নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আমার সুদমুক্ত কর্জে হাসানা প্রকল্পটি সফল

২৮ শে এপ্রিল, ২০২২ রাত ৩:১১



বাংলাদেশে ছাত্র ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সুদমুক্ত 'কর্জে হাসানা' দেওয়াটা সর্বপ্রথম মনে হয় আমিই শুরু করি ২০২০ সালে। এখন পর্যন্ত, আমি ১০-জনকে কর্জে হাসানা দিয়েছি। ঋণের পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকা। ঋণ পরিশোধের হার প্রায় ১০০%।

আপনি যদি একজন ঋণগ্রহিতা হতে চান, আপনার জাতীয় পরিচয়পত্রসহ আমার কাছে আবেদন করতে পারেন। আপনার প্রয়োজন মোতবেক একেকবারে ১০,০০০ - ৫০,০০০ টাকা নিতে পারবেন।

মন্তব্য ৩৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২২ রাত ৩:২৩

সোনাগাজী বলেছেন:



এটা বিশাল বিষয়।

২৮ শে এপ্রিল, ২০২২ রাত ৩:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি একটু চেষ্টা করেছি। ধন্যবাদ নিরন্তর।

২| ২৮ শে এপ্রিল, ২০২২ রাত ৩:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:

পরিশোধের শর্তসমূহ কি কি? আবেদনে ইচ্ছুক।

২৮ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


খাতসমূহঃ

১) শিক্ষার ব্যয় ভার বহনে,
২) বিয়ের জন্যে,
৩) ব্যবসায়ের জন্যে,
৪) সাইকেল কেনার জন্যে।

পরিশোধের শর্তঃ
১) মাসিক ভিত্তিতে কিস্তি পরিশোধ,
২) ১০-১২ মাসের কিস্তি
৩) বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে।
৪) ২টি রেফারেন্স।

৩| ২৮ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:১০

বিষন্ন পথিক বলেছেন: বাহ, চমৎকার আইডিয়া
প্রকল্পে শুভকামনা

২৮ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আইডিয়াটা ১৪০০ বছরের পুরোনো।

ধন্যবাদ নিরন্তর।

৪| ২৮ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন: দারুণ আইডিয়া। আপনার সাথে যোগাযোগ এর মাধ্যম?

২৮ শে এপ্রিল, ২০২২ রাত ১১:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

অনেক ধন্যবাদ।

আবেদনের জন্যে এই ফর্মটি পূরণ করতে হবে- https://forms.gle/18AaU9G9iNhgURVV7

শুভেচ্ছা নিরন্তর।

৫| ২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ৮:১৮

খায়রুল আহসান বলেছেন: চমৎকার উদ্যোগ!
আশাকরি, উদ্যোগটি ব্যাপকভাবে সমাদৃত এবং নিষ্ঠার সাথে ব্যবহৃত হবে। হয়তো অনেকেরই ছোটখাট সমস্যার সমাধান ইতোমধ্যেই করে ফেলেছেন। আরও অনেকে উপকৃত হোক, উদ্যোগটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।

২৮ শে এপ্রিল, ২০২২ রাত ১১:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



শুভকামনার জন্যে অনেক ধন্যবাদ, শ্রদ্ধেয় খায়রুল আহসান ভাই।

শুভেচ্ছা নিরন্তর।

৬| ২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ৮:৪৬

অগ্নিবেশ বলেছেন: এর দ্বারা প্রমানিত হয় ইসলামই একমাত্র সত্য ধর্ম। তবে খুব তাড়াতাড়িই ধরা খাবেন।

২৮ শে এপ্রিল, ২০২২ রাত ১১:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



চেষ্টা করছি, ধরা না খাওয়ার! :)

ভালো থাকুন নিরন্তর।

৭| ২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:১৬

আহলান বলেছেন: মহৎ উদ্যোগ, সন্দেহ নাই। তবে আপাতত গনহারে না দিয়ে আপনার পরিচিতদের মধ্যে দিন, যেন পরিশোধের হার টা ১০০% ভাগই বজায়ে থাকে। তবে ক্ষুদ্র ঋণ প্রকল্পের টাকা যদি মানুষ সুদ সহ পরিশোধ করতে বাধ্য থাকে, তবে ধার কৃত টাকা বিনা সুদে কিস্তিতে কেন পরিশোধ করবে না?আইনের প্রয়োগও সেভাবেই হওয়া উচিৎ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান নসিব করুন!

