নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

যে চিঠির কারণে ভারতীয় উপমহাদেশের ট্রেনগুলোতে টয়লেট বানানো হয়েছিলো

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২১

অখিল বাবু অখণ্ড ভারতের আহমেদপুর স্টেশনে প্রাকৃতিক কাজ সারার জন্যে ট্রেন থেকে নেমেছেন। হঠাৎ করেই গাড়ি ছেড়ে দিলো। এতে তিনি খুব অপদস্থ হোন। অখিল বাবু এরপরে রেল বিভাগের উচ্চ কর্মকর্তার কাছে নিচের চিঠিটি লিখলেন-


তারিখঃ ০২-০৭-১৯০৯
বিভাগীয় রেলওয়ে অফিসার,
শিবগঞ্জ।

প্রিয় জনাবেরা,

যাত্রীবাহী ট্রেনে করে আমি আহমেদপুর স্টেশনে পৌঁছেছি আর তখন কাঁঠাল খেয়ে আমার পেট খুব ফুলে গেলো। আমি তাই 'গোপন' জায়গায় গেলাম। সবে মাত্র সেখানে 'অপকর্ম' করা শুরু করেছি, গার্ড হঠাৎ করেই ট্রেন ছাড়ার জন্যে হুইসেল বাজিয়ে দিলো। আমি এক হাতে 'লোটা' আর আরেক হাতে ধুতি ধরে ট্রেনের দিকে দৌড় দিতে গিয়ে পড়ে গেলাম। তখন প্ল্যাটফর্মের সব নারী-পুরুষের সামনে আমার সকল 'লজ্জা' বেরিয়ে পড়েছিলো। ট্রেন আমাকে আহমেদপুর স্টেশনে রেখে চলে গেলো।

এটা খুব খারাপ হয়েছে। একজন যাত্রী যদি 'গোবর' ছাড়তে যায়, আর বোকা গার্ড পাঁচ মিনিটের জন্যে গাড়ি থামিয়ে রাখবে না! তাই আমি জনসাধারণের স্বার্থে সেই গার্ডকে বড় জরিমানা করার জন্য আপনার নিকট বিশেষ ভাবে প্রার্থনা করছি। অন্যথায় আমি পত্রিকাগুলোতে রিপোর্ট করে দিবো!"

আপনারই বাধ্যগত,
অখিল চন্দ্র সেন



কথিত আছে, এরপরে থেকেই ভারতের ট্রেনগুলোতে প্রথমবারের মতো টয়লেট নির্মাণ শুরু হয়। আর, তা অখিল বাবুর সেই চিঠির কল্যাণেই! আমার জানা মতে, চিঠিটি ভারতের রেলওয়ে জাদুঘরে এখনো রক্ষিত আছে।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা আজো পাবলিক টয়লেট ব্যবহার করতে জানে না।

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

পাবলিক টয়লেটগুলোর যা অবস্থা!

পর্যাপ্ত আলো-বাতাসের অভাবে গ্যাসে ভর্তি হয়ে থাকে।

ধন্যবাদ নিরন্তর।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




এই ভয়াবহ চিঠির সন্ধ্যান আপনি পেয়েছেন! চিঠির একটি সময় ছিলো সেই সময়ে চিঠির যেই ক্ষমতা ছিলো তা বলে শেষ করা যাবে না।


২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জী! চিঠির সন্ধান পেয়েছি ডাক মারফত!!!

চিঠির ক্ষমতা সত্যিই আশ্চর্যজনক!!!

আর, যিনি তাঁর কথা শুনেছিলেন, তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য!

শুভেচ্ছা নিরন্তর।



৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০৯

ইন্দ্রনীলা বলেছেন: অখিলবাবু কে সেই পরিচয়টা একটু দিয়ে দিলে ভালো হত।

তবে অখিলবাবুর চিঠিটা যাদুঘরে রাখার মতই। যেমনই দরকারী তেমনই মজার।

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


তাঁর পরিচয় আপনার জানা থাকলে, লিখলে ভালো হতো।

জানতে আগ্রহী হলাম।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৯

ইন্দ্রনীলা বলেছেন: আমি তো এই পোস্ট লিখিনি।

তাই এই পোস্টেই অখিলবাবুর পরিচয় লিখলে ভালো হত।

যারা জানে না তারা জানতো।

হাজার হোক এ যুগের পোলাপান। হাতের মুঠোয় গুগল। একটু পেস্ট করলেই জেনে যাবে তা কি আর করবে?

