনুযায়ী আবাসিক এলাকায় রাত নটা থেকে ভোর ছটা পর্যন্ত শব্দের মাত্রা ৪৫ ডেসিবেল এবং দিনের অন্য সময়ে ৫৫ ডেসিবেল অতিক্রম করতে পারবে না। বাণিজ্যিক এলাকায় তা যথাক্রমে ৬০ ও ৭০ ডেসিবেল। ... সেখানে রাতে ৪০ ও দিনে ৫০ ডেসিবেল শব্দ মাত্রা নির্ধারণ করে দেয়া আছে।

ভাজ্ঞিস বাচ্চাটা শিতকালে জন্ম নেয় নাই। এখন তো কেপে ওঠে, শিতকালে জন্ম নিলে চিরকালীন কানের সমস্যায় আক্রন্ত হতো।

১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ২:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সাউন্ড মাপার যন্ত্র আছে। মূল্য ৮,৫০০ টাকা। কিনবো কি না ভাবছি।

তবে, কিনে কি হবে! বেশি আওয়াজকারী গাড়ি তো আর থামানো যাবে না।

ধন্যবাদ নিরন্তর।

১৫| ১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৩৮

রানার ব্লগ বলেছেন: উচ্চরক্ত যে কারনে হয় তা ত্যাগ করা ভালো না কি উচ্চরক্তচাপ মাপার যন্ত্র কিনে উচ্চরক্তচাপের অপেক্ষায় বসে থাকা ভালো।

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

কোনটা ভালো, ঠিক বুঝতে পারছি না।

হর্নের শব্দে সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে।

ধন্যবাদ নিরন্তর।

১৬| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১:২০

রাজীব নুর বলেছেন: এরকম শব্দ হতে থাকলে বাচ্চা ঘুমাবে কি করে? বাচ্চাদের দরকার আরামের ঘুম। ঘুম ই ওদের মানসিক এবং শারীরিক বিকাশ করবে।

১৫ ই আগস্ট, ২০২১ সকাল ৮:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

অবস্থা সত্যিই বেগতিক। সকাল-দুপুর-রাত, পরিত্রান নেই।

ধন্যবাদ নিরন্তর।

১৭| ১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৩২

ফয়সাল রকি বলেছেন: হর্ণ একটা বিরক্তিকর বস্তু! তবে মাঝে মধ্যে উল্টাটাও ঘটে! আমি একটা স্কুটি চালাই। চেষ্টা করি হর্ণ না বাজানোর কিন্তু মহল্লার রাস্তাকে বাড়ির উঠান মনে করে হাঁটাচলা করে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.