নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
হাঁচতে নাকি জানে না কেউ,
কে বলেছে বোন
এই দেখোনা কত্ত হাঁচির
ওজন শত টন।
কিম হাঁচে বাড়া ভাতে,
বাইডেন হাঁচে তার সাথে সাথে,
লালচে চীনের জোরসে হাঁচি,
কাঁদে সবুজ ঘাস।
মাদার রুশের হাঁচি দেখে
হয় যে বনবাস!!
বনবিবি হাঁচে রাঙা ঠোঁটে
হাতিমের নাকেও হাঁচি ফোটে
দোলন, হাস্না, গোলাপ, বকুল,
হাঁচতে সবাই চায়,
আমার হাঁচি দেখে তাদের
পিলে চমকে যায়।
নেকো হাঁচি দেখেও যারা
কান্না লাগাতে চায়,
তাদের দেখে আমার নাকেও
কেবল হাঁচি পায়।
হাঁআআআচ্চুউউউ! হাঁআআআচ্চুউউউ! হাঁআআআচ্চুউউউ!
[তিনবার হাঁচি জীবনে মঙ্গল বয়ে আনে]
১৫ ই জুন, ২০২৪ রাত ১০:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হাঁচি আসলে ঠেকানো মুশকিল!!!
ধন্যবাদ নিরন্তর।
২| ১৫ ই জুন, ২০২৪ রাত ১০:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- হাঁআআআচ্চুউউউ......
আমার একবার শুরু হলে তিনের চেয়ে অনেক বেশি হয়ে যায়।
১৬ ই জুন, ২০২৪ ভোর ৪:১২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বেশিরভাগ সময়ে আমি ৩-এ থামি!!!
ধন্যবাদ নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০২৪ রাত ৯:৫১
অধীতি বলেছেন: জোশ হইছে ভাই। চালিয়ে যান