নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

মেয়েরা যাকে দেহ দিবে, তার সাথে বিয়ে হওয়া জরুরী

২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:১৯



ব্লগে অনেকেই মোল্লাদের দোষারোপ করেন। কারণ, মোল্লারা বুঝি মেয়ে-লোভী। কিন্তু, কিছু মেয়ে আছে সত্যি সত্যি বদ কিসিমের। তারা দেহ দেয় একজনকে, বিয়ে বসে আরেকজনের সাথে। এই ধরণের মেয়েদের ধরে ধরে মোল্লাদের সাথে বিয়ে দিয়ে দেওয়া উচিৎ। তাহলেই, শিক্ষা পাবে কত ধানে কত চাল।

ভার্সিটিতে থাকতে আমাদের ডিপার্টমেন্টে একটা মেয়েকে চিনতাম। তার সাথে সিলেট মেডিকেল কলেজের এক ডাক্তারের ৪ বছর প্রেম চলে। মেয়েটা রাত-বিরেতে হলে ফিরতো। সহপাঠিনীদের কাছে সেই ছেলেটার সাথে বিছানা ভাগের কথাও জানাজানি হয়। অথচ, অনার্স যখন শেষ, তখন মেয়েটা বাবা-মা'র ইচ্ছে মতো আরেকটি ছেলের সাথে বিয়ে করে সিলেটে ছাড়ে!

আমার এক আত্মীয়া। ঢাকা ভার্সিটিতে পড়তেন। প্রত্যেকে বছর নতুন বয় ফ্রেন্ড চেঞ্জ হতো। এই কথা সবাই জানতো। বাবা-মায়ের খুব আদরের মেয়ে বলে সব কিছুই বলা হতো না। একদিন শোনা গেলো, তার বিয়ে হয়ে গিয়েছে, বাবা'র পছন্দ করা ছেলের সাথে!

আমার বন্ধুর লেইট ম্যারেজ। ভাবী সিলেটের একটি কলেজ থেকে পাশ করা। বিয়ের পড়ে দেখা গেলো ভাবির এক্স-বয়ফ্রেন্ড আমার বন্ধুর ইমেইলে ভাবির সাথে তার বিছানায় শোয়ার দৃশ্য শেয়ার করেছে!!! বুঝুন ঠেলা। বন্ধু হার্ট এটাক করে হাসপাতালে।

দেহ মেয়ের, সে তা কাকে দিবে, সেটা সেই মেয়ের ব্যাপার। কিন্তু, দেহ দেওয়ার পরে সেই ছেলেকে ছেড়ে অন্য কারো গলায় ঝুলে পড়া অন্যায় নয় কি?

তাই, কথা বলার সময়ে সাধু সাবধান!

মন্তব্য ৬৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৭

সাসুম বলেছেন: সহমত ভাই।

একজন মেয়ে কি করবে না করবে, সেটা তার পারসোনাল কিংবা তার আর পার্টনার এর চেয়ে আমাদের সমাজ কি বলে কিংবা কেমন উপদেশ দেয়- অবশ্যই সে অনুযায়ী চলতে হবে। আর যেহেতু আমরা পুরুষ জাতির অংশ বিশেষ এবং আমরা ঠিক করে দেই কে কিভাবে শুইবে, কার সাথে শুইবে, কার লগে হাংগা বইবে এবং কার গলায় ঝুলে পরবে সো অবশ্যই আমাদের কথা মানতে হবে।

পোস্ট স্টিকি করার দাবি জানাই

২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



স্টিকি করার দাবির সাথে সহমত।

এই ধরনের মেয়েদের সাথে যাদের বিয়ে হয় তারা ভাগ্যকে 'যাঝা' দেন। ;)

ধন্যবাদ নিরন্তর।

২| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৮

গেঁয়ো ভূত বলেছেন: আপনার আবদার ঠিকই আছে, কিন্তু এই ক্ষেত্রে ছেলেদের ব্যাপারে আপনার মত কি তা তো বললেন না। =p~