২৮ শে এপ্রিল, ২০২২ রাত ১১:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সুন্দর পরামর্শের জন্যে ধন্যবাদ। আমি অপরিচিতদের দিয়ে দেখেছি, তাঁরা পরিচিতজনদের চেয়ে আগে টাকা ফেরত দিয়েছেন।

শুভেচ্ছা নিরন্তর।

৮| ২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৪

রবিন.হুড বলেছেন: খুব ভালো উদ্যোগ। আমিও সাধ্যের মধ্যে ধার দিয়ে থাকি। আমার ধার প্রদানের পরিমান আল্লাহ চাহেতো আরও বৃদ্ধি করার ইচ্ছা আছে। তবে আদায়ের ব্যাপারে আমি শতভাগ সফল না।

২৮ শে এপ্রিল, ২০২২ রাত ১১:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


চেষ্টা করেছেন। এটার জন্যে মনের শান্তিটি পাওনা।

শুভেচ্ছা নিরন্তর।

৯| ২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৫৪

জহিরুল ইসলাম সেতু বলেছেন: মহৎ উদ্যোগ!
যে ১০ জনকে ঋণ দিয়েছিলেন, তারা হয়তো আপনার পরিচিত ভাল মানুষ ছিল। তাই ঋণ আদায় শতভাগ হয়েছে সহজেই। এবার যখন বিজ্ঞাপন দিয়ে শুরু করবেন, ভাল ও মন্দ উভয় শ্রেণির লোকজনই যাবে ঋণ নিতে। যথা সম্ভব যাচাই বাছাই করে সতর্কতার সাথে ঋণ দিবেন। যেহেতু বিনা সুদে ঋন, তাই কিস্তি পরিশোধে গাফিলতির সম্ভাবনা থাকতে পারে , এ ক্ষেত্রে এক বা দুই কিস্তি কনিসিডার করতে পারেন, তারপর পরশোধ না করলে জরিমানার ব্যবস্থা রাখা যায়। অভাবে না, স্বভাবেই অনেকে এরূপ করে থাকবে। আর প্রথম তিন থেকে ছয় মাস কিস্তি অব্যহতি দিয়ে চতুর্থ বা সপ্তম মাস থেকে কিস্তি আদায় করলে ঋণ গ্রহীতা উপকৃত হবে। তাঁকে টাকাটা ব্যবসায়ে খাটিয়ে আয় শুরুর করার সুযোগ টুকু দিন। ঋণ নেবার পরের মাস থেকেই তা পরিশোধ করতে গিয়ে হিমশিম খেলে এর রেশ বহুদিন তাঁর থাকবে, সে অন্তরে অন্তরে বিরক্ত বোধ করবে, ঋণ নেবার অনুশোচনাবোধ করতে পারে। এতে আপনার উপকারের মহৎ উদ্যোগ ব্যহত হবে।
*বিয়ের জন্যে, এটা বিলাসী ঋণ মনে হয়। আজকাল কন্যা দায়গ্রস্ত পিতারাও এর সংস্থান কোন না কোনভাবে করে নেয়। যুবকদের জন্য বিয়ের ঋণ না দিয়ে বরং কৃষি খামার, মৎস্য খামার, এজাতীয় বিভিন্ন উদ্যোগে ঋণ ক্ষেত্র বাড়াতে পারেন।
*সাইকেল কেনার জন্যে, এখানে পাশাপাশি রিকশা, ভ্যান এমন ক্ষুদ্র পরিবহনের ক্থা বিবেচনা করা যায়। তবে এর বীমা করতে পারলে ঋণ অনেকাংশেই নিরাপদ থাকবে।
আপনার মহৎ উদ্দেশ্য সফল হোক। মানবিক উন্নয়নে অবদান রাখুক। শুভকামনা।

