নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

যে নারী বিয়ের জন্যে সবচেয়ে বেশি উপযুক্ত

২৫ শে মার্চ, ২০২২ দুপুর ১২:১২



একবার এক যুবক বিয়ে করার সিদ্ধান্ত নিলো। কিন্তু, কোন মেয়েকে বিয়ে করবে সেই ব্যাপারে যুবকটি দ্বিধা-দ্বন্দ্বে ভুগছিলো। শেষ পর্যন্ত, শহরের মানুষেরা তাকে বললো- তুমি পাগলাটে বুড়োর কাছে যাও। তিনি তোমাকে ভালো পরামর্শ দিবেন। তিনিই এই শহরের সবচেয়ে জ্ঞানী মানুষ।

যুবকটি তখন সেই বুড়ো লোকটিকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে সে দেখতে পেলো- শহরের এক কোণে এক বুড়ো মানুষ দুটো লাঠির উপর ভর করে ঘোড়া বানিয়ে বাচ্চাদের সাথে খেলছেন। সে বুঝতে পারলো, এই সেই পাগলাটে বুড়ো। সে তখন বুড়ো মানুষকে জিজ্ঞাসা করলো-

জনাব, আমি বিয়ে করতে চাই। কিন্তু, কি ধরণের মেয়ে আমার জন্যে উপযুক্ত হবে তা বুঝতে পারছি না। আপনি কি এই ব্যাপারে আমাকে একটু জ্ঞান দিবেন?

বুড়ো মানুষটি তাঁর খেলা থামিয়ে বললেন- এই দুনিয়ায় তিন ধরণের নারী আছে। দুই ধরণের নারী মহামূল্যবান সম্পদ, আর বাকি এক ধরণের নারী এই পৃথিবী এবং পরবর্তী জগত উভয়ের জন্যেই শ্রেষ্ঠ ধন। এক প্রকার আংশিক তোমার হবে, আরেক প্রকার কখনোই তোমার হবে না। আর শেষের প্রকারের নারী সারা জীবন তোমার হবে। এবারে, আমার ঘোড়ার পায়ের আঘাতে খোঁড়া হবার আগেই আমার সামনে থেকে দূর হও।

এই বলে পাগলাটে লোকটি তাঁর কাঠের ঘোড়াটি চালিয়ে চলে যেতে চাইলেন। যুবকটি এবারে তাঁর পথ রোধ করে বললো- জনাব, আমি এখনো বুঝিনি যে! আপনি কি আমাকে বলবেন এই তিন ধরণের মাঝে কাকে আমি গ্রহণ করবো?

ঘোড়সওয়ার বুড়ো লোকটি এবারে বললেন- আমি শেষ বারের মতো তোমাকে আমার কথাগুলো ভাঙ্গিয়ে বলছি। একটু মনোযোগ দিয়ে শুনো। এই তিন প্রকারের নারীদের, এক প্রকারের হচ্ছে বিধবা। তাঁরা তাঁদের পূর্ববর্তী স্বামীর কথা ক্ষণে ক্ষণে চিন্তা করবে। আরেক প্রকারের নারী হচ্ছে- সন্তান -সহ বিধবা। যারা তাঁদের সন্তানের দিকে তাকিয়ে পূর্ববর্তী স্বামীর সাথে সুখ সময়ের কথা চিন্তা করবে। এরা কখনোই তোমাকে মন দিবে না।

আর, শেষের প্রকারের নারী তোমাকে সব কিছু উজাড় করে দিবে, কারণ, তুমিই তাঁদের জীবনে প্রথম পুরুষ।

এই কথা বলে, বুড়ো লোকটি অপেক্ষমান বাচ্চাদের সাথে খেলায় ব্যস্ত হয়ে পড়লেন।

======
মূলঃ জালালুদ্দিন রুমী
===============

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৩৯

মিরোরডডল বলেছেন:




লেখার সারমর্ম কি এটাই যে বিধবা বা সন্তান-সহ বিধবা নারী বিয়ের জন্য অনুপযুক্ত ?

