নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

সৈয়দ মাহদী উদ্দৌলা সত্যিই কি নবাব সিরাজউদ্দৌলা\'র বংশধর?

১১ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৪৫



বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার বংশধর বলে নিজেকে পরিচয় দিয়েছেন সৈয়দ মাহদী উদ্দৌলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ইতিহাস নিয়ে আলোচিত ভ্লগার সালাহউদ্দিন সুমনের একটি ভ্লগে এমনি দাবী করেছেন সৈয়দ মাহদী। প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন- সিরাজউদ্দৌলার পোশাক, তলোয়ার, কোরআন শরীফ এবং আরও অনেক দলিল।

এখানে যে প্রশ্ন উঠে এসেছে, সেগুলো সত্যিই বাংলার শেষ নবাবের কি না। এই নিয়ে সৈয়দ মাহদীর সাথে কথা বলেছেন জাতীয় জাদুঘরের একজন উচ্চ-পদস্থ কর্মকর্তা। তাঁর মতে- এইসব জিনিসপত্র অনেক পুরনো আমলের। নিশ্চিত হবার জন্যে তা ঢাকায় আনা হচ্ছে। ঘটনা যাই হোক, প্রশ্ন হচ্ছে-

১) নবার সিরাজউদ্দৌলার তলোয়ারে কিভাবে 'সৈয়দ' শব্দটি আসলো যেখানে তার পৈত্রিক উপাধী "খান" ছিল। সিরাজের বাবা "মির্জা" উপাধী ধারন করেছিলেন।

২) সৈয়দ, মির্জা এবং খান বংশ পরিচয় কি একই সাথে কোন ব্যক্তির নামের সাথে থাকতে পারে?

৩) কোরআন শরীফে সিরাজউদ্দৌলার নাম পাওয়া গিয়েছে। পবিত্র কোরআন শরীফে কোন মুসলমান নাম লিখে রাখার রেওয়াজ এখন দেখতে পাওয়া যায় না। তখন ছিলো কি?

৪) নবার সিরাজের বাবার নাম ছিলো জৈনুদ্দীন। তিনি সৈয়দ ছিলেন তার কোন নির্ভরযোগ্য প্রমাণ নেই। তাহলে, ঐ তলোয়ার বা কোরআন নবাবের ছিলো কি?

এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া খুব জরুরী। তাহলেই, বুঝা যাবে নবাব সিরাজউদ্দোউলার বংশ বলে দাবী করা মানুষটি যা বলছেন তা সত্য।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৫৫

রিফাত হোসেন বলেছেন: আপনি যা বলেছেন তাই দেখেছিলাম একটি চ্যানেলে।

১১ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমার মনে প্রশ্নগুলো এসেছে। তাই এখানে উপস্থাপন করলাম।

ধন্যবাদ নিরন্তর।

২| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: এই সংক্রান্ত ৩টি ভিডিও বেরিয়েছে সম্ভবতো। সবগুলিই দেখেছি।
দেখাযাক শেষ পর্যন্ত কি হয়।

১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আমিও দেখেছি। দারুণ ভাবে উপস্থাপনা করেছেন সালাহউদ্দিন সুমন সাহেব।

শুভেচ্ছা নিরন্তর।

৩| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



তলোয়ার মেটাল টেস্ট করে বলে দেওয়া সম্ভব কোনে শতকের কোন দশকের। খুব কঠিন বা খুব ব্যয় বহুল কাজ না। প্রত্নতত্ত্ব অধিদপ্তর চাইলেই ব্যবস্থা নিতে পারেন।

১। রাজা বাদশাহ ও নবাবী আমলে শুক্রবার জম্মা নামাজে খুৎবা পাঠে রাজা বাদশাহ ও নবাবের নাম পাঠ করার রেওয়াজ ছিলো।
২। মোঘল সম্রাট সৈয়দ এবং মির্জা ছিলেন।
৩। বাদশাহ হুমায়ূন এর প্রধান সেনাপতি বিখ্যাত বৈরাম বেগ পিতার দিক থেকে খান ছিলেন এবং মাতার দিক থেকে বেগ ছিলেন।


আপনার পোস্টের ভদ্রলোক সম্পর্কে কিছুই জানিনা। আর তলোয়ার এর কাট ও প্লেটিং দেখে খুব পুরাতন মনে হচ্ছে না। সম্ভব হলে তলোয়ার এর আরও কিছু ছবি যোগ করুন।

১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


নবাব সিরাজের পিতার 'সৈয়দ' হওয়ার পক্ষে নির্ভরযোগ্য কোন প্রমাণ পাওয়া যায় না।

ফেসবুকের ভ্লগে Salahuddin Sumon বেশ কিছু তথ্য দিয়েছেন।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি ২ নং প্রশ্নের উত্তর দিয়েছি একই ব্যক্তি সৈয়দ ও মির্জা হতে পারেন।

