নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

নিজেকে জানতে নিজে নিজেই SWOT এনালাইসিস করুন

১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৪৪



নিজের জীবনে উন্নতি কে না চায়! সম্প্রতি আমি আমার কোচকে জিজ্ঞাসা করেছিলাম- জীবনে উন্নতি করতে হলে কি করতে হবে? তাঁর উত্তর ছিলো- 'নিজেকে জানো'। তখন তিনি আমাকে শিখালেন কিভাবে নিজেকে জানতে হয়। তিনি আমাকে দেখিয়ে দিলেন কিভাবে উপরের ছক অনুযায়ী নিজের সম্পর্কে আরও ভালো ভাবে বুঝতে হয়।

প্রথমেই আপনাকে যা করতে হবে, তা হলো, একটি কাগজে উপরের ঘরগুলো এঁকে ফেলা। তারপরে, খুঁজে বের করতে হবে, আপনার নিজের শক্তি বা ক্ষমতাগুলো। তারপরে, আপনার দূর্বলতাগুলো সম্পর্কে চিন্তা করে লিখে ফেলুন নির্দিষ্ট ঘরে। এরপরে, সুযোগ এবং হুমকিগুলো খুঁজে বের করুন। নিচের প্রশ্নগুলো আপনাকে এই ব্যাপারে সাহায্য করবে।

শক্তি বা ক্ষমতাঃ

১) আপনি কি কি কাজ ভালো করতে পারেন বলে আপনি মনে করেন?

২) আপনি কি কি কাজ অন্যদের চেয়ে ভালো করতে পারেন?

৩) আপনার সাথীরা আপনার শক্তি/ক্ষমতা সম্পর্কে কি চিন্তা করেন?

৪) আপনি কি কি যোগ্যতা অর্জন করেছেন- শিক্ষা/চাকুরী জীবনে।

৫) আপনি যে দল বা টিমে কাজ করেন, যে প্রতিষ্ঠানে চাকরী করেন, যে ডিপার্টম্যান্টের সাথে আপনার সংসর্গ সেখানে কি ধরণের ইতিবাচক প্রভাব আপনি ফেলতে পেরেছেন?



দূর্বলতাঃ

১) আপনার কি কোন দূর্বলতা আছে? যেমন- দেরীতে অফিসে যাওয়া, কারো কথা বলার মাঝখানে বাধা দিয়ে কথা বলে উঠার স্বভাব ইত্যাদি।

২) আপনি কি ধরণের যোগ্যতা অর্জন করতে চান?

৩) আপনি কি ধরণের কাজে ভালো করতে পারতেন?

৪) আপনাকে কি কি ক্ষেত্রে উন্নতি করতে হবে সে সম্পর্কে অন্যদের কাছ থেকে যদি কখনো কোন ফিডব্যাক নিয়ে থাকেন সেগুলো কি কি? যদি কখনো সেরকম কোন কিছু না নিয়ে থাকেন, এখনি তা জিজ্ঞাসা করে নিন



সুযোগঃ

১) আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেখানে কি নতুন কোন সুযোগেঁড় সৃষ্টি হয়েছে যা আপনার ক্যারিয়ারের জন্যে ভালো ফল বয়ে নিয়ে আসতে পারে? যেমন- আপনি যে প্রতিষ্ঠানে চাকরী করেন সেখানে হয়তো নতুন কোন প্রকল্প চালু হয়েছে যেখানে আপনি ইনভল্ভড হলে আপনার উন্নতি হবে। অথবা, আপনি ব্যবসায়ী হলে, হয়তো সেরকম কোন নতুন প্রজেক্টের কন্ট্রাক্ট আপনি পেয়েও যেতে

২) আপনার প্রতিষ্ঠানে বা নতুন পরিচয় হওয়া কোন ব্যক্তি এমন কাউকে চিনেন কি যিনি আপনাকে জীবনে আরও ভালো করার ব্যাপারে ট্রেইনিং দিয়ে বা মেন্টরিং করার মাধ্যমে সাহায্য করতে পারবেন?



হুমকিঃ

১) আপনার প্রতিষ্ঠানে আপনি যে টিম বা দলের সাথে কাজ করেন সেখানে আপনার চেয়ে ভালো করছে এমন কাউকে চিনেন কি? এমন কেউ থেকে থাকলে, সে কি কারণে ভালো করছে?

২) আপনার কোম্পানী কি কোন প্রজেক্ট, ডিপার্টমেন্ট বন্ধ করে দিচ্ছে কি? আপনার প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি?

৩) আপনি ওভারটাইম কাজ করছেন কি যা আপনাকে চাপে ফেলে দিচ্ছে?

৪) এমন কোন নতুন প্রযুক্তি চালু হয়েছে কি যা আপনার চাকরীর দায়িত্ব পালনে অসুবিধার সৃষ্টি করতে পারে?



আর, এভাবেই এই এনালাইসিস আপনাকে নিজেকে জানতে এবং নিজেকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:২৬

অক্পটে বলেছেন: ভালো লিখেছেন, ব্লগে এ জাতিয় লেখা সবার জন্যই ভাল কিছু বয়ে আনবে। নিজের সম্পর্কে ভাবতে এবং মুল্যায়ন করতে পারা যায়।

২| ১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:২২

রবিন.হুড বলেছেন: সুন্দর বিশ্লেষণ। নিজেকে জানা খুবই জরুরী।

৩| ১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:


নিজের ভাবনাশক্তি, কর্মশক্তি, অভিজ্ঞতা, দক্ষতা, বুঝার ক্ষমতা, ইত্যাদিকে "অন্যান্য জাতি সমুহের মানুষের সাথে তুলনা করতে হবে।"

৪| ১১ ই নভেম্বর, ২০২১ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: প্রত্যেকেই তাদের নিজের দুর্বলতা গুলো জানা থাকার কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.