নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ওরা ১২-জন রাতে মাটিতে শুয়ে থাকে

১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৩৩



লালমাটিয়া আড়ংয়ের নিচে ১২-জন নারী-পুরুষ-শিশু প্রতি রাতে শুয়ে থাকেন। আমি রাতে জগিং করতে বের হই। তাদের প্রতিজনের জন্যে ১টি কলা আর ২টি রুটির বেশি কিছু দিতে পারি না। আপনি যদি এগিয়ে আসেন, এরচেয়ে বেশি কিছু হয়তো তাদেরকে দিতে পারবো।

১টি ছোট পানির বোতল যোগ করতে চাই প্রত্যেকের জন্যে। প্রতি রাতে এর জন্যে ১২০ টাকা করে লাগবে। আপনি এগিয়ে আসবেন কি?

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:৩৭

বিটপি বলেছেন: না, আসব না। মানুষকে খাইয়ে কোন লাভ নেই। খাবার এখন এত সস্তা না। সেদিন বেশি দূরে নেই, যেদিন একমুঠো ভাতের জন্য মানুষ একজন আরেকজনকে পশুর মত মেরে ফেলবে। যদি জনকল্যাণের জন্য কিছু করতেই চান, তাহলেঃ
- বেশি বেশি কর্মসংস্থানের সৃষ্টি করুন। দেশের উন্নতির সাথে সাথে কর্মসংস্থানের সুযোগও বাড়ছে।
- মানুষকে একের অধিক সন্তান গ্রহণে নিরুৎসাহিত করুন। সেক্স ছাড়াও যে অনেক প্রডাকটিভ কাজ আছে - মানুষকে এ ব্যাপারে সচেতন করুন।
- মানুষের নীতি নৈতিকতা বাড়ে, এমন কাজে উৎসাহিত করুন।
- গৃহহীন মানুষের বাসস্থানের ব্যবস্থা করুন।

এই কাজগুলো একা একা সম্ভব নয়। কন সংগঠনের সাহায্য নিন।

১৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমার চিন্তাটা একটু ভিন্ন। একজন মানসিক প্রতিবন্ধী শিশু আর তার দরিদ্র ও অক্ষম পিতাকে কাজ যোগার করে দেওয়া বা তাঁকে খাবারের বিনিময়ে কাজে্র জন্যে বলাটা অমানবিক বলে মনে করি।

ঠিক তেমন কথা খাটে ৭০ বছর বয়স্ক কোন বৃদ্ধকে কাজ করতে বলাটা।

২| ১৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:২৪

জোভান আহমেদ বলেছেন: এইভাবে খাবার মেনেজ করে দেওয়াটা আলমেটলি কোনো সমাধান হতে পারেনা।
এর চেয়ে ওনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত। একটা কাজের ব্যবস্থা করে দিলে ওরা নিজেরাই নিজের খাবার থাকার ব্যবস্থা করে নিবে।

১৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বাংলাদেশে শিক্ষিত বেকারদের সংখ্যা জানেন কি?

কর্ম সংস্থান মুখেই বলা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.