মৃত্যুর ওপর কারো হাত নেই । কতো অল্প বয়সী মেয়েরাও বিধবা হয়, তাই বলে তারা আর বিয়ে করবে না !
অবশ্য এটা সত্যি, যে বা যারা তাদের অনুপযুক্ত মনে করে, এরকম কাউকে বিয়ে করার চেয়ে একা থাকা মঙ্গল ।


২৫ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


রুমী প্রথমেই বলেছেন- প্রথম দুই প্রকার নারী মহামূল্যবান সম্পদ।

যার কাছে যে উপযুক্ত মনে হয়, সে সেটাই গ্রহণ করবে।

আর, পাগলাটে বুড়োটি নিজেকে একাই রেখেছিলেন।

ধন্যবাদ নিরন্তর।

২| ২৫ শে মার্চ, ২০২২ দুপুর ১:০৮

মিরোরডডল বলেছেন:




আর, শেষের প্রকারের নারী তোমাকে সব কিছু উজাড় করে দিবে, কারণ, তুমিই তাঁদের জীবনে প্রথম পুরুষ।

নারীর জীবনে প্রথম পুরুষ হওয়ার মাঝে কোন কৃতিত্ব নেই ।
শেষ পুরুষ হয়ে জীবনের শেষ সময় পর্যন্ত পাশে থাকার মাঝেই কৃতিত্ব ।

যদি এমন হয়, নারী তার প্রথম পুরুষকে সব উজার করে দিলো, ইন রিটার্ন সেই পুরুষ তার নারীকে ভালোবাসে না,
সুখী করলো না । নারী তখন তাকে ছেড়ে চলে যায়, তার জীবনের প্রথম পুরুষ হয়ে কি লাভ হলো ?

তখন সেই পুরুষ শুধু বিধবা বা সন্তান-সহ বিধবা না, কোন নারীর জন্যই উপযুক্ত না ।
কারন সে জানে না নারীকে কেমন করে ভালোবাসতে হয়, ধরে রাখতে হয় ।
তাই আমার জন্য কে উপযুক্ত সেটা ভাবার আগে চিন্তা করতে হবে আমি কি তার উপযুক্ত কিনা !

সম্পর্কের বিষয়টা আসলে খুবই আনসার্টেইন ।
কার জন্য যে কে সঠিক সেটা সময় বলে দেয় ।
পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধাবোধ, আন্ডারস্টেন্ডিং আর বিশ্বাসের ওপর সেটা নির্ভর করে ।

কার লাইফে অতীতে কি এক্সিডেন্ট হয়ে গেছে, বিধবা, সধবা, প্রথম পুরুষ, প্রথম নারী কিনা এগুলোর ওপর ম্যাটার করে না ।


২৫ শে মার্চ, ২০২২ দুপুর ২:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

রুমী তাঁর অনুধাবনের কথা বলেছেন। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

সবারই তা করা উচিৎ।

ধন্যবাদ নিরন্তর।

৩| ২৫ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪৫

রাজীব নুর বলেছেন: এসব নিয়ম এযুগে খাটে না। যুগ বদলে গেছে।

২৫ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



কোথায়! এখনও মানুষের দুই-হাত-পা দেখছি যে!

ধন্যবাদ নিরন্তর।

৪| ২৫ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪৩

পুলক ঢালী বলেছেন: একতরফা পুরুষতান্ত্রিক ভাবনা বের হয়েছে পুরুষের মাথা থেকেই। নারীদের কথা ভাবা হয়নি :) আয়না পুতুল আপনার সাথে সহমত :D

২৫ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


পুরুষের ভাবনা বেরুবে পুরুষদের থেকেই, আর নারীদেরটা থেকে নারীদের ভাবনা। সন্দেহ নেই।

ধন্যবাদ।

৫| ২৫ শে মার্চ, ২০২২ রাত ৯:০৯

প্রতিদিন বাংলা বলেছেন: কিছু সেক্রিফাইজ করে একত্রে থাকা ,অসহনীয় হলে ভিন্ন পথ দেখা
আইন আদালত ,সমাজ পারে শুধু ভেজাল বাড়াতে

৬| ২৫ শে মার্চ, ২০২২ রাত ৯:৫৩

ছদকার ছাগল বলেছেন: এখনকার নারী আর আল্লামা রুমির সময়ের নারী কতখানি একরকম? কতখানি ভিন্ন?