২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



মোল্লাদের মাঝে কেউ কেউ 'সমকামী' আছেন বলে শুনতে পাওয়া যায়।

ঐ ধরণের ছেলেদের এরকম মোল্লাদের সাথে লইফ পার্টনারশিপ গড়ে দেওয়ার জোর দাবী জানাচ্ছি।

ধন্যবাদ।

৩| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই ধরণের প্রতারনা তো শুধু মেয়েরা করে না।

এখন সুযোগ বেশী তাই অনেকেই এটার অপব্যবহার করে। আগে চাইলেও বিয়ের বাইরে সম্পর্ক করা এত সহজ ছিল না।

২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমার পরিচিত কোন ছেলে এটা করেনি।

আপনি কাউকে জানলে তা শেয়ার করতে পারেন।

ধন্যবাদ।

৪| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩৩

মিরোরডডল বলেছেন:




কিন্তু, কিছু মেয়ে আছে সত্যি সত্যি বদ কিসিমের। তারা দেহ দেয় একজনকে, বিয়ে বসে আরেকজনের সাথে। এই ধরণের মেয়েদের ধরে ধরে মোল্লাদের সাথে বিয়ে দিয়ে দেওয়া উচিৎ। তাহলেই, শিক্ষা পাবে কত ধানে কত চাল।

কিছু ছেলে কি নেই এরকম বদ কিসিমের ?
এধরণের ছেলেগুলোকে ধরে কি করা উচিৎ ?

দেহ মেয়ের, সে তা কাকে দিবে, সেটা সেই মেয়ের ব্যাপার। কিন্তু, দেহ দেওয়ার পরে সেই ছেলেকে ছেড়ে অন্য কারো গলায় ঝুলে পড়া অন্যায় নয় কি?

Man!!! What planet are you from????

যদি এই পৃথিবীতে জন্ম হয়ে থাকে, তাহলেতো জানার কথা শুধু মেয়ে না , কিছু ছেলেও এই দোষে দোষী ।

ইদানিং ব্লগে যে কি হয়েছে, সবাই শুধুই মেয়েদের ভুলটা চোখে দেখে, কোন অযাচিত কারনে ছেলেদের দোষগুলো চোখে পড়ে না।


২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনাকে একটা ঘটনা বলি।

আমার ২য় বিয়ের আগে আমি অনেক মেয়ের সাথে রাত কাটিয়েছি। তাদের অনেকেই আমার কাছ এর বিনিময়ে টাকা নিতো।

কিছু বুঝেছেন?

ধন্যবাদ। :)

৫| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩৯

মিরোরডডল বলেছেন:




তাই, কথা বলার সময়ে সাধু সাবধান!

এরকম শিরোনামে এসব অযৌক্তিক পোষ্ট দেবার আগে নিজেকে একটু সাবধান করা দরকার।


৬| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫৩

মিরোরডডল বলেছেন:




নিজের অভিজ্ঞতার বাইরে আর কিছু নেই, এমন মনে করার কি কারণ?

মানুষ প্রস্টিটিউটের কাছে যায় টাকা দিয়েই, সো ???
ছেলে প্রস্টিটিউটও আছে, ডোন্ট ইউ নো দিজ?

২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি ছেলে প্রস্টিটিউটদের কাছে কখনো যাই নাই। :)


যাহোক, মেয়েরা যাকে দেহ দিবে, তার সাথে বিয়ে হওয়াটা জরুরী নয় বলে আপনি মনে করেন কি?

৭| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:০০

সাসুম বলেছেন: লেখক বলেছেন: আপনাকে একটা ঘটনা বলি।

আমার ২য় বিয়ের আগে আমি অনেক মেয়ের সাথে রাত কাটিয়েছি। তাদের অনেকেই আমার কাছ এর বিনিময়ে টাকা নিতো।

কিছু বুঝেছেন?



