|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সত্যপথিক শাইয়্যান
সত্যপথিক শাইয়্যান
	আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
 
 
 
হযরত ঈসা (আ) প্রায়ই ঘুরতে বের হতেন। কোন একদিন তিনি যখন ভ্রমণের উদ্দেশ্যে বের হচ্ছেন, তাঁর গ্রামের এক যুবক সফর সঙ্গী হতে চাইলো। নবি ঈসাও তার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। সফরের এক পর্যায়ে তাঁরা যখন একটি খাদের নিচে পৌঁছালেন, সেখানে এক অচেনা প্রাণীর কংকাল পড়ে থাকতে দেখা গেলো। 
যুবকটি হযরত ঈসাকে ঐ কংকালকে জীবিত করে দেওয়ার কৌশল শিখিয়ে দেওয়ার জন্যে পিড়াপিড়ি করতে লাগলো। নবি সেই যুবকটিকে প্রথমে উপেক্ষা করলেও সে বারংবার নবিকে অনুরোধ করতে লাগলো। এক পর্যায়ে বিরক্ত হয়ে ঈসা তাঁকে বোঝাতে চেষ্টা করলেন যে এটা কোন সহজ কাজ নয়। কোন বোকাকে তিনি এই কৌশল শেখাবেন না। 
এবারে, যুবকটি অন্য পথ ধরলো। সে হযরত ঈসাকে বললো- আমি উপযুক্ত নই মনে করে আমাকে যদি মৃতকে জীবিত করার দোয়া না শেখান, তাহলে আপনি নিজেই কংকালটার জীবন ফিরিয়ে দিন না! 
কিংকর্তব্যবিমুঢ় ঈসা এবারে আল্লাহর কাছে এই গোঁয়ার যুবকটার এহেন পিড়াপিড়ির কারণ জানতে চাইলেন। আল্লাহ উত্তরে বললেন- 
দুঃখী মানুষ সব সময় নিজের জন্যে বিপদই ডেকে নিয়ে আসে। তারা বীজ বপন করলে তা থেকে কাঁটা ফোটে। তারা কাউকে ভালবাসলে সে মানুষটা সাপে পরিণত হয়। তাদের হাতে গোলাপও কাঁটাতে পরিণত হয়। কারণ, তাদের অন্তর অন্ধকার ও কদর্য। তারা সব কিছুকে সোনায় পরিণত করা পরশ পাথর নয়, বিষ উৎপাদন করাই তাদের কাজ। এই মানুষগুলোই জাহান্নামের অধিবাসী।
এবারে হযরত ঈসা সেই যুবকটির ব্যাপারে আগ্রহী হলেন। তিনি কংকালটার উপরে জীবিত করার দোয়া পড়ে ফুঁ দিলেন। যদিও ঈসা বা সেই যুবক কেউই জানতেন না যে কংকালটা ছিলো একটি সিংহের। জীবন পেয়েই সিংহটা প্রথমেই সেই যুবকটির উপর ঝাঁপিয়ে পড়ে তার ঘাড় মটকালো। 
ঈসা অবাক হয়ে সেই সিংহটাকে জিজ্ঞাসা করলেন- তুমি এমন করলে কেন! এই যুবকটার অনুরোধেই তো আমি তোমাকে জীবিত করেছি। 
'ইয়া নবী! যুবকটি আপনাকে রাগান্বিত করেছিলো, তাই তার দেহকে আমি ধ্বংস করে দিলাম।' সেই সিংহটি বললো। 
ঈসা শুধালেন- মেরেই যখন ফেললে, তাহলে তার মাংস খাচ্ছো না কেন!
সিংহটি হেঁটে দূরে মিলিয়ে যেতে যেতে বললো- আজ তার মাংস খেয়ে পুষ্টি পাওয়ার ভাগ্য আমার নেই।  
====
মূলঃ রুমী
বইঃ মছনবি - ২, Click This Link 
=============================
 ২৩ টি
    	২৩ টি    	 +০/-০
    	+০/-০  ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২  রাত ৯:১৪
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২  রাত ৯:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
কষ্টে তো বুক ফেটে চৌচির!  
 
আপনার পড়তে কষ্ট হয়েছে? 
