নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

গ্রীষ্ম - [একটি কপি-পেস্ট কবিতা? হলেও হতে পারে!] ;)

২৪ শে মে, ২০২২ রাত ১০:০০

নীল নবঘনে গ্রীষ্মগগনে সুরুযের ঠাই দেখ বাহিরে
ওরে আজ তোরা জলদি যা ঘরের বাহিরে।
দমকা বায়ু বাজে সরসর, গাছের পাতা উড়িছে ফরফর,
ধবল সাদা মেঘে চারপাশের আঁধার, ঢেকেছে দেখ চাহিরে...
ওরে আজ তোরা জলদি যা ঘরের বাহিরে।

পাখি ডাকে শোনো কেন ঘনঘন, বসে চরে জলমহালে
উঠিবে সুরুয ক্ষন সময়টুকু পোহালে।
চোখদু'টো মেলে তুমি খুঁজেছো কি
রনে গেছে যারা তারা ফিরেছি কি?
ফুলগুলো সব ফুটেছে আবার কেন হারাবে ঐ আঁধারে
মন পবনের নাও এখনো কেন বাধারে?

কান পেতে শোনো, বুক ফুলে বলে, উঠেছে জেগে সব যুবা'রে,
দশের সেবায় ঝাপিছে তারা আজি রে।
ঘরে আর নয়, বাহিরে আলোর ঢেউ,
পিছনে পড়ে বাকি আছে কি কেউ?
তরতর করে বইছে সময়, তরা করে তারে ডাকো আজি রে।
দশের সেবায় ঝাপাতে হবে যে গাজী রে!
ওগো, আজ তোরা ফেরাস নে গো, ফেরাসনে বাংলার মাঝি'রে।
আকাশে নেই আঁধার, বেলা সবে শুরু বাহিরে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২২ রাত ১০:২০

নিমো বলেছেন: হা হা হা! ইহা হল অনুপ্রেরণা

হা হা হা! ইহা হল অনুপ্রেরণা

২| ২৪ শে মে, ২০২২ রাত ১০:৪৯

সোনাগাজী বলেছেন:



এর আগেও কবিতা লিখেছিলেন?

৩| ২৪ শে মে, ২০২২ রাত ১১:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটি কুপি পেষ্টু দোষে দুষ্ট নহে,
তবে কবি গুরু বেচে থাকলে কুপি
রাইটের মামলা খেতেন তার কবিতা
বিকৃত করার অপরাধে। কবির
তিরোধানের ৬০ বছরের আগে
এই কম্ম করলে তার সাগরেদরাও
মামলা করতে পিছপা হতোনা।
আপনার ভাগ্য সুপ্রসন্ন সাহিত্যের
বেলায় সাহিত্যিকের মৃত্যুর ৬০ বছর
পরে কপি রাইট আইন খারিজ হয়ে যায়।

৪| ২৪ শে মে, ২০২২ রাত ১১:৪৩

রাজীব নুর বলেছেন: কপি পেস্ট অব্যহত রাখুন।

৫| ২৪ শে মে, ২০২২ রাত ১১:৪৬

জ্যাকেল বলেছেন: কপি পেস্ট হতে পারে বলে যে ব্যাং করতেছেন এইটা তো ভাল ঠেকছে না। ক্যাচাল জারি রাখতে আপনি সহ কয়েকজন ব্লগার খুবই আগ্রহী দেখা যাইতেছে। মডু কর্তৃক দেয়া ব্যাখ্যা যদি ব্লগীয় নীতিমালার সাথে না যায় সেটা নিয়ে ইমেইল করতে পারেন কিন্তু এইভাবে নিত্য নতুন ক্যাচালে কেন অন্যদের আহবান জানাচ্ছেন?

৬| ১৮ ই জুন, ২০২২ সকাল ৯:৪৭

বেবিফেস বলেছেন: আমি আপনার মাওলানা জালাল উদ্দিন মুহাম্মদ রুমি (র:) এর গল্পটা আমার "বাংলা অডিও আর্কাইভ" চ্যানেলে আপলোড করতে চাই। অনুবাদক কি আপনি নিজে? গল্পের উৎস চাচ্ছি আর কি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.