আপনার পোস্ট এবং মন্তব্য অনুযায়ী আপনার উচিত ছিল সেই অনেক গুলো মেয়ের প্রতিটিকে বিয়ে করা। আপনি তাদের থেকে দেহ নিয়ে তাদের কে বিয়ে না করে ঠিকই কিন্তু সহীহ নারী খুজেছেন।

তবে এমন কোন নারী আপনার ২য় কিংবা ১ম বিয়ের জন্য খোজেন নাই যারা আপনার মত বহু পুরুষের সাথে রাত কাটীয়েছে এবং এর বিনিময়ে টাকাও নিয়েছে।

আপনি কি বুঝতে পারছেন - আপনি কি পরিমান হিপোক্রেট ? নিজে ছেলে হয়ে বাইরে লাগিয়ে বেড়ালে সমস্যা নেই, বিয়েও করতে হয়না, বাট মেয়ে যদি একবার শোয় কারো লগে তাইলেই জাত, কাল, কুল, ধর্ম সব শেষ!


হায়রে ব্লগার !

২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি ব্যাপারটা বুঝেননি।

আমার এবং সেই মেয়েদের মাঝে দেহ শেয়ারিং ছিলো পরস্পরের সম্মতিতে। পরস্পরকে ছেড়ে যাওয়াটাও ছিলো সম্মতি সহকারে।

কিন্তু, আমার সহপাঠিনী, বন্ধুর বৌ বা আত্মীয়া বিয়ের আগে নিজেদের দেহ যাদের সাথে ভাগ করেছিলেন, তাদের কাছ থেকে অনুমিতি নেননি।

ধন্যবাদ।


৮| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেকে মনে করেন কাঠমোল্লা মানে শুধু হুজুরগণ। ইহা ভুল ধারণা। কাঠমোল্লা বিশ্ববিদ্যালয়ে এমনকি ইংলিশ মিডিয়ামেও আছে। যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে কিন্তু কাঠমোল্লাদের কিছু বললে নিজে কিছু না বলে ১৩/১৪ নিক ফেক আই ডি থেকে কটাক্ষ করে ওরাও আসলে কাঠমোল্লা। (কাঠমোল্লা = ধর্মের নাম দিয়ে যারা কুকাম করে ওরা)। কাঠমোল্লারা পোলাদের প্রতি আসক্ত। ওগো মেয়ে ভালো লাগে না। তাই মেয়েদের প্রতি প্রচন্ড বিদ্বেষ পোষণ করে। যে মেয়ে যে ছেলের সাথে শারিরীক সম্পর্ক করে তাকে বিয়ে করা যেমন উচিত ঠিক তেমনি যে ছেলে যে মেয়ের সাথে শারিরীক সম্পর্ক করে তাকেই বিয়ে করা উচিৎ। প্রতারণা ছেলে মেয়ে উভয়ই করতে পারে।

২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




দেহ শেয়ারিং এবং বিবাহ - উভয় ক্ষেত্রে মতামত বা অনুমতি নেওয়াটা জরুরী।

ধন্যবাদ।

৯| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনার পোষ্টের কিছু ফাঁকফোকর পরিষ্কার করা প্রয়োজন।

প্রথমত: আপনি আপনার পোস্টের প্রথম দিকে মোল্লা মুন্সীদের পবিত্র করার চেষ্টা করেছেন। এবং একই পেরার শেষের দিকে এসে আপনি সেইসব মেয়েদেরকে তাদের কাছে পাঠিয়ে দেওয়ার মাধ্যমে কোন ভুল করেননি ঠিক তবে আপনি এটাকে উত্তম শাস্তি হিসেবে বিবেচনা করার মাধ্যমে মোল্লা মুন্সীদের অপমান করার প্রয়াস চালিয়েছেন। যা আপনার বিচার বিবেচনার গলদ প্রমাণ করে।

দ্বিতীয়ত: বিবাহ পূর্বে যার সাথে সেক্স করবে তাকেই পরবর্তীতে বিবাহ করার মাধ্যমে আপনি বিবাহ পূর্বের সেক্সকে বৈধতা দেয়ার প্রয়াস চালিয়েছেন। অথচ যে কোনভাবেই হোক এটা স্পষ্ট একটি অবৈধ কার্যকলাপ।