২৮ শে এপ্রিল, ২০২২ রাত ১১:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

খুব ভালো পরামর্শ দিয়েছেন। এজন্যে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার পরামর্শ মতো কাজ করবো।

আমি অপরিচিতজনদের কর্জ দিয়ে দেখেছি। তাঁরা সময় মতো টাকা ফেরত দিয়েছেন।

ধন্যবাদ নিরন্তর।

১০| ২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার সাহসের প্রসংসা করি।
আপনার জন্য রইলো আন্তরিক শুভকামনা।
এই কর্জ নেয়ার যগ্যতা নির্ধারণ করেন কি করে?

২৮ শে এপ্রিল, ২০২২ রাত ১১:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অনেক ধন্যবাদ।

যোগ্যতা নিরূপণের জন্যে এই ফর্মটি ব্যবহার করি- https://forms.gle/18AaU9G9iNhgURVV7

শুভেচ্ছা নিরন্তর।

১১| ২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:০৬

বিটপি বলেছেন: সুদমুক্ত কর্জে হাসানা দিয়ে লাভটা কি? কাউকে ঋণ দিয়ে আমি যে ঝুঁকি এবং প্যারা কাঁধে নেব - এর বিনিমিয়ে কি পাব?

২৮ শে এপ্রিল, ২০২২ রাত ১১:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বিনিময়ে মনের শান্তি।

ধন্যবাদ নিরন্তর।

১২| ২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১২

প্রতিদিন বাংলা বলেছেন: চমৎকার
রেজিস্ট্রি করেছেন ?

২৮ শে এপ্রিল, ২০২২ রাত ১১:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ধন্যবাদ। আমার একটি ফাউন্ডেশন আছে।

১৩| ২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০৭

তোফায়েল ইসলাম বলেছেন: আপনার সাথে যোগাযোগ এর মাধ্যম?

২৮ শে এপ্রিল, ২০২২ রাত ১১:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


এই ফর্মটি পূরণ করে পাঠিয়ে দিন- https://forms.gle/18AaU9G9iNhgURVV7

ধন্যবাদ।

১৪| ২৮ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৫

প্রতিদিন বাংলা বলেছেন: সুদ মুক্ত ঋণ ভালো ,
এগিয়ে যান। আল্লাহ ভরসা।
.............
তবে -
[যেহেতু একটি সংস্থা এবং ভবিশ্বতে আরো বড় হবে ইনশাআল্লাহ ]
...................
মাঠ পর্যায়ে অভিজ্ঞতা (একান্ত) থেকে জানা যায়
ঋণের বিতরণে নির্দিষ্ট পরিমানে অতিরিক্ত একটা ফি নেয়া জরুরি
(হারাম বা অন্যায় নয় ), মেয়াদের উপর নির্ভর করে।
কারণ - !!

২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


কেউ আমার কাছ থেকে ধার বা কর্জ নিলে তার কাছে থেকে আমি কোন ফিস নেই না।

ধন্যবাদ।

১৫| ২৯ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৫৯

নূর আলম হিরণ বলেছেন: আমাদের এলাকার একটা সামাজিক প্রতিষ্ঠান বহু আগ থেকে(১৯৯৫) এই কর্যে হাসানায় ধার দিয়ে আসছে। যদিও তারা শুধুমাত্র বিদেশগামীদের এই সুযোগ দিয়ে থাকে। তাদের থেকে টাকা নিয়ে বহু মানুষ বিদেশ গিয়ে সচ্ছল হয়েছে। তাদের কাছে ভিসা আর পাসপোর্ট এর ফটোকপি জমা দিলেই কর্যে হাসানায় টাকা দিয়ে দেয়, সর্বনিম্ন ১লক্ষ থেকে ৫লক্ষ পর্যন্ত।
প্রতিষ্ঠানটির নাম বিরাহিমপুর পল্লীউন্নয়ন ক্লাব।
আপনার জন্য শুভকামনা রইল, নিঃসন্দেহে মহৎ উদ্যোগ নিয়েছেন।

