নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

মাটির নিচের ইবাদাতখানায় আমি

১৪ ই নভেম্বর, ২০২১ রাত ৮:১৭



হবিগঞ্জের মুড়ারবন্দে অবস্থিত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ)-এর মাজারের কাছেই মাটির নিচে একটি গুহা আছে। শোনা যায়, সিপাহসালার (রহঃ) সেখানে সময় সময়ে এসে ইবাদাত করতেন।

আমাদের শুটিং টিম যখন মাজারে পৌছালো, খাদিম সাহেব আমাদের সেই জায়গা দেখিয়ে দিয়েছিলেন। পরের দিন আবার আমরা সেই জায়গায় গেলাম। এক ফাঁকে আমাদের ডকুমেন্টারীর ডিরেক্টর স্যারকে বললাম যে, সেই গুহায় নামতে চাই। সর্বো-সম্মতিক্রমে, আমি নিচে নামলাম।

গুহাটা অন্ধকার। কবরের নিস্তব্ধতা চারপাশে। একজন মানুষ বসে বা শুয়ে থাকতে পারে। প্রথমে খুব ভয় লাগছিলো। যদি সাপ-বিচ্ছু কিছু থাকে! আস্তে আস্তে সেই ভয় কেটে গেলো। আমি সেখানে কিছুক্ষণ প্রার্থনা করলাম। বেরিয়ে আসার ফাঁকে ডিরেক্টর সাহেবের ক্যামেরায় এভাবেই ধরা পড়ি।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:



সিপাহসালরের জীবনকাল কত সাল থেকে কত সাল? উনি কোন রাজ্যের, কোন রাজ্যপ্রধানের বাহিনীর সিপাহসালার ছিলেন?

১৪ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সৈয়দ শাহ নাসির উদ্দিন (রহঃ) দিল্লীর সুলতান আলাউদ্দিন খিলজী'র আমলে একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে 'সিপাহসালার' উপাধী পেয়েছিলেন।

ধন্যবাদ নিরন্তর।

২| ১৪ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৫১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সকল খারাপ লোকদেরই লুকিয়ে থাকার একটা জায়গা লাগতো।তেমনি একটা জায়গা হবে হয়তো।লালবাগের কেল্লায় এমন একটা গুহা আছে।ঈদ্রাকপুর দুর্গেও আছে।

১৪ ই নভেম্বর, ২০২১ রাত ১০:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


কিছু বাঙ্গালী ব্লগারের মস্তিস্কে প্রব্লেম আছে। :)

উনি বাঙ্গালী ছিলেন না।

ধন্যবাদ।

৩| ১৪ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪৯

জ্যাকেল বলেছেন: গুহায় ধ্যান কোরবার সখ আমার আছে।

১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


শখটা বেশ!

ধন্যবাদ নিরন্তর।

৪| ১৪ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৩৫

রাজীব নুর বলেছেন: মাটির নীচে ইবাদত খানায় নামা আপনার ঠিক হয়নি। সাপ টাপ থাকার সম্ভবনা আছে।

১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সাহস করে নেমে গেলাম!

ধন্যবাদ নিরন্তর।

৫| ১৫ ই নভেম্বর, ২০২১ রাত ১:৫০

প্রামানিক বলেছেন: বিষয়টি জানা ছিল না জেনে ভালো লাগল। ধন্যবাদ

১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমারও জানা ছিলো না। যাওয়ার পরে জানতে পেরেছি।

শুভেচ্ছা নিরন্তর।

৬| ১৫ ই নভেম্বর, ২০২১ রাত ১:৫৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমি কি বলেছি উনি বাঙ্গালী ছিলেন।যে কয়জন অবাঙ্গালী দস্যু এসেছিল তারা অনেকেই পরে পীর দরবেশ নামে পরিচিত ছিল।পীর দরবেশরা সাথে তলোয়ার রাখে না।

১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


কিছু কিছু ব্লগার আজিব ধরণের!

লাথি খেয়েও বলে, আমি তো লাথি খাইনি! :)

ধন্যবাদ।

৭| ১৫ ই নভেম্বর, ২০২১ রাত ২:০৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: নাসিরুদ্দিন সিপাহ্সালারের বংশধরদের নিয়ে এক ভদ্রলোক গবেষণা করেছেন বলে শুনেছি - তার নাম সম্ভবত: ড: ইলিয়াস বা এর কাছাকাছি হবে। আপনার মুভির জন্য আপনি কি সেই ভদ্রলোকের কাছে থেকে তথ্য/উপাত্তের সহযোগিতা নিয়েছেন কি ?

১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৪৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


না, তাঁর সহযোগিতা লাগেনি এখনো। তবে, ফোনে কথা হয়েছে।

ধন্যবাদ নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.