নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

সময়ের সাথে গা মিলিয়ে একটু নির্জনতা

১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:১১



কোনটি বেশি মূল্যবান, হাজারো মানুষের ভিড়, নাকি নিজেকে ফিরে পাওয়া একটুকু নির্ভেজাল নির্জনতা? নিজ স্বত্বার মুক্তি, না পুরো জাতির উপর ক্ষমতা?

সময়ই তোমাকে বলে দিবে যে, নিজের কক্ষে একলা কিছুক্ষণ থাকাটা তোমাকে অন্য যে কোন কিছু'র চেয়ে বেশি ফল এনে দেয়।

সেই নির্জনতা তোমার আত্মাকে দেহ থেকে মুক্ত করে দিবে। তখন তুমি দেখতে পাবে, তোমার মতই পালিয়ে যাওয়া সেই মানবাত্মাগুলোকে যারা এভাবে পলাতকদের খুঁজে বেড়াচ্ছে। তাঁদের হৃদয় একে-অপরের সাথে এমন ভাবে যুক্ত যা তাঁদেরকে নিজ মিথ্যা স্বত্বা থেকে মুক্তি দিয়ে সদা জাগ্রত সত্য স্বত্বার দিকে ধাবিত করেছে।

হয়তো নিজেকে ফিরে পেতে সে সময়ে কিছু দিনের জন্যে তোমাকে এখানে-ওখানে হন্যে হয়ে ঘুরে বেড়াতে হবে। কিন্তু, সেই সময়টা পার হলেই তুমি নিজেকে একজন হাস্যজ্জল মাতালের মতো আবিস্কার করবে সেই পলাতক মানুষদের দলে।

পিপাসা কাতর মানুষ চিরটা কাল নিজ পিপাসায় মৃত্যুবরণ করে। পাপিয়াকে তো মাঝে মাঝে বনে গান গাওয়ার জন্যে সাজানো বাগান ছেড়ে উড়ে চলে যেতেই হয়!


=======
এটা আমার লেখা নয়, ভাবানুবাদ করেছি মাত্র!
=============================

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:১৬

জুল ভার্ন বলেছেন: কোন লেখার ভাবানুবাদ করেছেন সেটা না বললে কম্পেয়ার করবো কিভাবে?

১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ভুলে গিয়েছি কার লেখা।

স্মৃতিতে যা আছে তা থেকে লিখেছি।

ধন্যবাদ নিরন্তর।

২| ১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:২৫

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: নির্জনতা মূল্যবান উদ্ভাবকদের কাছে।

১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বাকি সব মানুষদের জন্যে তাহলে নির্জনতা মূল্যবান নয়!!!

ধন্যবাদ।

৩| ২০ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৪১

রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথের "দুই বিঘা জমি' কবিতাটি নিয়ে চলচ্চিত্র বানানো কি সম্ভব?

২০ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



চিত্র নাট্য লিখতে পারলে, যে কোন বইয়ের উপরই চলচ্চিত্র বানানো সম্ভব।

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.