|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সত্যপথিক শাইয়্যান
সত্যপথিক শাইয়্যান
	আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
 
 
  
আজ ৩১শে ডিসেম্বর, ব্লগের কথাসাহিত্যিক এবং দার্শনিক রাজীব নুরের মেয়ে ফারাজার জন্মদিন। আজ ফারাজার জন্যে অনেক খুশির দিন, কারণ তার বাবা তার জন্যে আজ সকালে একটি হাতি নিয়ে উপস্থিত হবেন। আমার খুব দেখতে ইচ্ছে করছে, ফারাজা হাতি দেখে কি করে! সে কি আনন্দে কেঁদে ফেলবে? বাবার গালে মিষ্টি করে একটু আদর করে দিবে? আমার বড় মেয়ে দেশে থাকলে আমি তার জন্মদিনে  একটি হাতি এনে উপস্থিত করতাম। হয়তো কোন দিনও তা হবার নয়। 
ফারাজা, তুমি খুব ভাগ্যবতী যে এমন একজন বাবা পেয়েছো। তাঁকে সব সময় খুব যতনে রাখবে। কারণ, তিনি এক সময় দেশের অনেক বড় শিল্পী হবেন। হুমায়ূন আহমেদের চেয়েও বড় শিল্পী। আমি তোমার বাবার জন্যে এই দোয়াই করি।
 ১৭ টি
    	১৭ টি    	 +১/-০
    	+১/-০  ৩১ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ২:১৯
৩১ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ২:১৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আমার পক্ষ থেকেও অনেক অনেক শুভেচ্ছা। 
ভালো থাকুন নিরন্তর।
২|  ৩১ শে ডিসেম্বর, ২০২১  রাত ২:৪৯
৩১ শে ডিসেম্বর, ২০২১  রাত ২:৪৯
রাজীব নুর বলেছেন: আপনার এই পোস্ট দেখে তো আমার চোখে পানি চলে আসছে।
আপনাকে শুধু ধন্যবাদ দিলে হবে না। বুকে জড়িয়ে ধরতে হবে।
  ৩১ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ২:২১
৩১ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ২:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আপনি আপনার একটি পোস্টে জন্মদিনের তারিখটি উল্লেখ করেছিলেন। আমার সেটা মনে ছিলো। 
ফারাজার জন্যে অনেক অনেক শুভকামনা। 
ভালো থাকুন নিরন্তর।
৩|  ৩১ শে ডিসেম্বর, ২০২১  রাত ২:৫০
৩১ শে ডিসেম্বর, ২০২১  রাত ২:৫০
রাজীব নুর বলেছেন: 
  ৩১ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ২:২২
৩১ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ২:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
ফারাজা মামনিকে খুব কিউট লাগছে। মাশাল্লাহ। 
ছবিটি শেয়ারের জন্যে অনেক অনেক ধন্যবাদ। 
শুভেচ্ছা নিরন্তর।
৪|  ৩১ শে ডিসেম্বর, ২০২১  ভোর ৫:২০
৩১ শে ডিসেম্বর, ২০২১  ভোর ৫:২০
চাঁদগাজী বলেছেন: 
ফারাজার জন্য অনেক অনেক শুভকামনা; ফারাজার লাষ্ট-নেইম হতে পারে "সামু"; ফারাজা সামু
  ৩১ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ২:২৩
৩১ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ২:২৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
বাহ! সামুর সংসদে প্রস্তাবিত হলো!  
 
ভালো থাকুন নিরন্তর।
৫|  ৩১ শে ডিসেম্বর, ২০২১  সকাল ৭:০৬
৩১ শে ডিসেম্বর, ২০২১  সকাল ৭:০৬
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা ফারাজা মনি!
  ৩১ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ২:২৪
৩১ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ২:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আমার পক্ষ থেকেও। 
শুভেচ্ছা নিরন্তর।
৬|  ৩১ শে ডিসেম্বর, ২০২১  সকাল ৯:৫৯
৩১ শে ডিসেম্বর, ২০২১  সকাল ৯:৫৯
শেরজা তপন বলেছেন: রাজীব নুর অতি ভাগ্যবান ব্লগার।তার মেয়ের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েও ব্লগে পোস্ট আসে! আমি ভাবছিলাম ইনি আবার কোন ব্লগার!  
 
রাজীব নুরের কণ্যাকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা! বাবা কণ্যার চমৎকার এই সম্পর্কের রসায়ন চিরদিন অটুট থাকুক।
  ৩১ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ২:২৬
৩১ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ২:২৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
সামু একটি পরিবারের মতো। আমাদের সবাইকে সবার খেয়াল রাখতে হবে। 
শুভেচ্ছা নিরন্তর।
৭|  ৩১ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ১:০১
৩১ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ১:০১
রাজীব নুর বলেছেন: আপনার এই পোষ্ট আপনার মহানুভবতার প্রকাশ।  
ছোট এই পোষ্ট। আমাকে মুগ্ধ করেছে। আনন্দ দিয়েছে।
  ৩১ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ২:২৭
৩১ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ২:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আপনি আমার প্রিয় ব্লগারদের একজন। 
শুভেচ্ছা নিরন্তর।
৮|  ৩১ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ১:১০
৩১ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ১:১০
ইসিয়াক বলেছেন: 
ফারাজার জন্য শুভকামনা রইল।
  ৩১ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ২:২৭
৩১ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ২:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আমিও শুভকামনা জানাচ্ছি। 
ভালো থাকুন নিরন্তর।
৯|  ০১ লা জানুয়ারি, ২০২২  সন্ধ্যা  ৭:৩৭
০১ লা জানুয়ারি, ২০২২  সন্ধ্যা  ৭:৩৭
রাজীব নুর বলেছেন: এই পোষ্টে যারা মন্তব্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০২১  রাত ২:৩৫
৩১ শে ডিসেম্বর, ২০২১  রাত ২:৩৫
মরুভূমির জলদস্যু বলেছেন: হাতির বাচ্চা পাওয়া যাক বা না যাক তাতে কিছু যায় আসে না। ইচ্ছাটাই সবচেয়ে বড় জিনিস।
হাতির বাচ্চাসম বিশাল একটা জন্মদিনের শুভেচ্ছা রজকন্যার জন্য।