নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ইসরায়েলের ইন্ধন ধরে ফেলায় মায়ানমার ও ভারত বাংলাদেশের উপর যেভাবে ক্ষ্যাপা

১৫ ই অক্টোবর, ২০২২ রাত ৯:১৭



সমর শক্তিতে বাংলাদেশ যত এগিয়ে যাচ্ছে, বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের অবস্থান তত শক্তিশালী হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অঙ্গীকার করার পরও কেন ভারত আমাদের সীমান্তে বাংলাদেশীদের উপর গুলি চালায়? পুরো পৃথিবী থেকে এত্তো এত্তো চাপ সত্ত্বেও মিয়ানমার কোথা থেকে অস্ত্র পেয়ে রোহিঙ্গাদের উপর অত্যাচার চালায় যার ফলে বাংলাদেশে শরনার্থিদের চাপ সৃষ্টি হয়? এসব প্রশ্নের কিছু উত্তর দিবো আজ।

বাংলাদেশ চীন থেকে সাবমেরিন নিয়েছে খুব একটা বেশি দিন হয়নি। স্ট্র্যেটেজিক্যালি চীন ভারতের শত্রু দেশ। এই কারণে ভারত বেশ ক্ষ্যাপা ছিলো বাংলাদেশ সরকারের উপর। এর উপর সাবমেরিন কেনার পরে একটি ঘটনা ঘটে। একদিন বাংলাদেশের সাবমেরিনগুলোর রাডারে ধরা পরে কিছু অচেনা উড়োজাহাজ বাংলাদেশের আকাশ সীমার উপর দিয়ে চলাচল করছে। ট্র্যাক করে ধরা পড়ে সেই আকাশ যানগুলো ভারতীয় বিমান বাহিনীর অস্ত্রবাহী উড়োজাহাজ!

তোলপাড় শুরু হয়ে যায় বাংলাদেশের ডিফেন্স কাউন্সিলে। বেসরকারি সংস্থার কোন রাডারে কিংবা বিমানবাহিনীর কোন রাডারে এই ভারতীয় উড়োজাহাজগুলোর অস্তিত্ব ধরা পড়লো না কেন! পরবর্তীতে তদন্ত করে দেখা গেলো, বাংলাদেশে ব্যবহৃত রাডার সিস্টেম অনেক পুরনো। আর, ভারতীয় বিমান যে এরো ডায়নামিক্সের সূত্র ব্যবহার করা টেকনোলজি ব্যবহার করে বাংলাদেশী রাডার ফাঁকি দিচ্ছে তা ইসরাইল থেকে পাওয়া।

সাথে সাথে ভারতীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানানো হয়। এভাবেই ধরা পড়ে যায় ভারত - ইসরায়েল ষড়যন্ত্র। যদিও ভারত এখন বাংলাদেশের উপর প্রচণ্ড ক্ষ্যাপা, কিন্তু চীনের দেওয়া সাবমেরিনের কারণে বাংলাদেশ বেঁচে যায় আন্তর্জাতিক এক ষড়যন্ত্র থেকে।

======
পরবর্তী পর্বে বলবো মায়ানমার কীভাবে বাংলাদেশ সীমান্তে গোলাগুলি করছে
================================================

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০২২ রাত ৯:২৫

সোনাগাজী বলেছেন:



বুঝা যাচ্ছে যে, ভারত তার দরকারে ইসরায়েল থেকে রাডারে অদৃশ্য থাকার মতো টেকনোলোজী কিনে ব্যব হার করছে; ইহাতে বাংলাদেশের বিপক্ষে "কি আন্তর্জতিক ষড়যন্ত্র" আপনি আবিস্কার করলেন?

১৫ ই অক্টোবর, ২০২২ রাত ১০:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



প্রশ্নের জন্যে ধন্যবাদ।


ভারত বিনা অনুমতিতে বাংলাদেশের আকাশ সীমায় সামরিক বিমান ঢুকিয়েছিল।

এটা বেআইনি। আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

এটা আপনার বুঝতে হবে।

শুভেচ্ছা নিরন্তর।

২| ১৫ ই অক্টোবর, ২০২২ রাত ৯:২৯

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশ সীমান্ত বার্মার গোলাগুলির কারণ হচ্ছে, "আরাকান আমর্মি" ও "আরাকান রোহিংগা সালভেশান আর্মির"কে ভয় লাগানোর জন্য। "আরাকান আমর্মি" ও "আরাকান রোহিংগা সালভেশান আর্মি" বাংলাদেশে সীমান্ত দিয়ে যাওয়া আসা করছে।

৩| ১৫ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: অত্যন্ত যুক্তি নির্ভর সমসাময়িক পোস্ট। ভারত সীমান্তে মানুষ মারছে, নিন্দার ঝড় ওঠে, কিছুই হয়না, আবার মারে। মায়ানমার তো পারেনা রোহিঙ্গা দের দুনিয়া থেকে বিলুপ্ত করতে।

৪| ১৫ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৪৫

সোনাগাজী বলেছেন:



মংগোলোইড জাতিগুলো ভয়ংকর নিষ্ঠুর, তাদের পৃথিবী হচ্ছে স্ত্রী ও ছেলেমেয়ে; সেটাই পুর্ব ও দ: পুর্ব এশিয়ার বড় সমস্যা।

৫| ১৫ ই অক্টোবর, ২০২২ রাত ১০:১০

সোনাগাজী বলেছেন:



লেখক বলেছেন, "ভারত বিনা অনুমতিতে বাংলাদেশের আকাশ সীমায় সামরিক বিমান ঢুকিয়েছিল। এটা বেআইনি। আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এটা আপনার বুঝতে হবে। "