তৃতীয়ত: তথাকথিত নারী স্বাধীনতা সামনে রেখে যদি এ বিষয়ে আলোচনা করতে হয় তবে বলতে হয়, সে তার দেহ যাকে ইচ্ছা তাকেই দান করবে। এটা তার স্বাধীনতা। তবে পরবর্তী পার্টনার নির্বাচনের সময় সেসব বিষয়ের পরিষ্কার আলোচনা করেই সামনে এগোনো উচিৎ।

ধন্যবাদ

২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



না, ভাই। আপনি মনে হয় একটু ভুল বুঝছেন।

প্রথমত, আমি যেমন সব মোল্লা মুন্সীদের পবিত্র বলি না, তেমনি সবাইকে ধোয়া তুলসী পাতা ধরি নাই। অন্য সবার মতো মোল্লারাও মানুষ। তাদের ভুল হতেই পারে।

দ্বিতীয়ত, মোল্লা শব্দটা গালি অর্থে ব্যবহার করা অনুচিত। আমই অন্তত এতে কষ্ট পাই।

তৃতীয়ত, আমি 'শিক্ষা' নেওয়ার কথা বলেছি। শিক্ষা নিতে বিয়ে দেওয়ার কথা বলেছি একারণে যে আমরা 'নীতি শিক্ষা' এর জন্যে সব সময় মোল্লা-মুন্সীদের দ্বারস্থ হই। আর, আমাদের হুজুররা 'বেতের ব্যবহার ভালোই জানেন'। তাই একটু মজা করেই বলেছি- 'শিক্ষা পাবে কত ধানে কত চাল'।

নো হার্ড ফিলিংস, ভাই।

শুভেচ্ছা নিরন্তর।

১০| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:০৬

রানার ব্লগ বলেছেন: আর যিনি দেহ নেবে তিনি কি করবেন??!!

সেক্স একটা দ্বিপাক্ষিক সম্মতির বিষয়। এখানে উভয় পক্ষই স্বাধীন। সেক্স করার পর বিয়ে করবে কি করবে না এটা উভয় পক্ষ ঠিক করবে। এখানে কোন বাধ্যবাধকতা থাকাটা আমার কাছে ব্যাক্তিস্বাধিনতার হস্তক্ষেপ। এমনো তো হতে পারে মেয়ে বিয়ে করতে রাজি হলো না তখন কি করবেন। যেহেতু আপনি মেয়ে কেই দোষি বললেন। তাই মেয়ের উদাহরণ দিলাম।

আর একজনকে দেখলাম নারী স্বাধীনতা কে তথাকথিত বলে আত্মতুষ্টি ভোগ করছেন। তাদের কাছে সেক্সের স্বাধীনতা মানেই তথাকথিত বা নারী স্বাধীনতা মানেই সেক্স। চর্বিযুক্ত ব্রেইন নিয়ে এরা বেচে আছে কি করে।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১১:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



কাউকে ঠকানো আমই একদম পছন্দ করি না।

ধন্যবাদ।

১১| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:১৩

অগ্নিবেশ বলেছেন: পাগল কি গাছে ধরে?

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১১:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



কক্সবাজারে গাছ কি বেশি? :)

ধন্যবাদ।

১২| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:২১

নতুন বলেছেন: আপনার লেখা পড়ে মনে হলো ছেলেরাই ভুক্তভুগী।

সমাজে কতজন ছেলে প্রেমের নামে নারীকে কাছে টেনে ''' খাইয়া ছাইড়া"" (তাদের ভাষায়) দেয়?

আর প্রতিটা উদাহরন দিলেন সেই সব নারীরা তো সম্পর্ক করেছে কোন পুরুষের সাথেই তাই না? তাই ঐ পুরুষের দোষ তো দিলেন না।

নাকি পুরুষ একাধিক নারীর সাথে সম্পর্ক করলে সমস্যা নাই। শুধুই নারী করলেই সমস্যা?