ধন্যবাদ।
২|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২  রাত ৯:১৮
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২  রাত ৯:১৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: সোনাগাজি থেকে গাজী কেটে চাঁদ বসিয়ে দিলে কেমন হয়?
৩|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২  রাত ৯:৪০
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২  রাত ৯:৪০
সোনাগাজী বলেছেন: 
লেখক বলেছেন, "কষ্টে তো বুক ফেটে চৌচির!  আপনার পড়তে কষ্ট হয়েছে? ধন্যবাদ "
 আপনার পড়তে কষ্ট হয়েছে? ধন্যবাদ "
-নবীরা নিজেদের সময়ের জন্য জ্ঞানী মানুষ ছিলেন; তাঁরা তাদের সমাজকে ততকালীন সময়ে ভালো জীবনের তত্ব দিয়েছেন; তারা পুরানো হাঁড় থেকে জীবিত সিংহ বানাবেন কোন কারণে; মরা মানুষকে জীবিত করবেন কি কারণে?
  ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২  রাত ৯:৪৭
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২  রাত ৯:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
তিনি চেয়েছিলেন বিরক্তিকর সঙ্গী হতে মুক্ত হতে। যদিও তিনি জানতেন না সেই সিংহটি যুবকটির ঘাড় মটকাতে পারে। 
আমার মনে হয়, এই ঘটনা থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে।
শুভেচ্ছা।
৪|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২  রাত ৯:৫৯
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২  রাত ৯:৫৯
সোনাগাজী বলেছেন: 
এই অপ্রয়োজনীয় গল্পে, নবী যীশুর মাহাত্য প্রকাশ পেয়েছে, নাকি উনাকে বদমেজাজী হিসেবে দেখানো হচ্ছে?
  ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২  রাত ১০:০৯
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২  রাত ১০:০৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আমার কাছে বদমেজাজী মনে হয়নি। 
'বদমেজাজী' শব্দটির অর্থ------> ক্রূর, ক্রূরমতি, খারাপ, কু, জাল্ম, পাজী, নষ্ট, দুষ্ট, পাপী, অনিষ্টকর, পাপপূর্ণ, ক্ষতিসাধক, নচ্ছার, ডোকরা, বিদ্বেষপূর্ণ, দুর্নীতিপরায়ণ, পাপাত্মা, মতিচ্ছন্ন, দুর্বৃত্ত, দুশ্চরিত্র, পাপাসক্ত, পাপিষ্ঠ, বদমেজাজী, দজ্জাল, নষ্টমতি, খট্বারুঢ়, নীতিহীন। 
এইসব অর্থের কোনটা হযরত ঈসা'র এমন ব্যবহারের সাথে যায় কি? 
ধন্যবাদ।
৫|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২  রাত ১০:১৮
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২  রাত ১০:১৮
সোনাগাজী বলেছেন: 
আপনি নিজে বলেছেন যে, নবী যীশু ঐ যুবক থেকে পরিত্রাণ পেতে কংকালের সিংকে জীবিত করেছেন।
  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২  দুপুর ১২:১৩
২৭ শে ফেব্রুয়ারি, ২০২২  দুপুর ১২:১৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
না, আমি বলিনি। রুমীর বইতে এটা উল্লেখ আছে যা আমি লিখিনি। 
ধন্যবাদ নিরন্তর।
  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২  দুপুর ১২:৩৭
২৭ শে ফেব্রুয়ারি, ২০২২  দুপুর ১২:৩৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
যুবকটির পিড়াপিড়ির কারণে সে বিপদ নিজের উপর টেনে নিয়ে আসে। 
ধন্যবাদ।
৬|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২  রাত ১০:২৭
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২  রাত ১০:২৭
গরল বলেছেন: মৃতকে জিবীত করার দোয়া ছিল কিন্তু ঐ বিরক্তিকর যুবক থেকে পরিত্রাণ পাওয়ার কোন দোয়া ছিল না? আমিতো জানতাম রূমী একজন দার্শনিক ছিল, একন তো দেখছি বাচ্চাদের জন্য গল্প লিখত।
  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২  দুপুর ১২:১৪
২৭ শে ফেব্রুয়ারি, ২০২২  দুপুর ১২:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
বিরক্তিকর যুবক থেকে পরিত্রাণ পাওয়ার কোন দোয়া!!!!! 