তাই পরিচয়টা এক লাইনে জুড়ে দিলে এক ঢিলে দুই পাখি মরতো।

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





আপনি শহীদ বুদ্ধিজীবী অখিল চন্দ্র সেনের কথা বলছেন কি না জানি না!

ধন্যবাদ নিরন্তর।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫২

ইন্দ্রনীলা বলেছেন: আমি শুধু এই পোস্টের মানুষটির পরিচয় এক লাইনে জুড়ে দিলে ভালো হত বলেছি।

আরও ভালো হত যদি এই পোস্ট কোথা থেকে লিখেছেন সেই সূত্র জুড়ে দিতেন।

https://www.somoynews.tv/pages/details/254913/ট্রেনে-টয়লেট-ও-একজন-অখিল-চন্দ্র


https://www.somewhereinblog.net/mobile/blog/BaburamSanpure/30112387


এটা দিলেও হত

https://www.facebook.com/groups/bonnerjee/permalink/4471601959558643/?comment_id=4478654445520061




২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





এগুলোর কোনটিই আমার সূত্র নয়।

আমার কাছে ডাক মারফত চিঠিখানি এসেছে।

ধন্যবাদ নিরন্তর।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫৪

ইন্দ্রনীলা বলেছেন:


এই যে সেই ঐতিহাসিক পত্রখানা।

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আপনি কোথা থেকে এই চিঠিটি নিয়েছেন জানালে ভালো হতো।


শুভেচ্ছা নিরন্তর।

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০৭

ইন্দ্রনীলা বলেছেন: আমার সিন্দুকে ছিলো।

এটা আমার দাদার দাদা পরদাদার চিঠি।

তাই বাইর করে আনলাম পথিকভাই।

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ওয়াও!!!

শুনে খুব প্রীত হলাম!!!

এক কাজ করুন। আপনার পরদাদা যে সিন্দুকে এটা 'ফটোকপি' করে রেখেছিলেন, সেটার ছবি দিয়ে দিন।

আমরা আরও উপকৃত হবো!

ধন্যবাদ নিরন্তর।

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১৩

ইন্দ্রনীলা বলেছেন: না না সেটা দেবোনা ।

ফটোকপি দেখেই খুশ থাকেন ভাই।

অরিজিনাল দেওয়া নিষেধ।

যাদুঘরেরটাও ফটোকপি।

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আহা! একবার দিলেনই না হয়!

আমার খুব দেখতে ইচ্ছে করছে!!!

ধন্যবাদ নিরন্তর।

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৩০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: খুবই দুর্লভ ও ঐতিহাসিক পত্র ! আপনাকে ও ইন্দ্রনীলা উভয়কেই ধন্যবাদ আমাদেরকে এই দুর্লভ তথ্য শেয়ার করার জন্য !

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সত্যিই ঐতিহাসিক! আপনাকেও অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:০৫

বিটপি বলেছেন: দুই দাগওয়ালা ট্রেনে এখনো টয়লেট যুক্ত হয়নি। কেবল আন্তনগর ট্রেনে আছে - প্রতি বগিতে দুটো করে।

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


যুক্ত হয়ে যাবে। জনগণকে সরকারের কাছে ঠিক মতো আবেদন করতে হবে।

ধন্যবাদ নিরন্তর।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: যার ডাক পড়ে সে বুঝে টয়লেট কি জিনিস?

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সত্যিই তাই! আমি অনেকবারই বুঝেছি!

ধন্যবাদ নিরন্তর।

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০২

জুল ভার্ন বলেছেন: খুব দুর্লভ এবং ঐতিহাসিক সংগ্রহ!

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি ই-ডাক যোগে এই চিঠির সন্ধান পেয়েছি।

ধন্যবাদ নিরন্তর।

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:২৩

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ অখিল বাবু কে , নতুবা আমাদের সকলেরই ট্রেনের সাথে সাথে লজ্জা ছুটে যেতো।

১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০৭

রাজীব নুর বলেছেন: ইদানিং আপনি আকর্ষন করার মতোই পোষ্ট দিচ্ছেন।
এই ধারা অব্যহত রাখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.