নবাব সিরাজ উদ দৌলা সৈয়দ ছিলেন নাকি খান - আমার জানা নেই। নবাব সিরাজ উদ দৌলা সম্পর্কে আমার তেমন পড়ালেখা নেই। আমি পাঠ্যবই নবাব সিরাজ উদ দৌলা পড়েছি, সেখানে তাঁর বংশ কূল নিয়ে বিশদ লেখা ছিলো কিনা সঠিক মনে নেই।

তলোয়ারটি মেটাল টেস্ট করলেই ঝামেলা শেষ। ***আর তলোয়ার এর কাট ও প্লেটিং দেখে খুব পুরাতন মনে হচ্ছে না। সম্ভব হলে তলোয়ার এর আরও কিছু ছবি যোগ করুন।

১২ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি একমত। মেটাল টেস্ট করালে অনেক কিছু বেরিয়ে আসবে।

আর বংশ পরিচয়ের জন্যে ডি, এন, এ টেস্ট করাতে হবে।

ধন্যবাদ নিরন্তর।

৫| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৮

সাজিদ! বলেছেন: এই ইউটিবার যিনি দেশের নানা জায়গায় ঘুরে বিভিন্ন চমৎকার বিষয় তুলে ধরেছেন তাকে ধন্যবাদ জ্ঞাপন করতেই হয়। কি চমৎকার বাংলা, আহা! আমি কাজের ফাঁকে বেশ কয়েকটি ভিডিও দেখে ফেলেছি।

১২ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অনেক ভালো কাজ করছেন সালাহউদ্দিন সুমন। এর জন্যে তিনি বিশেষ ধন্যবাদ পাওয়ার যোগ্য।

শুভেচ্ছা নিরন্তর।

৬| ১২ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৩০

সোবুজ বলেছেন: প্রমান হলে কি সিংহাসন ফিরে পাবে?

১২ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভালো বলছেন। সিংহাসনটা এখন কোথায় আছে?

শুভেচ্ছা।

৭| ১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:২১

নূর আলম হিরণ বলেছেন: ঠাকুরমাহমুদ: উনি বললেন তলোয়ারে জং ধরার কারনে উনার দাদা উপরে রঙ এর প্রলেপ দেন।
তবে উনি যে দলিল ও চুক্তিপত্র দেখিয়েছেন সেগুলো নিঃসন্দেহে অনেক পুরনো। সেগুলো থেকেই অনেক তথ্য পাওয়া সম্ভব।

১২ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমার কাছে বেশ পুরনো মনে হলো। অনেক কিছু বেরিয়ে আসবে বলে মনে হচ্ছে।

শুভেচ্ছা নিরন্তর।

৮| ১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:১২

জুল ভার্ন বলেছেন: আলোচ্য বিষয়টা আমার কাচে সত্য মনে হয়। আমাদের সহ ব্লগার বিশিষ্ট গবেষক লেখক প্রফেসর ডক্টর রমিত আজাদ নবাব সিরাজ উদ্দৌলার বংশধরদের নিয়ে গবেষণা করে একাধিক গবেষণা পত্র এবং বই লিখেছেন একই সাথে নবাব সিরাজ উদ্দৌলার বর্তমান বংশধরদের নানা ভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন, তিনি এই বিষয়ে সোস্যাল মিডিয়াতেও অনেক লেখালেখি করেছেন।

১২ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

নবাব সিরাজ উদ্দৌলার বর্তমান প্রজন্মকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া উচিৎ।

শুভেচ্ছা নিরন্তর।

৯| ১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সোজা দুটি পণ্হা আছে - সেগুলো এপ্লাই করলে প্রমাণ হয়ে যাবে তিনি সত্য না মিথ্যা বলছেন । এক. বাংলাদেশে আরো দুটি পরিবার আছে যারা নিজেদের নবাব পরিবারের দাবী করেন এই তিনটি পরিবারের ডিএনএ পরীক্ষা করলেই সব পরিষ্কার হয়ে যাবে । ডিএনএ অনুসারে এই তিন পরিবারের ডিএনএ এক হবার কথা । দুই. জিনিসপত্রগুলোর রাসায়নিক ও ফরেনসিক পরীক্ষা করলেই সব পরিষ্কার হয়ে যাবার কথা ।

১০| ১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩১

আলমগীর সরকার লিটন বলেছেন: পৃথিবীতে অনেক কিছুই না ঘটছে বিশ্বাস অবিশ্বাস করার কিছু যায় আসে না আমার বিশ্বাস হতে পারে--------

১১| ১২ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৪

ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: ২৬৫ বছরের ইতিহাস আবিষ্কার খুব কঠিন কাজ নয় বলে আমি মনেকরি - যখন পৃথিবিতে হাজার বছরের ইতিহাস ঘেটে সত্য আবিষ্কারের প্রমান রয়েছে -

১২| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: আপনার ইউটিউব চ্যানেলের খবর কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.