নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

চেরামান জুমা মসজিদঃ ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন মসজিদ

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১০



ভারতের কেরালা রাজ্যের ত্রিসুর জেলা'র মেথালা, কোডুঙ্গাল্লুর তালুক। এখানেই রয়েছে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরনো মসজিদ। প্রাচীন কেরালা রাজ্যের রাজা ছিলেন চেরামান পেরুমল। কথিত আছে, ইসলামের শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা (সা) যখন চাঁদকে দ্বিখণ্ডিত করেন, তখন, সেটা কেরালা থেকে দেখতে পান রাজা পেরুমল। এরপরে ঘটনাক্রমে জানতে পারেন, আরবে মহানবী (সা)-এর আগমন ঘটেছে। তখন তিনি রাজ্যের ভার ছেলের কাছে দিয়ে পাড়ি জমান আরবে।

কথিত আছে যে, রাজা পেরুমল মহানবী (সা)-এঁর দরবারে আদার আঁচার উপহার হিসেবে নিয়ে যান। ইসলাম ধর্ম গ্রহণের পরে, নিজ রাজ্যে ফেরার পথে, রাজা চেরামান পেরুমল মারা যান। তাঁর সাথীদের একজন তাবেয়ী মালিক দিনার কেরালায় পৌঁছে রাজার মৃত্যুর খবর তখনকার কেরালার রাজার কাছে পৌঁছালে তিনি একটি মসজিদ নির্মানের জন্যে জায়গা বরাদ্দ দেন।

ছবি-২ঃ মসজিদটির পুরনো কাঠামো

পরবর্তীতে, ১৫০৪ সালে, পর্তুগীজরা এই মসজিদটি সম্পূর্ণ ধ্বংস করে দেয়। বর্তমান অবকাঠামোটি নির্মাণ হয় ১৯৮৪ সালে। এই মসজিদে একটি প্রদীপ আছে যা ১০০০ বছরেরও পুরনো এবং যা কখনো নিভতে দেয়া হয়নি। দর্শনার্থীরাই এটা যুগের পর যুগ জ্বালিয়ে রেখেছেন। এছাড়াও, মসজিদে হিন্দুদের অনেক আচার-আনুষ্ঠানিকতা হয়ে থাকে। তারমধ্যে, বিদ্যারামভমের অনুষ্ঠান প্রতিষ্ঠিত।

বিদ্যারামভমের অনুষ্ঠান (বিদ্যা মানে "জ্ঞান", আরম্ভম মানে "শুরু") যা সাধারণত বিজয়দশমীতে অনুষ্ঠিত হয়, ঐতিহ্য অনুযায়ী হিন্দুরা তাদের সন্তানদেরকে একজন পুরোহিতের মত একজন শিক্ষিত ব্যক্তির তত্ত্বাবধানে বিদ্যা শিক্ষার জন্য দীক্ষিত করে। চেরামন মসজিদে, এই অনুষ্ঠানে মসজিদের মুসলিম ইমাম দ্বারা সঞ্চালিত হয়। ইমাম সাহেব যিনি একটি শিশুর জিহ্বায় বালিতে আঁকা বর্ণমালা খুঁজে বের করেন। এঁর মাধ্যমে শিক্ষার দেবী সরস্বতীকে তার প্রতি আহবান জানানো হয়।

চেরামান পেরুমল জুমা মসজিদটি প্রথম নির্মিত হয় ৬২৯ সালে।


তথ্যসূত্রঃ

১) দ্যা হিন্দু (ভারতীয় পত্রিকা)
২) ডেক্কান হেরাল্ড,
৩) দ্যা টাইমস অব ইন্ডিয়া
৪) ছবি-২ Click This Link

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০২

জ্যাকেল বলেছেন: এই তথ্য তো জানা ছিল না। ভাল খবর।

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আমি অনেক দিন আগে লিখেছিলাম। এখন আরও বিস্তারিত লিখেছি।

ধন্যবাদ নিরন্তর।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৫

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: দারুন! ব্যাপার।

রাজা চেরামান পেরুমল জ্ঞানীদের জন্য এক নিদর্শন।

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


কেরালায় সেদিন হয়তো আকাশ পরিষ্কার ছিলো।

বা, তিনি চন্দ্রজ্ঞান রাখতেন।

ধন্যবাদ নিরন্তর।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের কোন অন্চল থেকে দ্বিখন্ডিত চাঁদ কি দেখা গোয়েছিলো?

