নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

রাজস্থানী পাঞ্জাবী এবং দিল্লী বুটিক - আমাদের ইদের কাপড়

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ৮:০৫



এবারের ঈদে অনেক দিন পরে ভারতীয় কাপড় কিনলাম। স্বামী-স্ত্রী ম্যাচিং করে লাল রঙ্গের কাপড় কিনেছি। আমার জন্যে রাজস্থানী পাঞ্জাবী, আর, বিবিজানের জন্যে দিল্লী বুটিক।

এইবারের ঈদে কি পড়বো তা নিয়ে বেশ দ্বিধায় ছিলাম। ইতিমধ্যে, শ্বশুরবাড়ি থেকে ঈদের কাপড় গিফট পেয়েছি। তার উপর ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছেন কারা যেন! আমি সাধারণত আড়ং-এর পণ্য কিনি। এবারে, ঠিক করলাম যে, প্রতিবেশী ও বন্ধুদেশ ভারতের পণ্য কিনবো। ১ম পাঞ্জাবী হবে ভারতীয়, ২য় পাঞ্জাবী আড়ং -এর।

প্রথমে গেলাম, পুলিশ প্লাজায়। সেখান থেকে আমার বিবিজান তাঁর কাপড় কিনলেন। আমার পাঞ্জাবী সেখানে পছন্দ হলো না। গুলশান-বনানীর দোকানগুলোতেও আমি যেরকম চাচ্ছিলাম সেরকম পাঞ্জাবী পেলাম না। শেষে বসুন্ধরা শপিং সেন্টারের ৩টি ফ্লোর ঘুরে রাজস্থানি পাঞ্জাবী কিনেছি।

দারুণ যাবে এবারের ইদ/ঈদ!

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ৮:১২

রাজীব নুর বলেছেন: আপনারা কেনাকাটা করলেন? আর বাচ্চার জন্য কিছু কিনেন নাই?

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ৮:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জী, কিনেছি। ওরটাও লাল।

ইদ চলে যাবে বলে, মেয়ের কাপড়টা পোস্ট করি নাই। :)

শুভেচ্ছা নিরন্তর।

২| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ৮:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



ভারতের পণ্য বয়.......!??

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ৮:২০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বয় এবং গার্লস!!! :)

শুভেচ্ছা নিরন্তর।

৩| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ৮:২৬

সত্যপীরবাবা বলেছেন: এইটা কি করলেন? পিনাকীর চ্যালারা তাদের সব কাজকাম, দেশ-বিদেশ চালানো বাদ দিয়া ব্লগে বড় বড় পোস্ট উগরাইলেন ভারতীয় পন্য বয়কটের ডাক দিয়া আর আপনি উল্টা পথ ধরলেন? অন্তত পাকিস্তানি সালওয়ার কিনতেন, না পাইলে বিহারী ক্যাম্প থেকে চান তারা খোচিত কিছু।

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


যাদের কথা বলছেন, আমি উনাদের সমর্থক নই। হতেও পারবো না।

ধন্যবাদ।

৪| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ৮:২৭

কামাল১৮ বলেছেন: ঈদের শুভেচ্ছা।

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনাকেও শুভেচ্ছা। ভালো থাকুন নিরন্তর।

৫| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ৯:৫৫

শাহ আজিজ বলেছেন: বাহ ইদের বাজার হয়ে গেল । আমি আড়ং থেকে দুটো ফতুয়া কিনেছি মানে মেয়ে আর জামাই মিলে দিল ।

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১০:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


গরমে ফতুয়া বেশ হবে, ভাইয়া!

শুভেচ্ছা নিরন্তর।

৬| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১০:০১

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশী গার্মেন্টস শ্রমিকেরা আপনার কোন কাজে লাগিনি।

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১১:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



We should make friends, not enemy, bhaiya, Thank you so much.

৭| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১০:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: বেশ এক্সপেনসিভ ও সুন্দর ঈদ ড্রেস। ঈদের অগ্রীম শুভেচ্ছা।

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১১:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



We want to get India as our friend, not enemy!....The people who are boycotting Indian products, are not doing good!

শুভেচ্ছা নিরন্তর।

৮| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১১:৪০

শেরজা তপন বলেছেন: লালটা বেশী লাল হয়ে গেল :)

০৪ ঠা এপ্রিল, ২০২৪ ভোর ৪:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমাদের সিলেটে একটা কথা আছে- "লালে লাল, শাহ জালাল"! :)

ধন্যবাদ নিরন্তর।

৯| ০৩ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: ইদের দাওয়াত রইলো।

০৪ ঠা এপ্রিল, ২০২৪ ভোর ৪:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনারও দাওয়াত থাকলো। ভাবীদের নিয়ে চলে আসবেন।

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.