নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

নামাজ না পড়েও মুসলমান থাকা যায়

২৮ শে মার্চ, ২০২২ রাত ১:৫৮



আমি এক ওয়াক্ত নামাজও পড়ি না। জুম্মার নামাজও না। এমনকি ইদের নামাজও মিস হয়। আমি কি মুসলমান? সেদিন আমার এক ভাই আমাকে চ্যালেঞ্জ করলেন যে- আমি মুসলমান নই। আমি তাকে বললাম- আমি কলেমা পড়া এবং বোঝা মুসলমান। কিন্তু, নামাজ পড়তে যে বুদ্ধি-বিবেচনার প্রয়োজন হয়, তা আমার এখনো হয়নি। তাই, পড়ি না।

নামাজ পড়ার সাথে 'বয়স'-এর কোন সম্পর্ক নেই। থাকলে, নবীজীর উপর যখন প্রথম কোরআন নাজিল হয়, তখনই নামাজ ফরজ হতো। কোরআনেও বলা আছে যে- তোমরা মাতাল অবস্থায় নামাজের ধারে কাছে যাইও না।

মাতাল অবস্থায় কি হয়? সে সময়ে আসলে কান্ড-জ্ঞান থাকে না। এর অর্থ, কান্ড-জ্ঞানের সাথে নামাজের একটা সম্পর্ক আছে। এখন, প্রশ্ন হচ্ছে- আর কি কি কারণে মানুষের কান্ড জ্ঞান লোপ পায়? এর উত্তরে বলা যায়- মস্তিস্ক বিকৃত হলে। পাগলের জন্যে নামাজ ফরজ নয়।

এই পৃথিবীতে অনেক ধরনের পাগল আছে। কেউবা ভবের, আবার কেউবা ভাবের। আমি নিজেকে এদের চেয়েও উচ্চ মার্গের পাগল মনে করি। তাই, নামাজের ধারে-কাছেও যাই না। আমি পাগল বলেই এমন কোন নামাজ পড়তে চাই না যা মুখের উপর ছূড়ে ফেলা হবে।

আমার আত্মীয় আমাকে 'নাস্তিক' প্রমাণ করতে না পেরে অতিশয় হতাশ হলেন বলে মনে হলো। তিনি চুপ করে গেলেন।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২২ রাত ২:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি যা লিখেছেন তাতে কী প্রমাণ হয় আপনি বলুন।

আপনার সাথে আমি দূরত্ব বজায় রাখি। পোস্ট পড়ে আরো দূরে যাব।

২৮ শে মার্চ, ২০২২ রাত ২:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আমি কোন কিছু প্রমাণ করতে আগ্রহী নই।

এটা শুধুই আমার আর খোদার কথপোকথন। অন্য কারো এখানে বেইল নেই।

ধন্যবাদ।

২| ২৮ শে মার্চ, ২০২২ রাত ২:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: নামাজ পড়লে মন ভালো থাকে । একপ্রকার মানসিক প্রশান্তি অনুভুত হয় ।

২৮ শে মার্চ, ২০২২ রাত ২:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আমার মন ভালো হয় নাই। পড়ার চেষ্টা করেছিলাম।

তাই, মনকে আগে টাইট দেওয়ার চেষ্টা করছি।

শুভেচ্ছা নিরন্তর।

৩| ২৮ শে মার্চ, ২০২২ সকাল ৮:১৭

দূর আকাশের নীল তারা বলেছেন: আকাশে উড়ে যাওয়া একটা প্লিন দেখিয়ে বাবা তার ছেলেকে বলল, বল তো প্লেনটা কত বড়? ছেলে দুই আঙুলে ছোট্ট করে দেখালো, এইটুকু (দুআঙুলে যতটুকু দেখানো যায় আর কি)। পরদিন বাবা ছেলেকে এয়ার পোর্টে নিয়ে গিয়ে আবার প্রশ্ন করল, এবার বল তো প্লেন কত বড়? ছেলে তখন উত্তর দিল, বিশাল।

অজানা কোনকিছু জানতে হলে তাকে খুব কাছে থেকে দেখতে হবে। সেটার সহজ উপায় হচ্ছে, সেই বিষয়টা নিয়ে পড়াশোনা করা, যারা জানে, তাদের সাথে উঠ-বস করা, তাদের কাছ থেকে শিখা।

৪| ২৮ শে মার্চ, ২০২২ সকাল ৯:১৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি নামাজ পড়েন না সেটা একটা বিষয় কিন্তু ভবের পাগল, এ পাগল, সে পাগল ইত্যাদি ইত্যাদি যুক্তি দিয়ে অন্য কিছু দাড় করানোর চেষ্টা করা ঠিক না। রাসুল (সঃ) উপর নামাজ ফরজ কখন হয়েছিল সেটার সংগে আপনাকে মেলানো নেহাত অন্যায়; অমার্জনীয় অপরাধ। রাসুল (সঃ) জমানায় যারা নামাজ পড়তোনা তাদের মুসলিম মনে করা হতোনা; এখনকার বিষয় হয়তো ভিন্ন। তবে আপনাকে নাস্তিক বলাও ঠিক না।

