নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

মহাকাশের প্রতি রাশিয়ার আগ্রহ কমে যাচ্ছে কেন?

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৫



১৯৫৭ সালের অক্টোবরের ৪ তারিখ পৃথিবীর ইতিহাসে বিশেষ একটি দিন। এই দিনেই, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর প্রথম আর্টিফিশিয়াল স্যাটেলাইট 'স্পুটনিক ১' মহাকাশে পাঠায়। এরপরে থেকে, পৃথিবীর কক্ষপথে বা তার বাইরের মহাকাশে উৎক্ষেপিত বস্তুর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এই উৎক্ষেপিত বস্তুগুলো'র মধ্যে রয়েছে স্যাটেলাইট, প্রোব, ল্যান্ডার, ক্রুড স্পেসক্রাফট এবং স্পেস স্টেশন ফ্লাইট। কিন্তু, গত কয়েক দশক ধরে কেন যেন রাশিয়া মহাকাশের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে!

পৃথিবীর কক্ষপথে সোভিয়েত ইউনিয়নের স্যাটেলাইট উৎক্ষেপেনের পরের বছরই, অর্থাৎ, ১৯৫৮ সালে আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম মহাকাশে কোন বস্তু পাঠায়। এরপরে, বেশ কয়েক বছর উত্তর আমেরিকার এই দেশটি মহাকাশে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখে। ১৯৫৮ থেকে ১৯৬৭ সাল টানা ১০ বছর যুক্তরাষ্ট্র সোভিয়েত রাশিয়ার চেয়ে বেশি মহাকাশে বস্তু পাঠায়। ১৯৬৭ সালে, পুরো পৃথিবী থেকে মোট ১৫৯ বার মহাকাশে বস্তু পাঠানো হয়, যার মাঝে আমেরিকার অবদান ৮৫টি আর রাশিয়া'র ৬৬টি।

১৯৬৮ সাল থেকে শুরু হয় মহাকাশে রাশিয়ার নেতৃত্ব! সেই নেতৃত্ব চলে ১৯৯৪ সাল পর্যন্ত, টানা ২৭ বছর! এরপরে থেকে কেন জানি মহাকাশের প্রতি রাশিয়ার আগ্রহে ভাটা পড়তে থাকে। ১৯৯৫ সাল থেকে রাশিয়াকে সরিয়ে প্রথম স্থানে চলে আসে আমেরিকা। তারপরো, ২০১৪ সাল পর্যন্ত মাত্র এক বছর ছাড়া বাকি সময়গুলোতে রাশিয়া দ্বিতীয় স্থান ধরে রেখেছিলো। ২০১৫ থেকে দেশটিকে ৩য় স্থানে ঠেলে চীন দ্বিতীয় স্থানে চলে আসে।

এভাবে পিছনে সরতে সরতে ২০২১ সালে মহাকাশে বস্তু ছোড়া দেশগুলোর মাঝে রাশিয়া এখন ৫ম স্থানে! ২০২১ সালে পৃথিবী থেকে ১৮০৭টি বস্তু মহাকাশে ছুরে দেওয়া হয় যার মাঝে রাশিয়ার অবদান মাত্র ২১টি! পৃথিবীর মানুষকে মহাকাশের স্বপ্ন দেখানো এই দেশটির এমন অধঃপতনের কারণ কেউ বলতে পারেন কি?





মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

সোনাগাজী বলেছেন:


রাশিয়ার বিজ্ঞানীরা অসহায়, সবকিছু একা পুটিনের সিদ্ধান্তে হয়।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



রাশিয়া মহাকাশে দরকারী কিছু খুঁজে পায়নি। এছাড়া একটানা অনেক দিন নেতৃত্ব দিতে দিতে ক্লান্ত। এরসিব কারণেও হতে পারে! :)

শুভেচ্ছা নিরন্তর।

২| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৯

নতুন বলেছেন: মহাকাশ প্রজেক্ট চালাতে , প্রতিটা স্পেস স্যাটাল পাঠাতে কতটাকা খরচ হয়?

