নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

কেউ কি এই বইটি পড়তে চান?

১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:০১



কেউ কি এই বইটি পড়তে চান? আমার কাছে ই-বুক ফরমেটে আছে। একটি প্রকাশনী আমার কাছে পাঠিয়েছিলো অনুবাদ করে দেওয়ার জন্যে। আমার ল্যাপটপে এখনো রয়ে গিয়েছে।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২২

ঠাকুরমাহমুদ বলেছেন:


আপনি অনুগ্রহ করে সামহোয়্যারইন ব্লগ এডমিনের কাছে আমার নামে বইটি পিডিএফ / ইবুক ইমেইল করে দিন। আমি বইটি পড়তে আগ্রহী। ব্লগ এডমিন আমার কাছে ফিরতি ইমেইল করে দিবেন।


আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

১৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি এডমিনের কাছে পাঠালে তা বাউন্স করে ফিরে আসে।

ধন্যবাদ নিরন্তর।

২| ১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বইটা কি অনুবাদ করা হয়েছিল পরে?

১৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জী।

তবে, বইটি আমার আগেই একটা প্রকাশনী বাংলায় প্রকাশ করেছে।

ধন্যবাদ নিরন্তর

৩| ১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৪

অপু তানভীর বলেছেন:

বইটা আমার কাছে রয়েছে । হাতের কাজটা শেষ হলে এই বইটাতে হাত দিব অনুবাদে ।

১৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



বইটির অনুবাদ বের করেছে একটা প্রকাশনী! :)

শুভেচ্ছা নিরন্তর।

৪| ১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৬

আঁধারের যুবরাজ বলেছেন: বইটির পিডিএফ আছে আমার কাছে। যদিও এখনো পড়া হয়নি।

আপনার " রোবট চাষ " কেমন চলছে ? আপনারা কি শুধু সফটওয়্যার নিয়ে কাজ করেন , নাকি ওয়েব ডেভেলপমেন্ট নিয়েও কাজ করেন ?

১৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



রোবট চাষ ভালো যাচ্ছে না। হরতালে অফিস খুলতে পারছি না সিলেটে।

সফটওয়্যার নিয়েও কাজ করি। তবে, সেটা বাইরের দেশের সাথে।

ধন্যবাদ নিরন্তর।

৫| ১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৬

বিজন রয় বলেছেন: পড়তে চাই।

১৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনাকে কিভাবে পাঠাবো জানাবেন, প্লিজ।

তবে, দারাজেও বইটি আছে। এছাড়া একটি প্রকাশনী অনুবাদ প্রকাশ করেছে।

শুভেচ্ছা নিরন্তর।

১৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনাকে কিভাবে পাঠাবো জানাবেন, প্লিজ।

তবে, দারাজেও বইটি আছে। এছাড়া একটি প্রকাশনী অনুবাদ প্রকাশ করেছে।

শুভেচ্ছা নিরন্তর।

৬| ১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৯

ডঃ এম এ আলী বলেছেন:



প্যলেস্টাইনের সুদীর্ঘ ইতিহাস সম্বলিত বইটি আপনার সংগ্রহে আছে জেনে ভাল লাগল ।
নিশ্চয়ই আগ্রহীগন আপনার কাছ হতে এটা উপযুক্ত পন্থা আবলম্বন করে সংগ্রহ করে নিতে পারবেন ।
বইটি আমাজন থেকে বেশ পুর্বে সংগ্রহ করেছি ।
কেও ইচ্ছা করলে নীচের লিংক ফলো করে বইটি সংগ্রহ করে নিতে পারেন ।
https://www.amazon.com/Palestine-Four-Thousand-Year-History/dp/1786992728
বইটির একটি এবস্ট্রাক্ট নীচে দেয়া হলো ।
Starting with the earliest references in Egyptian and Assyrian texts, Nur Masalha
explores how Palestine and its Palestinian identity have evolved over thousands
of years, from the Bronze Age to the present day. Drawing on a rich body of sources
and the latest archaeological evidence, Masalha shows how Palestine's multicultural
past has been distorted and mythologised by Biblical lore and the Israel–Palestinian
conflict.

১৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



বাংলাদেশে দারাজেও বীটী পাওয়া যাচ্ছে। এছাড়া, একটি প্রকাশনী অনুবাদ প্রকাশ করেছে।

ধন্যবাদ নিরন্তর, এম এ আলী ভাই।

৭| ১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ১:৫৪

কামাল১৮ বলেছেন: ব্ইটিতে যা লেখা আছে তার সত্যতা সম্পর্কে কি কি প্রমান দিয়েছেন লেখক।কোন তথ্য থেকে তিনি লিখেছেন।

১৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


একটি প্রকাশনী অনুবাদ প্রকাশ করেছে। পড়ে দেখতে পারেন।

শুভেচ্ছা।

৮| ১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আপনি ধারাবাহিকভাবে পোস্টাইতে থাকুন।
আমরাও পাঠ করিতে থাকি।

১৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমার কাছে অনুমতি নাই।

ধন্যবাদ নিরন্তর।

৯| ১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪০

শায়মা বলেছেন: ৮. ১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:২৭০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আপনি ধারাবাহিকভাবে পোস্টাইতে থাকুন।
আমরাও পাঠ করিতে থাকি।


এটাই ভালো আইডিয়া। সবাই পড়তে পারবে। :)

১৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমার কাছে সেই অনুমতি নাই।

শুভেচ্ছা নিরন্তর।

১০| ১৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৯

অপু তানভীর বলেছেন: হ্যা একটা অনুবাদ বের হয়েছে তবে সেটা পরিপূর্ণ অনুবাদ নয় । আংশিক অনুবাদ । পরিপূর্ণ অনুবাদ হলে এই বইটার দাম হাজার টাকার কাছাকাছি হওয়ার কথা ।

১৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


হ্যাঁ। অনুবাদ বইটি লেখকের অনুমতি নিয়ে করা হয়েছে কিনা আমি জানি না।

ধন্যবাদ নিরন্তর।

১১| ১৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৩

অপু তানভীর বলেছেন: বাংলাদেশে অধিকাংশ অনুবাদে আসল লেখকের অনুমূতি নেওয়া হয় না । যদি নেওয়া হত তাহলে বই প্রতি দাম আরো এক দেড়শ টাকা বেড়ে যেত ! মানুষ এমনিতেই বই কিনতে চায় না তখন তো আরও কিনতো না !

১৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



বাংলাদেশের এমন পড়ুয়াদের খোদার ভয় নেই।

পরের হক মেরে খাওয়া দরকার, এটা এরা শিক্ষা জীবন থেকেই ট্রেনিং পায়।

ধন্যবাদ নিরন্তর।

১২| ১৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: অনুবাদ থাকলে আমাকে দিবেন। আমি আগ্রহ নিয়ে পড়বো। এবং রিভিউ লিখব।

১৩| ১৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




সামহোয়্যরাইনব্লগ
E-mail: [email protected]

প্রাপক: ঠাকুরমাহমুদ

আমার অরিজিনাল / ইংরেজী বইটিই প্রয়োজন। (পিডিএফ / ইবুক)

ধন্যবাদ নিরন্তর।

১৪| ১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৭:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্লিজ লিঙ্ক দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.