নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

সাধুরা পাহাড়ে মাথা নত করছে

১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৩

তুমি কি জানো তুমি কত সুন্দর?
তুমি তা জেনে ফেলেছো বলে আমি মনে করি না, ওগো প্রিয়।

যেহেতু তুমি খোদার কথা বলছো প্রতি জনে,
আমি বুনো রঙয়ের সারীগুলোর মাঝে সেসবের মহান প্রদর্শনী দেখি
যা তোমার মন এবং হৃদয় থেকে ঝরে পড়েছে,
বিস্ময়কর এবং গোপন সে বার্তা বহন করে চলেছো যেভাবে
এই পৃথিবীর প্রতিটি কোণে।

পাহাড়ে সাধুদের প্রণাম দেখি
শত শত মাইল দূরে
শব্দের বিস্ময়ে
আলোর মাঝে ভেঙ্গে পড়ে
তোমার অতি সাধারণ শব্দ থেকে।

আমায় তোমার মায়ের কথা বলো,
সাথে তোমার চাচাতো ভাই-বোন আর বন্ধুদের গল্প।

তোমার কাঠবিড়ালি আর পাখির কথা বলো-
তোমার নাইটিঙ্গেলের বাহিনীকে জাগিয়ে তুলেছো কি -
তাদের নীলাকাশে বন্য ও মুক্ত হয়ে উড়তে দিয়ে

তবে খোদার তরে গাইতে শুরু করো গান।
এসো তবে আমরা সবে খোদার তরে গেয়ে যাই গান!

তুমি কি জানো তুমি কত সুন্দর?
তুমি তা জানো বলে আমি মনে করি না, আমার প্রিয়,
তবুও হাফিজ
তোমাকে একটি মঞ্চে বসিয়ে দিয়ে
চিরটাকাল তোমার পূজোয় সঁপিবে নিজেরে!


================ফার্সী কবি হাফিজের একটি কবিতার ভাবানুবাদ======================

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৮

শায়মা বলেছেন: বাহ!!



এই কবিতা পড়েই মনে হয় নজরুল লিখেছিলো, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ??

১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



নজরুলকে জিজ্ঞাসা করতে হবে সত্যিই তিনি এই কবিতা পড়েছিলেন কি না। কোন উপায় আছে জিজ্ঞাসা করার?

শুভেচ্ছা নিরন্তর।

২| ১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৭:২৩

ডঃ এম এ আলী বলেছেন:



তবে খোদার তরে গাইতে শুরু কর গান
এসো তবে আমরা সবে খোদার তরে গেয়ে যাই গান


এ যেন খোদা প্রেমে বলা তাঁর অতল সমুদ্রের বুদবুদ-কণা
খোদা প্রেমের সাধুগন পাহারে মাথা নত করলেও এতে সারা
আকাশের গ্রহ-তারার প্রতিবিম্ব পড়ে তাকে রামধনুর কণার মত
রাঙিয়ে তুলে। তার রুবাইতগুলি ছোট বলেই এত সুন্দর।

শুভেচ্ছা রইল

১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



অসাধারণ, এম এ আলী ভাই!!!

সৌন্দর্যের জয়গান সব জায়গায়।

ধন্যবাদ নিরন্তর।

৩| ১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনার মুগ্ধতা পৌঁছে যাক যথাস্থানে।

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.