মোদ্দা কথা হলো নামাজ না পড়া আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু সেটা নিয়ে জল ঘোলা করা এবং বিভিন্ন ফকা যুক্তি দাড় করানো থেকে বিরত থাকাই ভালো।

৫| ২৮ শে মার্চ, ২০২২ সকাল ১০:১১

সোবুজ বলেছেন: শিরক নাকরলে এবং তওবা করলে সেই বেহেস্তে যাবে।তবে সবই তার ইচ্ছা।

৬| ২৮ শে মার্চ, ২০২২ সকাল ১০:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি এসব কি বলছেন, মনগড়া কথা।

ইসলামে সুস্পষ্টভাবে বলা আছে কত বছর থেকে নামজ শুরু করতে হবে। নামাজ না পড়ার শুনাহ ও শাস্তির কথা বলা আছে।

নামের মুসলাম দাবী করে কি লাভ ?

৭| ২৮ শে মার্চ, ২০২২ সকাল ১১:০৬

নতুন বলেছেন: ধর্ম একটা সিসটেম, সেই সিসটেম যদি না মানেন তবে নিজেকে ধার্মিক দাবি করবেন কিভাবে?

৮| ২৮ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩৯

সাসুম বলেছেন: ইসলামে কি ছিল আর ছিল না, সেটা প্রশ্ন না, ইসলাম একটা ধারাবাহিক ভাবে চইলা আস্তেছে। এবং সে কন্টিনিউটির মাঝে নামাজ একটা মাস্ট কাজ, কলেমার পরেই যার স্থান।

এখন, আপনি পরবেন না, ঠিক আছে- সেটা আপনার ব্যাপার/ তবে ইসলামের যে প্রচলিত শাখা সেটা অনুযায়ী আপনার আর মোসলমান থাকার উপায় নাই।

তবে, আপনার ধর্ম আপনি কেমন করে পালন করবেন সেটা একমাত্র আপনি ভাল জানেন, আপনি যদি মনে করেন এই আপ্নার নামাজ না পড়া ইসলামের নতুন একটা উপায় আপনি আবিস্কার করে ফেললেন - তাতেও কারো কিছু আসে যায় না।

কারন- সবার অধিকার আছে নিজ নিজ উপায়ে নিজ নিজ ধর্ম পালন করা বা না করার।

আপনি বলতে পারেন- আমার যে ইসলামের ধারা, সে ইসলাম অনুযায়ী আমি নামাজ না পড়লেও নিজেকে আমি মোসলমান বলেই দাবি করি।

এটা আপনার ইসলাম এর দাবি হতে পারে আমি সেটাকে সাপোর্ট করব ১০০%

বাট গড়পড়তা যে ইসলাম দুনিয়াতে দেখা যায় আর কি, সে ইসলাম অনুযায়ী আপনার দাবি সঠিক নহে।

৯| ২৮ শে মার্চ, ২০২২ সকাল ১১:৫০

প্রতিদিন বাংলা বলেছেন: বিশ্বাসের সাথে কালেমা পড়লেই মুছলিম। তবে মুছলিমের অনেক প্রকার ভেদ আছে। নির্ভর করে কাজ কর্মের ও আমলের উপর।
আল্লাহ ভালো জানেন।
......
প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা দেয় ,যারা পরীক্ষা দেয় তারা পরীক্ষার্থী ,সবাই জিপিএ ৫ পায়না ,পেলেও মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারেনা। আবার যারা জিপিএ ৪এর কম পায় তাদের জন্য মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির যোগ্যতা থাকেনা। তার চেয়ে কম পেলে হয়তো শিক্ষার্থী থাকাটাই অসম্ভব হয়ে পরে। আবার ....... । অতএব দেখা যাচ্ছে এতো এতো শিক্ষার্থী অথচ পার্থক্য অনেক
আমি /আপনি কালেমা পড়া মুছলিম তবে চেষ্টা করছি ,নামাজ, রোজা ,জাকাত .....ও নিজ কর্ম গুনে মুছলিম হতে ,আল্লাহ আমাদের জড়ায়ে করবেন ,ইনশাআল্লাহ।

১০| ২৮ শে মার্চ, ২০২২ দুপুর ১:০৩

আমি ব্লগার হইছি! বলেছেন: দেশের বেশীরভাগ মানুষ আপনার আর আমার মতো শুনে মুসলমান।
নামাজ না পড়লে আল্লাহর কাছে দায়ী থাকেন, তার কাছে মাফ চেয়ে নিবেন। কিন্তু কোন মানুষের হক নষ্ট করে ঐ মানুষের কাছে দায়ী থাকা যাবেনা। বরং আপনার হক যারা নষ্ট করেছে তাদের নামায রোযা আপনি নিয়ে নিবেন। এইভাবে দেখবেন নামায না পড়েও আপনি বেহেস্তে চলে যেতে পারবেন সুন্দর মতো।