৭| ২৫ শে মার্চ, ২০২২ রাত ১০:৩৪

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: এই তিন ধরনের পর আসে চতুর্থ ধরনের নারী খোঁজা পুরুষ , যারা কোনো পাগলের কাছে জ্ঞান নিতে যায় না। ফেসবুক যুগের হলে রুমি এসব কথা বলতেন না। আমরা এমন পোস্ট ও পড়তাম না ।

৮| ২৫ শে মার্চ, ২০২২ রাত ১০:৪০

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: যে নারী বিয়ের জন্যে সবচেয়ে বেশি উপযুক্ত - চরম টাইটেল - আপনিও কি এমন ভাবেন ? নয়তো মূল রুমীর কাহিনী শেষে নিজের বক্তব্য পেশ করতে পারতেন । নাকি রুমি দিয়েই নিজের ক্ষেত্রে বিবেচনা করেন ?
যদি তেমন হয় তাইলে তো ভাই '' নারীর জীবনে প্রথম পুরুষ '' ডিটেকশন যন্ত্র লাগবে । আছে আপনার কাছে ? সাপ্লাই দিতে পারবেন? নইলে এমন বেহুদা কথা না বলাই উচিত ।

৯| ২৬ শে মার্চ, ২০২২ রাত ৩:৫৭

মামুinসামু বলেছেন: এতটা রিয়্যাক্ট করার মত কোন কথা মনে হয় গল্পে বলা হয় নাই।
বিধবা হলে বিয়ে করা যাবে না এমনটা নয় মোটেই।
এখানে (ধরে নিচ্ছি ৯০%) অনেকেই আমরা উক্ত বৃদ্ধের কথাই অনুসরন করেছি মনে হয়, এমনকি আমাদের প্রিয়জনদের ক্ষেত্রেও (যদি একমাত্র বিয়ে হয় ;) )। যদি আমাদের কোন প্রিয়জন, যার এটাই হবে প্রথম বিয়ে, (ছেলে, মেয়ে, ভাই, বোন, বন্ধু কিংবা অন্যান্য আত্মীয়) পরামর্শ চায় তাহলে কি বলা উচিত। বৈবাহিক অবস্থার ছাড়া অন্যান্য সব বিষয়ে সমান পছন্দ হয়েছে এমন তিন ব্যক্তির (নারী/পুরুষ) মধ্যে কাকে বিয়ে করার পরামর্শ দেয়া যেতে পারে।
আর জালালুদ্দিন রুমী যার follower, তিনি কিন্তু বিধবা কিংবা divorcee বিয়ে করার উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

১০| ২৬ শে মার্চ, ২০২২ সকাল ১০:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: সেই নারীই একজন পুরুষের জন্য বেশী উপযুক্ত যার সাথে পুরুষটির মন মানসিকতার মিল সব চেয়ে বেশী থাকে। গতকাল এক দম্পতির সাথে দেখা হোল। সহজ সরল ছেলেটি প্রায় ১০ বছর এক চালু মেয়ের সাথে অসুখী সংসার করেছে। পরে ছেলেটির স্ত্রী আরেক ছেলেকে ভালোবেসে চলে যায়। ছেলেটির এখন যে মেয়ের সাথে বিয়ে হয়েছে সেই মেয়েটিও কয়েক বছর আরেকজন পুরুষের সাথে অসুখী সংসার করার পর আলাদা হয়ে যেতে বাধ্য হয়। এই মেয়েটিকেও সহজ সরল মনে হোল।

সেই বিচ্ছেদপ্রাপ্ত ছেলে আর মেয়ে দুটি এখন সুন্দর একটা সংসার পেতেছে। ওদের চেহারা দেখে তাই মনে হোল। ছেলেটাকে আগে থেকেই চিনি। মেয়েটাকে না চিনলেও মনে হোল এই মেয়েই ছেলেটির জন্য উপযুক্ত। ওরা সুখে থাকবে বলে আমার বিশ্বাস।

কাজেই কুমারী মেয়ে বা বিধবা মেয়ে এটা যেমন ব্যাপার না তেমনি ছেলের ক্ষেত্রেও এটা প্রথম বিয়ে না দ্বিতীয় বিয়ে এটা ব্যাপার না। ব্যাপার হোল একসাথে থেকে সুখী হওয়া।

১১| ২৬ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩৭

নিমো বলেছেন: বাহ! ভাইজান, বৈদ্যুতিক গাড়ির যুগেও কেউ কেউ ব্লগটাকে উট-ঘোড়ার আমলে ফিরিয়ে নিতে চান।

১২| ২৬ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কোথায়! এখনও মানুষের দুই-হাত-পা দেখছি যে!

ধন্যবাদ নিরন্তর।

একসময় বিব্যে হতো মসজিদে। শুকনা খেজুর খাইয়ে। এখন একটা বিয়েতে এক কোটি টাকা খরচ করা ভয়।

১৩| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১:১৯

মোহাম্মদ গোফরান বলেছেন: যে যাকে নিয়ে সুখে থাকতে চায় সে তাকে নিয়ে সুখে থাকুক । সবাই সুখি হোক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.