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১১:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



পুরুষ নারী সম্পর্কটা অবশ্যই সম্মতির ভিত্তিতে হতে হবে।

আপনি নারীদের দিয়েছি, আপনি পুরুষদের নিয়ে দিন।

ধন্যবাদ।

১৩| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৩১

নতুন বলেছেন: যদি কোন নারী নিজেকে কুমারী দাবি করে কিন্তু কুমারী নয় সেটা তো প্রতারনা।

আর উপরের যেই উদাহরন দিয়েছেন সেই গুলি প্রতারনার উদাহরন।

যাদের কুমারী নারী বিয়ের ইচ্ছা তারা বিয়ের আগে জিস্গাসা করে নেবে। যদি পরে কুমারী নয় বলে প্রমান হয় তবে প্রতারনার মামলা করবে। B-)

আরেকটা জিনিস হইলো, যত কম প্রেম করে বেড়াবে জীবনে তত বেশি শান্তি পাবে। স্বামী স্ত্রীর মাঝে সত্যিকারের ভালোবাসা থাকলে সংসার জীবন স্বগের মতন হয়। নতুবা এটাই জাহান্নামে পরিনত হয়।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১১:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



প্রতারণা ও প্রতারক থেকে সাবধান।

শুভেচ্ছা।

১৪| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৩৭

রাজীব নুর বলেছেন: সহমত জানিয়ে গেলাম।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১১:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



অনেক অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

১৫| ২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:২৪

শেরজা তপন বলেছেন: মারহাবা
এখন সত্যিকারে 'পুরুষ হবার যন্ত্রণা' ভোগ করছি!! :(

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১১:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




যন্ত্রণা ভোগ না করাই ভালো।

শুভেচ্ছা নিরন্তর।

১৬| ২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪১

অপ্‌সরা বলেছেন: এ কারণেই সিনেমাতে ডায়ালগ হয়- দেহ পাবে তো মন পাবে না .... বুঝলাম এত দিনে ..... :|

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১১:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



মন ভাঙলে সব শেষ, দেহ ভাঙ্গলে ভাঙ্গুক।

শুভেচ্ছা নিরন্তর।

১৭| ২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৯

নেওয়াজ আলি বলেছেন: আপনি একজন জনদরদী মানুষ। যার যেমন চিন্তা তেমনই দেখা।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১১:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ধন্যবাদ নিরন্তর, নেওয়াজ আলি ভাই।

১৮| ২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:১৮

নাহল তরকারি বলেছেন: স্বামী ছাড়া অন্য কাউকে দেহ দেয়া। এটা বাটপারি ছাড়া অন্য কিছু নয় কি? আর ছেলেদের বলছি “মেয়েদের দেহ কোন ভোগ্য পন্য না, যে তাকে ভোগ করবেন।”

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১১:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমাদের সবাইকে বাটপারি থেকে দূরে থাকতে হবে।

শুভেচ্ছা।

১৯| ২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:০২

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশে মানুষ পরিবারের সামাজিক ও অর্থনৈতিক অবস্হান দেখে বিয়ের ( সম্মন্ধ করে ) ব্যবস্হা করে, মেয়ের ভালোবাসা হিসেবে কম নেয়া হয়; ফলে, এই সমস্যা থেকে যাবে।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভালো বলেছেন। এই দিকটা ভেবে দেখতে হবে।

শুভেচ্ছা নিরন্তর।

২০| ২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:২৪

mdrajumi১২০ বলেছেন: সব অন্যায় হয়তেছে আমাদের পরিস্থিতির কারনে

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



মানুষের কারণে পরিস্থিতি খারপ হয়।

শুভেচ্ছা।

২১| ২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৫০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ব্যক্তিগতভাবে আমাকে হার্ড করার কিছু নেই। আমাদের চতুরপাশ এরকম জটিলতা পূর্ণ হয়ে পড়েছে যে, ভালো-মন্দ ও পরিষ্কার কথোপকথনে আমরা যথেষ্ট হোচট খাই! পরিবর্তন অবশ্যই প্রয়োজন, তবে সেই সাথে আমাদের গ্রহণযোগ্যতার মাপকাঠিও প্রয়োজন। এবং ব্লগারদের প্রয়োজন, যে বিষয়ে আলোকপাত করা হবে তা পরিষ্কারভাবে বিশ্লেষণ করা।