ভারতীয়, চীনা ও আমেরিকান গোয়েন্দা বিমান এশিয়ার আকাশে আছে সব সময়, গোয়েন্দা বিমান অনুমতি নিয়ে কেহ চালায় না।

১৫ ই অক্টোবর, ২০২২ রাত ১০:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি আবারও বলছি, ভারতীয় বিমানগুলো ছিলো অস্ত্রবাহী, সামরিক।

কোন দেশের আকাশ সীমায় অন্য দেশের সামরিক বিমান ঢুকাতে হলে অনুমতির প্রয়োজন হয়।

ভারত সেই অনুমতি না নিয়ে অনেক দিন ধরেই তাদের বিমানগুলো বাংলাদেশের আকাশ সীমা দিয়ে অস্ত্র, গোলাবারুদ পাচার করছিলো।

ধন্যবাদ নিরন্তর।

৬| ১৫ ই অক্টোবর, ২০২২ রাত ১১:১৮

শাওন আহমাদ বলেছেন: অত্যন্ত যুক্তি নির্ভর সমসাময়িক পোস্ট।

৭| ১৬ ই অক্টোবর, ২০২২ রাত ১২:১৩

সোনাগাজী বলেছেন:



লেখক বলেছেন, "... ভারত সেই অনুমতি না নিয়ে অনেক দিন ধরেই তাদের বিমানগুলো বাংলাদেশের আকাশ সীমা দিয়ে অস্ত্র, গোলাবারুদ পাচার করছিলো। "

-কোন দেশে ভারত অস্ত্র পাচার করে?

১৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি মনে হয় আসল ব্যাপারটা ধরতে পারেননি।

এখানে ভারতের বিরুদ্ধে এলিগেশন হচ্ছে- দেশটি 'অস্ত্র পাচার' করছিলো।

আমাদের তাই জানতে হবে- 'অস্ত্র পাচার' আর 'অস্ত্র সরবরাহ'-এর মধ্যে কোন পার্থক্য আছে কি না।

'অস্ত্র সরবরাহ' তাকেই বলে যখন আন্তর্জাতিক আইন মেনে এক জায়গা থেকে আরেক জায়গায় অস্ত্র পাঠানো হয়।

'অস্ত্র পাচার' তাকেই বলা হয় যখন আন্তজার্তিক আইন না মেনে ক জায়গা থেকে আরেক জায়গায় অস্ত্র পাঠানো হয়।


ভারত আন্তজার্তিক আইন মানেনি। তাই, সেটাকে অস্ত্র পাচার বল হচ্ছে।

বাংলাদেশ ইচ্ছে করলে ভারতের বিরুদ্ধে জাতিসংঘে ব্যবস্থা নিতে পারে এখন।

ধন্যবাদ নিরন্তর।

৮| ১৬ ই অক্টোবর, ২০২২ ভোর ৬:৫৯

কামাল৮০ বলেছেন: ভারত একটি অস্ত্র রপ্তানী কারক দেশ।অনেক দেশেই ভারত অস্ত্র পাঠায়।

৯| ১৬ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:২৮

বিটপি বলেছেন: ভারত মোটেও অস্ত্র রপ্তানীকারক দেশ নয়। কেবলমাত্র মিসাইল ছাড়া আর কোন অস্ত্র ভারত নিজে বানায় না। ভারত তার বেশিরভাগ অস্ত্র রাশিয়া থেকে এবং অস্ত্র পরিচালনার প্রযুক্তি প্রত্যক্ষভাবে আমেরিকা এবং পরোক্ষভাবে ইসরাইল থেকে ক্রয় করে থাকে।

১৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




অস্ত্র রপ্তানীকারক দেশ কি না সেটা আসলে কোন ব্যাপার নয়।

ভারত আন্তর্জাতিক রীতি-নীতির তোয়াক্কা না করে বাংলাদেশের উপর দিয়ে অস্ত্র পাচার করছিলো।

এটা খুব ভয়ংকর ব্যাপার। একটা বন্ধু দেশ থেকে এটা আশা করা যায় না।

ধন্যবাদ নিরন্তর।

১০| ১৬ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:৫৮

কামাল৮০ বলেছেন: ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে চলতি অর্থবছর পর্যন্ত প্রায় ১১ হাজার ৬০৭ কোটি টাকার অস্ত্র রপ্তানি করেছে নরেন্দ্র মোদি সরকার।
https://www.newsbangla24.com › I...
অস্ত্র ব্যবসায় নতুন শক্তি ভারত - News Bangla 24

১১| ১৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৪৮

জুল ভার্ন বলেছেন: ভারতীয় অস্র তাদের গুরু রাশিয়ার অস্রের মতো রদ্দামার্কা, সেই অস্র যারা ব্যবহার করবে তাদের পরাজয় অনিবার্য! একসময় ওগুলো ভাংগাড়ী দোকানে বিক্রি করতে হবে।

১৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ভাইয়া, ভারত যে রকম অস্ত্রই পাঠিয়ে থাকুন না কেন, তারা অস্ত্র 'পাচার' করেছে এটা বুঝতে হবে আমাদেরকে।

এটা বন্ধুসুলভ একটি দেশ থেকে মোটেই কাম্য নয়।

ধন্যবাদ নিরন্তর।

১২| ১৬ ই অক্টোবর, ২০২২ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: সময় সব কিছু ঠিক করে দিবে।
আসলে কথা কথাটা ভুল বললাম। বলা উচিৎ ছিলো সময় সব কিছু নির্ধারন করে দিবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.