এই দৌড়ে টাকা খরচ করতে করতে রাশিয়া পথে বসার কয়দা হয়েছিলো।

এর থেকে আয় নাই, খরচা বেশি তাই এতে কাজের স্যাটেলাইট ছাড়া অন্য কাজে টাকা খরচ কমে যাবে।

ব্যাবসায় লাভ না থাকলে কেউই সেই ব্যবসা করবে না।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


মহাকাশে কি জিনিস পাঠাচ্ছেন তাঁর উপর নির্ভর করে কত খরচ হবে।

'স্কাউট'-এ করে ছোট ২০০০ কেজি'র বস্তু পাঠাতে ১৯৬১ সালে প্রতি ১ কেজিতে ১,১৮,৫০০ মার্কিন ডলার খরচ হতো।

বর্তমানে, একটি ২০০০ কেজির বস্তু মহাকাশে পাঠাতে প্রতি ১ কেজিতে ১৭,৩০০ মার্কিন ডলার খরচ হয়।

দিন দিন খরচ খরচ কমে আসছে।

ধন্যবাদ নিরন্তর।

৩| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৮:২৪

পেঁংকু বঁগ বলেছেন: :)

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:২০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আশা করি তথ্যগুলো ভালো লেগেছে।

শুভেচ্ছা।

৪| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:০৬

রানার ব্লগ বলেছেন: একটি মহাকাশ স্টেশন চালানো কতো খরচের বিষয় এটা আশাকরি হিসাব দিয়ে বোঝাতে হবে না। রাশিয়া এই মুহুর্তে এতো খারচ চালানোর অবস্থায় নাই।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


রাশিয়া এই খারাপ অবস্থায় যাবে, চিন্তাও করা যায় না।

ধন্যবাদ।

৫| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৭

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: খুব সম্ভবত খরচের কথা চিন্তা করে এই খাতে কম বাজেট বরাদ্দ করা হচ্ছে। এটাকে তারা প্রফিটেবল খাত বলে মনে করছে না। আগে আগ্রহ ছিল তাই বেশি বাজেট বরাদ্দ করা হত। তখন মানুষ মহাকাশ সম্পর্কে জানতো বেশ কম। তাই জানার আগ্রহ টা অনেক বেশি ছিল।

০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


কিছু যুক্তিপূর্ণ কথা বলেছেন।

ধন্যবাদ।

৬| ০৮ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:১৪

বিটপি বলেছেন: উপরে না তাকিয়ে যদি আশেপাশে তাকায়, তাহলে পকেটে কিছু তেল আসে। তাই মহাকাশে তা তাকিয়ে রাশিয়া এখন ইউক্রেনে তাকিয়েছে।

০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



হা, হা, হা!!! ভালো বলেছেন।

শুভেচ্ছা নিরন্তর।

৭| ০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:



এখন পর্যন্ত চাঁদে কতোজন গিয়েছেন? কে কে এবং কখন?


১১ ই নভেম্বর, ২০২২ সকাল ৭:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



একটু হিসেব করে বের করতে হবে। এই তথ্যটি এখনই বলতে পারছি না।

ধন্যবাদ নিরন্তর।

৮| ০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:১৯

জুন বলেছেন: কোন লাভ নেই, তাই অকারণ খরচ করছে না রাশিয়া। এটা আমার মত।

১১ ই নভেম্বর, ২০২২ সকাল ৭:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


এটা একটা কারণ হতে পারে। ফান্ড এবং এক্সপার্টাইজ শর্টেজ হতে পারে।

শুভেচ্ছা নিরন্তর।

৯| ১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৩৮

জাহিদ হাসান বলেছেন: রাশিয়া এখন পরের জায়গা দখল করা ও ধর্মযুদ্ধে লিপ্ত। মহাকাশ ও বিজ্ঞান নিয়ে কাজ করার সময় তাদের আর নাই!

বাজে নেতৃত্বের হাতে পড়লে দেশের এই অবস্থাই হয়।

১৯ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


যুদ্ধ আগেও ছিলো। তাই, বলে জ্ঞানবিজ্ঞানের অগ্রযাত্রায় পিছিয়ে যাওয়া উচিৎ নয়।

শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.