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভালো প্রশ্ন করেছেন। এমন কেউ দাবী করেছেন বলে শুনিনি।

ভালো থাকুন নিরন্তর।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

জুল ভার্ন বলেছেন: গুড পোস্ট।

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

কামাল১৮ বলেছেন: এইতো সেদিন বাংলা দেশের সবাই দেখলো দেউল্লা রাজাকার চাঁদে বসে আছে,এটাতো আর মিথ্যা না।

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি কিসের সাথে কি মিলাচ্ছেন!!!

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় শাখামৃগরা।

আপনি নিশ্চয়ই লিলিপুট বা শাখামৃগ নন।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩১

কামাল১৮ বলেছেন: ধর্মগুলোই অন্য ধর্মের মানুষদের ধর্মিয় অনুভূতিতে আঘাত দেয়।

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি এখন পর্যন্ত কোন ধার্মিক মানুষকে পাইনি যিনি নিজ ধর্ম পালন করতে গিয়ে অন্য ধর্মের অনুসারীদের পিছু লেগেছেন।

মনে রাখবেন, যারা অন্য ধর্মের পিছনে লাগে, তারা শাখামৃগ শ্রেণীর।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। জানলাম। এরকম তথ্য জানতে ভালো লাগে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনাকেও অনেক ধন্যবাদ সময় করে পড়ার জন্যে।

শুভেচ্ছা নিরন্তর।

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৫

কামাল১৮ বলেছেন: অমুসলিমরা পশুর চেয়ে অধম।২৫:৪৪
অমুসলিমরা সৃষ্টির নিকৃষ্ট জীব।৮:৫৫ , ৯৮:৬
এগুলো কি অন্য ধর্মের লোকদের অনুভূতিতে আঘাত দেয়া না।আসলে মানুষ ইসলাম ধর্মের বক্তব্যের থেকে অনেক ভালো।তাই তারা অন্য ধর্মের পিছনে লাগে না।যারা সহী ইসলাম পালন করে তারা অবশ্যই লাগে।নয়তো হিন্দুদের মুর্তী ভাঙ্গা,বাড়ীঘর পুড়িয়ে দেয় কি শয়তান এসে?

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আমি এই পোস্টে কোরআন বিষয়ে কোন কিছু লিখিনি।

কোরআন কোন নির্দিষ্ট মানুষের ধর্মগ্রন্থ নয়।

আর, সৃষ্টিকর্তা যেহেতু মুসলমান-অমুসলমান সবাইকে সৃষ্টি করেছেন, সেহেতু, তিনি কাউকে পশুর সমতুল্য বললে আমাদের মানুষদের তাতে কারো কিছু করার নেই।

আপনি নিশ্চয় বলছেন না যে- কোরআন মানুষের লেখা কোন গ্রন্থ?

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৫৬

মোবায়দুল সাগর বলেছেন: বেশ আকর্ষনীয় মিথ। বাংলাদেশে আরও প্রচার হোক। নতুন এক পীর বাবা আবিষ্কার হল-- বাবা চেরামান পেরুমল। যাক ধর্মান্ধ বাঙালির সংখ্যা আরো বৃদ্ধি পাবে।












২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জী, আমি শীঘ্রই সেই মসজিদটি দেখতে যাচ্ছি। দোয়া করবেন যাতে ঠিক মতো সফর শেষ করতে পারি।

ধন্যবাদ।

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:১৯

কামাল১৮ বলেছেন: কোরান আরবি ভাষায় মক্কা ও তার আশ-পাশের লোকের জন্য নাজিল করেছেন।৪২:৭

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনি যেদিন পোস্ট দিবেন, আমি আপনার উত্তর দিবো। কারো ছায়া নিকের উত্তর দিতে এখনো প্রস্তুত নই।

ধন্যবাদ।

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৪

জ্যাকেল বলেছেন:
কামাল১৮ বলেছেন: অমুসলিমরা পশুর চেয়ে অধম।২৫:৪৪
অমুসলিমরা সৃষ্টির নিকৃষ্ট জীব।৮:৫৫ , ৯৮:৬

https://quran.com/8:55
https://quran.com/25:44

আপনার কথার সাতেহ তো কোন মিল পাইলামনা। আপনি কি গোয়েবলস সাহেবের শিষ্য?

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৮

কামাল১৮ বলেছেন: @জ্যাকেল,আমি কিছুই বলিনাই।যা বলার আল্লাহই বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.