| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

পুরনো একটি পেপার হাতে নিয়ে অফিসে বসে আছি। তাতে লেখা, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ প্রথম আলোকে একটি সাক্ষাৎকারে বলেছিলেন- বাংলাদেশ সরকার অনেক অপ্রয়োজনীয় ব্যয় করছে। ১ টাকার কাজ ৫ টাকায় হচ্ছে।
মনে পড়ে গেলো, বাংলাদেশের বার্ষিক উন্নয়ন প্রকল্প, এডিপিতে ব্যয় প্রায় ২ লক্ষ কোটি টাকা। এখন বাংলাদেশ সরকার সত্যি সত্যি যদি ১ টাকার কাজ ৫ টাকায় করিয়ে থাকে, তাহলে, বার্ষিক উন্নয়ন প্রকল্পে ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা অপচয় হচ্ছে! আমার কাছে অপচয়কৃত এই বিশাল পরিমাণ টাকার অংকটি ঠিক বোধগম্য হচ্ছে না......মাথায় একটা ভোঁতা অনুভূতি হচ্ছে।
প্রত্যেক বছরে আমার হাতে ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা থাকলে আমি কি কি করতাম তা ভাবতে ভাবতেই আজ ঢাকা শহরের রাজপথে বের হয়ে গেলাম। সাথে সিলেট থেকে আসা আমার শালাবাবু। পরীবাগের কাছেই হাঁটতে হাঁটতে হঠাৎ এক হাড় জিরজিরে বুড়ো মহিলাকে ভিক্ষা করতে দেখে এগিয়ে গেলাম...
ঠাণ্ডায় কাঁপতে থাকা মহিলাটির থালায় দুই টাকার একটা নোট। পকেট থেকে ১০০ টাকার একটা নোট বের করে থালায় দিয়েই সামনে দিয়ে হেঁটে চলে যেতেই দেখি বুড়ো মহিলাটি ঝট করে আমার দিকে তাকালেন...
এভাবে তাকাতে দেখে আমি কিছুটা থমকে গেলাম... তাঁর চোখে কেমন যেন একটা দৃষ্টি... জল টলমল করছে! সাঁঝের আধো আলোর মাঝে তাঁর চোখের জল মিলে মিশে কখন একাকার হয়ে গিয়েছে আমি খেয়াল করতে পারলাম না...
হু হু করে উঠা বুকে মাথায় একটা ভোঁতা অনুভূতি নিয়ে ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছি... শুধু এটুকুই বুঝতে পারলাম।
০৩ রা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভাতার উৎসে মনে হয় ভাটা পড়েছে!
শুভেচ্ছা নিরন্তর।
২|
০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৮:২৯
ইউনুছ উদ্দিন মামুন বলেছেন: হয়তো।
০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৮:৫০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এতোগুলো মানুষ রাস্তায় কেন!
ধন্যবাদ।
৩|
০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১০:৫১
রাজীব নুর বলেছেন: আমাদের দেশের মানুষ গুলো খুব গরীব। চারিদিকে শুধু গরীব মানুষ।
০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অপচয় কম হলে বাংলাদেশ ঠিকই একদিন ঘুরে দাঁড়াবে।
শুভেচ্ছা নিরন্তর।
৪|
০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১১:৪১
ঋণাত্মক শূণ্য বলেছেন: অনেকেই বলেন আমাদের নাকি টাকা পয়সা নাই। কথাটা এক অর্থে ভুল। আমাদের যা আছে, তাতেই আমাদের খুব ভালো ভাবে চলে যেতো। কিন্তু মানুষের লোভের জন্য আমাদের যথেষ্ট নেই। সমস্যাটা এখানেই।
০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
নিজেদেরও সচেষ্ট হতে হবে। অপচয় কমাতে হবে।
ধন্যবাদ।
৫|
০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৮
বিটপি বলেছেন: কক্সবাজার টু চট্টগ্রাম রেলপথ নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ২২৩ কোটি টাকা। পরে এডিপিতে গিয়ে সংশোধনীর মাধ্যমে তা হয়ে যায় ১৮ হাজার কোটি টাকা। এই প্রজেক্টে মিনিমাম ২০ হাজার কোটি টাকা খসানোর ধান্দা নিয়েই সংশোধনী আনা হয়েছিল বলে সকলে মনে করছেন।
বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় পদ্মা সেতু নির্মাণে খরচ পড়ত ১৩ হাজার কোটি টাকা। এখন নিজস্ব অর্থায়নে করতে গিয়ে খরচ হচ্ছে ২৯ হাজার কোটি টাকা। এভাবে অপচয় হচ্ছে।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দেশে ভাতা আছে এবং যাদের প্রাপ্য ওরা পাচ্ছে না।
এসব নিয়ে কথা বললে কেউ শুনে না।
উল্টা আমাকে ধমকায়।