২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


যাক একদল প্রতিযোগী পাওয়া গেলো।

জোরসে প্রতিযোগীতা করা যাবে।

ধন্যবাদ নিরন্তর।

১৬| ২৯ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: Your email id pls.

২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ইমেইলের জন্যে অনেক ধন্যবাদ, মোহাম্মদ গোফরান ভাই।

শুভেচ্ছা নিরন্তর।

১৭| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১২:০৯

প্রতিদিন বাংলা বলেছেন: [যেহেতু একটি সংস্থা এবং ভবিশ্বতে আরো বড় হবে ইনশাআল্লাহ ]
...................
মাঠ পর্যায়ে অভিজ্ঞতা (একান্ত) থেকে জানা যায়
ঋণের বিতরণে নির্দিষ্ট পরিমানে অতিরিক্ত একটা ফি নেয়া জরুরি
(হারাম বা অন্যায় নয় ), মেয়াদের উপর নির্ভর করে।
কারণ - !
[সরি। অতিরিক্ত মন্তব্য (উত্তর প্রয়োজন নাই। মুছে দিলেও ধন্যবাদ)]
পরিধি যখন বাড়ে (বা বেড়েছিল কোটির উপরে ) তখন
সুদ মুক্ত ঋণ নিয়ে তারাই আবার সুদযুক্ত ঋণ দিয়ে
অপরাধ(ঋণ সেবা ) চালু রাখতো।
তাই,সুদ মুক্ত ঋণের নিয়ম পরিবর্তন আনতেই হবে
(পরিবর্তন আনা হয়েছে )

১৮| ১২ ই অক্টোবর, ২০২২ রাত ৩:৩৪

অপ্রচলিত বলেছেন: খুব চমৎকার প্রশংসনীয় উদ্যোগ। আপনার প্রকল্পটি কি এখনো চলছে? আমি একজনকে চিনি যার এরকম ঋণ খুব প্রয়োজন। লোকটা বাবুর্চি, ছোট বাচ্চার কিডনির সমস্যার জন্য চিকিৎসা করাতে গিয়ে প্রায় নিঃস্ব এখন। করোনার সময় হাড়ি-পাতিল, ডেকচি সব বিক্রি করে দেন কাজ পাওয়া যাচ্ছিল না আর ঋণগ্রস্ত হয়ে। এখন উনার বিশ-পঁচিশ হাজার টাকা ধার দরকার, যা দিয়ে উনি আবার সব সরঞ্জাম কিনে কাজ শুরু করতে পারবেন পুরোদমে। সরঞ্জাম না থাকার ফলে কাজ বেশি পাচ্ছেন না।

আমার কাছে ধার চেয়েছিলেন, টুকটাক আগেও করেছি কিন্তু এত টাকা আমার এই মুহূর্তে দেওয়া সম্ভব না। আপনি যদি সাহায্য করতে রাজি হন প্রকল্পটি দ্বারা তাহলে বিনীত অনুরোধ যে জানাবেন। আর সম্ভব হলে যোগাযোগের মাধ্যম জানাবেন।

ভালো থাকুন সর্বদাই অনেক বেশি।

১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ধন্যবাদ।

এই শ্রেণীর মানুষদের কাছ থে টাকা ফেরত পাওয়ার আশা করাটা বোকামী। তারা ধার করা টাকা ফেরত দিতে পারেন না।

তাই, তাদেরকে কর্জ না দিয়ে দান করা উত্তম।

উনি দান বা সদকাহ নিতে চাইলে আমাকে জানাবেন।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.