নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ব্লগে সিলেটের ঐতিহ্য নিয়ে গর্ব করার মতো কেউ নেই! :| (সাময়িক)

০৯ ই নভেম্বর, ২০২২ রাত ২:০৬



ব্লগে চাটগাঁ, নোয়াখালীসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ঐতিহ্য নিয়ে লেখা দেখতে পাওয়া যায়। অথচ, সিলেট বিভাগের কাউকে তেমন কিছু লিখতে দেখা যায় না। মনে হয়, এই বিভাগের কোন একটিভ ব্লগার নেই সামুতে! অথবা, সিলেট নিয়ে আসলেই লেখার কিছু নেই!

পোস্টটা সাময়িক। তাই, কমেন্ট সেকশন বন্ধ রেখেছি।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২২ রাত ২:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার পোস্টটিতে আরো বিস্তারিত লেখা লিখে স্থায়ী করুন। পোস্টে লাইক দিয়েছি। পোস্টে লাইকের অনেক দাম। আমি আপনাকে কথা দিচ্ছি “আমাদের সিলেট” নিয়ে আমি গর্ব করার মতো পোস্ট দিবো এবং অবশ্যই আপনাকে ও স্বামী বিশুদ্ধানন্দ ভাইকে উৎসর্গ করে লিখবো।


১৪ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


এই সম্পর্কে আর কি লেখা যায় বুঝতে পারছি না!

আপনি যেহেতু বলেছেন, সেহেতু পোষ্টটা রেখে দিয়েছি।

শুভেচ্ছা নিরন্তর।

২| ০৯ ই নভেম্বর, ২০২২ রাত ৩:১৫

বিষন্ন পথিক বলেছেন: পোস্টের সাথে সুপার মার্কেট এর কি সম্পর্ক বুঝলাম না. ব্লগে তো অনেক গ্রূপ দেখলাম, দেখছি, এখন আবার জেলা / বিভাগ বিষয়ে গ্রূপ শুরু করছেন নাকি, রাজনীতির জোটের হাওয়া ব্লগেও :D

৩| ০৯ ই নভেম্বর, ২০২২ ভোর ৪:২২

সোনাগাজী বলেছেন:



আপনি ব্যতিত সিলেটের আর কেহ ব্লগিং করেন?

৪| ০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি লিখবো সিলেটের ব্লগারদের নিয়ে।

৫| ০৯ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৪৫

অপলক বলেছেন: ব্লগ লিইখা কিতা খরতাম। খাইরাম দাইরাম, লন্ডন থ্যাহা টাহা আইছোননি, খোঝ খররাম... এ্যার বাদে আর খিচু খরার টাইম আছেনি...

বালা থাকুইন বাই...

৬| ০৯ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:৩৪

রাজীব নুর বলেছেন: সিলেট নিয়ে লেখার বিষয়ের অভাব নেই।
আমি সিলেট বহুবার গিয়েছি।

৭| ১০ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: আপনি চাইলে আমি নিয়মিত ধারাবাহিক ভাবে সিলেট নিয়ে লিখতে পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.