আবারো ধন্যবাদ জানবেন

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমারও তা-ই মনে হয়।

শুভেচ্ছা নিরন্তর।

২২| ২৮ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:০০

কামাল৮০ বলেছেন: এতোদিনে বুঝলাম আপনি দেহ দেয়া নেয়ার কারবারী।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জী, ঠিক ধরেছেন। দেরীতে হলেও বুঝেছেন।

ধন্যবাদ।

২৩| ২৮ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০১

জুল ভার্ন বলেছেন: প্রথমেই বলবো- পোস্টের বক্তব্য আপত্তিকর।

আর আপনার পোস্টের জবাব কবি নজরুলের বীরাঙ্গনা কবিতার শেষ দুই লাইন-
অসতী মাতার পুত্র সে যদি জারজ-পুত্র হয়,
অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চয়!

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



মতামতের জন্যে ধন্যবাদ নিরন্তর।

২৪| ২৮ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৮

নূর আলম হিরণ বলেছেন: বিয়ের আগে যদি কেও তার দেহ শেয়ার করে তবে অন্য কাউকে বিয়ের পূর্বেই সেটা অবহিত করা উচিত। নয়তো এটা স্পষ্ট পার্টনারকে ঠকানো হবে। সেট ছেলে হোক বা মেয়ে।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



অনেকেই পার্টনাড়কে ঠকান। এই ব্যাপারেটা একদম অনুচিত।

ধন্যবাদ নিরন্তর।

২৫| ২৮ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪১

ঋণাত্মক শূণ্য বলেছেন: কিন্তু, কিছু মেয়ে আছে সত্যি সত্যি বদ কিসিমের। তারা দেহ দেয় একজনকে, বিয়ে বসে আরেকজনের সাথে। এই ধরণের মেয়েদের ধরে ধরে মোল্লাদের সাথে বিয়ে দিয়ে দেওয়া উচিৎ। কেন? এদের ধরে মোল্লাদের সাথে বিয়ে দিবেন কেন? বরং যারা এই মেয়েদের পক্ষে সাফাই গায়, তাদের সাথে বিয়ে দিন!

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি সৈয়দ তাজুল ইসলাম ভাইয়ের পোস্টে মন্তব্য করেছি যে, আমরা নীতি শিক্ষা নিতে মৌলভী সাহেবদের শরণাপন্ন হই।

আমি আমার বক্তব্যে অনড় থাকছি।

ধন্যবাদ।

২৬| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৮:১৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: সেজন্যই অনেকে বলে পাষ্ট ইজ পাষ্ট। ইসলামে বিবাহ পূর্ব দেহদানে ১০০ বেত্রাঘাত। আর বিবাহ পরে দেহদানে প্রস্তরাঘাতে মৃত্যু দন্ড কার্যকর করার বিধান। সুতরাং বিয়ের পর স্বামী/স্ত্রী ছাড়া অন্যকে দেহদান চলবে না। একটু দয়ার বসে অন্যকে একটুখানি দেহদান করাও ঠিক নয়।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি তেমন শুনেছি। সঠিক কি না এখনো জানি না।

ধন্যবাদ।

২৭| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৮:১৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি যা করেছেন তা’ কি শিয়ামতে হালাল?

