নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

নিজেকে একজন সফটওয়্যার টেস্টার হিসেবে গড়ে তুলুন

৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৭



আমার আগের পোস্টে যারা চাকরী খুঁজছেন, তাঁদেরকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্কলারশিপ দিয়ে ট্রেনিং দিতে চেয়েছিলাম। তিন জন আমার সাথে যোগাযোগ করেছেন যাদের দু'জন ইংরেজি কন্টেন্ট রাইটিং জবটা পেতে আগ্রহী। তবে, আমি বলবো, আপনারা সফটঅয়্যার টেস্টিং ট্রেনিং-টি নিলে লাভবান হবেন। ইউক্রেন সফটওয়্যার টেস্টিং-এর জন্যে বিখ্যাত। দেশটি অস্থিতিশীল হয়ে যাওয়ায়, এই মার্কেটটি বাংলাদেশের হতে পারে।

আপনাকে Certified Tester Foundation Level (CTFL) সার্টিফিকেটটি পাওয়ার জন্যে একটি ট্রেনিং নিতে হবে। ট্রেনিংটিতে ১৪টি ক্লাস এবং ৪০ ঘণ্টা সময় দিতে হবে। এরপরে একটি পরীক্ষা দিতে হয়। ট্রেনিং-এর সিলেবাস-

Chapter 1: Fundamentals of Testing
Chapter 2: Testing Throughout the Software Development Lifecycle
ISTQB CTFL Sample Question Solution
Chapter 3: Static Testing
Chapter 4: Test Techniques
Chapter 5: Test Management
Chapter 6: Tool Support for Testing

ট্রেনিং-এর খরচ ১৫,০০০ টাকা, আর, পরীক্ষার ফিস ১৫,০০০ টাকা। আমাদের প্রতিষ্ঠান আপনার ১৫,০০০ টাকার ট্রেনিং-এর খরচ বহন করবে। আর, আপনাকে, পরীক্ষার ফিস দিতে হবে।

আপনি আগ্রহী হলে, আপনার ব্লগ নিক-সহ আপনার আগ্রহ জানিয়ে ইমেইল করুন- [email protected] আগামী ৩ এপ্রিলের মাঝে যারা ইমেইল করবেন, তাঁদের মাঝ থেকে ৫-জনকে বৃত্তি দিবে আমার প্রতিষ্ঠান।

সবাইকে আশু রমজানের শুভেচ্ছা।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন উদ্যোগে অভিনন্দন ভায়া :)

আমরা বুড়ো বয়সে কি পারবো?

ক্লাশের সময়সূচি কিরকম হবে?

৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনি তো অবশ্যই পারবেন, ভাই!

ফোনে কথা বলবো বিস্তারিত।

শুভেচ্ছা নিরন্তর।

২| ৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

প্রতিদিন বাংলা বলেছেন: নেট বিশ্বে আপনার প্রতিষ্ঠানের পরিচয় প্রথমে দিয়ে,
তারপর কার জন্য কি করবেন সেটা জানালে উপকার হতো

৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আমার নাম- Mohammad Fasih-Ul Islam Shaiyan।

আমি নিজেই একটি প্রতিষ্ঠান। :)

ধন্যবাদ।

৩| ৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০১

সোনাগাজী বলেছেন:



কত মাসের, কত ঘন্টার ট্রেনিং? কি কি শেখানো হবে?

৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জী, ৪০ ঘণ্টার ট্রেনিং। এরপরে, পরীক্ষায় বসতে হবে। কি কি শেখানো হবে, তা উপরে লিখেছি। আপনি চাইলে আবার লিখে জানাতে পারি।

ধন্যবাদ নিরন্তর।

৪| ৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৬

তুরহান বলেছেন: আমি একজন প্রফেশনাল সফটওয়্যার টেষ্টার (অটোমশন)। যুক্তরাষ্ট্রে এই প্রফেশনে আছি ১ যুগ ধরে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই উপযোগী।

৫| ৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪১

শূন্য সারমর্ম বলেছেন:

আমি সাথে আছি।

৬| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১০:১২

গরল বলেছেন: আপনার এই উদ্যোগকে স্বাগত জানাই, সময়োপযোগী উদ্যোগ। অনেকেই উপকৃত হবে আপনার মাধ্যমে আশা করি।

৭| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১০:১৬

রাজীব নুর বলেছেন: সহজ কোনো কাজ নেই?

৮| ০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ১১:০৯

নয়ন বিন বাহার বলেছেন: ভাই, পার্টটাইম করা ‍যাবে?

৯| ১৪ ই এপ্রিল, ২০২২ রাত ৯:১১

অদৃশ্য আত্মা বলেছেন: আসসালামু আলাইকুম ভাই। আমি আপনাকে মেইল করেছি আমার কাজ প্রয়োজন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.