১১| ২৮ শে মার্চ, ২০২২ দুপুর ১:৫৯

নাস্তিক্যবাদি পাদ বলেছেন: আমার গন্ধে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনি মুসলমান। নামাজ পড়েন আর না পড়েন।

১২| ২৮ শে মার্চ, ২০২২ দুপুর ২:০৫

নাস্তিক্যবাদি পাদ বলেছেন: আর যদি উল্টোটা হয়, আপনি নামাজ পড়েন অথচ আমার গন্ধে আপনার কিছু যায় আসে না - তাইলে আপনার মুসলমান হওয়া নিয়ে সন্দেহ আছে।

১৩| ২৮ শে মার্চ, ২০২২ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: আমি নামাজ পড়ি না- কিন্তু আমার ইমান ঠিক আছে।
আমি দাঁত ব্রাশ করি না। কিন্তু আমার দাঁত ঠিক আছে।

১৪| ২৮ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৫

হাসান মাহবুব বলেছেন: আমি তো শুনছিলাম পরপর তিন শুক্রবার জুম্মার নামাজ না পড়লে কাফের হয়ে যায়।

১৫| ২৮ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
সহজ সরল ঈমানদারগো দিলে অত পেচগি লাগান ক্যান ভাইডি! ;)

আফনে লাল পানি গোপনে খান! কেউ দেখবেও না কইবেও না!
কিন্তু ঐটা যদি স্ট্যটাস দেন তাইলে কিন্তু খপর আছে :P

ইরাকের তারেক আজিজরে মুসলমান ভাবার দলেই কিন্তু লোক বেশি ছিল!
আফনে কুন মুসলমান?

মনে রাইখেন মুসলমান হওয়া কিন্তু কঠিন! এবং অতীব গুরুত্বপূর্ণ
যে জন্যে বলা হয়েছে- মরার আগে মর, এবং মুসলমান না হইয়া মরিও নি।
কতটা ব্যাপক বিষয় তবে ভাবুন।

আবার মুসলমান হইলে পরেই না ইসলামের বিধান আপনার উপর প্রযোজ্য।
আর্মির জন্য সেনা বিধান যেমন, পুলিশের জন্য পুলিশের আইন যেমন তেমনই আরকি!

তো যেহেতু আপনি মুসলমান দাবি করেছেন- তাহলে নামাজ আপনাকে পড়তেই হবে।
আর নয়তো আপনার মুসলমানিত্ব অর্জন করতে হবে।
যেদিন থেকে মুসলমান হবেন সেদিন থেকে বিধান কার্যকর বলে গণ্য হবে।

এখন বলেন - আগে কোনটা করবেন?
নামাজ (সালাত) শিখবেন? নাকি
আসলাম (আত্মসমপর্ণ) শিখে ইসলামে দাখিল হয়ে মুসলিম (আত্মসমর্পিত) হবেন?
পরে সালাত জেনে, বুঝে, শিখে তা প্রতিষ্ঠা করবেন?

১৬| ২৮ শে মার্চ, ২০২২ রাত ৮:১৯

ছদকার ছাগল বলেছেন: নামাজ পড়া অনেক গুরুত্বপূর্ন। তবে কেউ যদি নিজেকে মুসলমান দাবি করে এবং তার কাজ কর্মের মধ্যে ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার কোন শর্ত না পাওয়া যায় (ইসলামি শরিয়ত অনুযায়ী), তাহলে নামাজ না পড়লেও তাকে অমুসলিম বলা যাবে না সম্ভবত।

আবার কোন ব্যক্তি যদি নামাজ পড়ে কিন্তু ইসলামের কোন বিষয়ের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে বা ইসলাম বিরোধী কোন বিষয়কে সমর্থন করে তবে যতই নামাজ পড়ুক তার মুসলমান হওয়া নিয়ে সন্দেহ আছে।

১৭| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:৪৩

দূরের যাত্রী বলেছেন: নামাজ পড়ার কোন দরকার নাই। মাঝে মধ্যে হযরত আবু বকর, ওমর, আয়েশা (রাদিআল্লাহু আনহুম) দের গালমন্দ করে পোস্ট দিবেন। সেক্ষেত্রে ইতিহাসের পায়খানা তুল্য বইপত্র থেকে রেফারেন্স দিবেন। হযরত আলী (রা) এর রেফারেন্সে নরেন্দ্র মোদির বন্দনা করবেন। ব্যাস চ্যাল চ্যালাইয়া বেহেশতে চইলা যাইবেন।

১৮| ২৯ শে মার্চ, ২০২২ রাত ১২:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নামাজ না পড়ার জন্য অনেক
যুক্তি দড় করেছেন।
এবার নামাজ পড়ার জন্য
যুক্তি খাড়া করুন, পাগলামী
দূরে পালাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.