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৩৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি প্রতিবাদী মানুষ।

প্রতিবাদ করতে গিয়ে যা করা প্রয়োজন তা-ই করি।

শুভেচ্ছা।

২৮| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১০:২৬

কলাবাগান১ বলেছেন: ব্লগার সাসুম এর মন্তব্য দেখলেই পড়ার/কমেন্ট করার জন্য লগইন করি... ওয়েল ডান ব্লগার সাসুম

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



উনি মজা করার চেষ্টা করেন।

কিন্তু, প্রতি বার ব্যর্থ হোন। :)

ধন্যবাদ।

২৯| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৩১

নতুন বলেছেন: আরেকটা বিষয় খেয়াল হইলো সেটা হইলো মেয়েরা দেহ দিবে কেন? তারা তো ঐ সব পুরুষকে ভোগ করেছে তাদের উদ্দেশ্য সাধনে। B-))

আপনি যেই সব উদাহরন দিয়েছেন সেখানে মেয়েরা পুরুষগুলিকে ভোগ করেছে তারপরে অন্যকে বিয়ে করেছে। সেটা সম্ভবত আমাদের সমাজে অনেক ছেলেই করে থাকে।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি বলেছেন- মেয়েরা পুরুষগুলিকে ভোগ করেছে তারপরে অন্যকে বিয়ে করেছে।


ভগবাদী মানুষ হওয়া উচিৎ নয়। আপনার কি মনে হয়?

ধন্যবাদ।

৩০| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৩২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ভাই আপনি যে ২য় বিয়ের আগে এমন কুকর্ম করেছেন এটা আপনার স্ত্রীকে বিয়ের আগে জানিয়েছেন ???

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



তখন আমার এখনকার মতো মানসিকতা ছিলো না।

যখন থে আমার মানসিকতা তৈরি হয়েছে, তখন জানিয়েছি।

আমার বৌ প্রথমে খুব রাগ করেছেন। তারপরে, তা মেনে নিয়েছেন।

ধন্যবাদ।

৩১| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১১:১০

নিমো বলেছেন: ভাইজান গান শুনেন।
view this link
view this link
মাথা ঠাণ্ডা হলে সত্য পথ অবশ্যই খুঁজে পাবেন। নাহলেও সমস্যা নাই, ধরে নিবেন এলিয়েন জিন আর ডিটনা'ই এজন্য দায়ী।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৪৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



মাথা ঠাণ্ডা রেখে গান দুটো শুনেছি। মীরাবাঈ আমার খুব প্রিয়।

কিন্তু, আইয়ুব বাচ্চু ভালো গাইতে পারেন নাই, জেমসের মতো।

জিন ছাড়াতে তাবিজ দেন নাকি আপনি?

ধন্যবাদ নিরন্তর।

৩২| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৩১

রেজাউল৮৮ বলেছেন: কয়েক বছর আগে আপনি আর একখান পোস্ট দিয়াছিলেন। কোন এক ভদ্র মহিলাকে তার প্রাক্তন বয়ফ্রেন্ড সুইডেন বা এরকম কোথা থেকে বিরক্ত করছে, অতীত সম্পর্কের ঘনিষ্ঠ ছবি মহিলার বর্তমান পরিবারের কাছে পাঠাচ্ছে ইত্যাদি। ওই পোস্টে আপনি মহিলার পক্ষ নিয়েছিলেন এবং ছেলেটিকে কিভাবে সাইজ করা যায় তা জানতে চেয়েছিলেন।

সিলেটের কলেজ থেকে পাশ করা ভাবির ক্ষেত্রে অন্য ঘটনা দেখা গেল। এক্ষেত্রে ভাবিকেই আপনি দোষ দিচ্ছেন।

ঘটনা কি? প্রথম ভদ্রমহিলার কাছ থেকে আপনি কি কোন অনুদান (kind, not Cash) গ্রহণ করেছিলেন যা ২য় ক্ষেত্রে ভাবি আপনাকে দিতে অস্বীকৃতি জানান?

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



জী, ঠিক ধরেছেন।

সেই ঘটনাটিই এখানে উল্লেখ করেছি। আমার বন্ধু হার্ট এটাক করে পঙ্গু।

ধন্যবাদ।

৩৩| ২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.