আজকালে শুনছি বিড়ি ফোঁকার দোয়াও বের হয়েছে!  
 
ধন্যবাদ। 
৭|  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২  সকাল ১০:১৭
২৭ শে ফেব্রুয়ারি, ২০২২  সকাল ১০:১৭
বিটপি বলেছেন: রুমীর গল্পের সাথে আমি রূপকথার গল্পের কোন পার্থক্য খুঁজে পাইনা। উনি রূপকথা লেখেন ভালো কথা, এর সাথে আবার নবী রাসূল দেরকে টানেন কেন?
  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২  দুপুর ১২:১৫
২৭ শে ফেব্রুয়ারি, ২০২২  দুপুর ১২:১৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
কেন টানেন সেটা উনাকে জিজ্ঞাসা করলে হয় না? 
ধন্যবাদ।
৮|  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২  সকাল ১০:২৪
২৭ শে ফেব্রুয়ারি, ২০২২  সকাল ১০:২৪
নতুন বলেছেন: এই সব কাহিনির কোন সত্যতা থাকার কথা না। 
আপনার এইগুলিতে বিশ্বাস আছে?
  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২  দুপুর ১২:১৭
২৭ শে ফেব্রুয়ারি, ২০২২  দুপুর ১২:১৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
কাহিনী বা গল্পের মাঝেও শিক্ষা নেয়ার অনেক কিছু থাকে। 
ধন্যবাদ নিরন্তর।
৯|  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২  সকাল ১০:৫৭
২৭ শে ফেব্রুয়ারি, ২০২২  সকাল ১০:৫৭
সাসুম বলেছেন: সুন্দর আজগুবি রুপকথার গল্প! এত কস্ট করে বল্গে আসি আমরা সবাই মিলে এরকম আজগুবি গল্প শোনার জন্যই! আমাদের কে এরকম জ্ঞানের আলোয় আলোকিত করার জন্য আপনাকে ধন্যবাদ।
জাজাকাল্লাহ খাইরান
  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২  দুপুর ১২:১৮
২৭ শে ফেব্রুয়ারি, ২০২২  দুপুর ১২:১৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
ব্লগে আসতে কষ্ট করতে হয়!  
আপনি কোন নেটওয়ার্কের মোবাইল চালান? 
ধন্যবাদ। 
১০|  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২  সকাল ১১:২৩
২৭ শে ফেব্রুয়ারি, ২০২২  সকাল ১১:২৩
সোনাগাজী বলেছেন: 
ব্লগার রুপক বিধৌত সাধু চাকুরী নিয়ে সমস্যায় আছে; উনার জন্য কিছু করা যায় কিনা দেখেন, প্লীজ। উনার পোষ্টে কমেন্ট করুন।
  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২  দুপুর ১২:১৮
২৭ শে ফেব্রুয়ারি, ২০২২  দুপুর ১২:১৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
উনার শেষ পোষ্ট পড়লাম। আপনি দেখি পুরাই ইন্টারোগেশন করেছেন!!! 
শুভেচ্ছা।
১১|  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২  দুপুর ১২:২৮
২৭ শে ফেব্রুয়ারি, ২০২২  দুপুর ১২:২৮
রাজীব নুর বলেছেন: নবীদের কথা পড়তে আমার ভালো লাগে। চমৎকার বিনোদন পাওয়া যায়।
  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২  দুপুর ১২:৩৯
২৭ শে ফেব্রুয়ারি, ২০২২  দুপুর ১২:৩৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
কিছু শিক্ষা কি পাওয়া যায়? 
ধন্যবাদ নিরন্তর।
১২|  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২  বিকাল ৪:৩২
২৭ শে ফেব্রুয়ারি, ২০২২  বিকাল ৪:৩২
রানার ব্লগ বলেছেন: পড়লাম !!!
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২  রাত ৯:১১
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২  রাত ৯:১১
সোনাগাজী বলেছেন:
মরা কংকাল থেকে জীবিত সিংহ হচ্ছে, তারপর আবার ঈশা নবীর সাথে কথা বলছে, এগুলো লিখতে আপনার কষ্ট হয় না?