নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়! আর, আপনারা তা ফ্রিতে পাচ্ছেন।

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ফিলিস্তিন নিয়ে ২৬টি গান বানিয়েছি

২২ শে জুন, ২০২৪ রাত ১:৪৪



ফিলিস্তিন নিয়ে ব্লগে সোনাগাজী ভাই একাই লড়বেন এটা খুবই দৃষ্টিকটু দেখায়। তাই, আমি গত কয়েক দিনে ফিলিস্তিন নিয়ে ২৬টি গান লিখেছি, এবং আমার ডিরেকশনে কয়েকটি গান ইউটিউবে আপলোড দিয়েছি।

ইসরায়েল আস্তে আস্তে করে পুরো দেশটা খেয়ে ফেলছে। যা ইচ্ছা তা-ই করছে। আমি এক্ষেত্রে কি করতে পারি?

আমি সোনাগাজী ভাইয়ের মতো যোদ্ধা না। অস্ত্র চালাতে পারি না। তবে, গান সম্পর্কে আমার ধারনা বেশ। ষেটই ব্যবহাঁর করেই ফিলিস্তিনীদের পক্ষে জনগণকে জাগাতে চাই।

আশা করি, আমার গানগুলো ভালো লাগবে। সব গান একে একে আপলোড দিবো।









মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০২৪ দুপুর ১:৩১

বাকপ্রবাস বলেছেন: দারুণ লে‌গে‌ছে

২৩ শে জুন, ২০২৪ বিকাল ৫:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।

২| ২২ শে জুন, ২০২৪ বিকাল ৪:১২

মিরোরডডল বলেছেন:





আমি গত কয়েক দিনে ফিলিস্তিন নিয়ে ২৬টি গান লিখেছি

কয়েক দিনে ২৬ টা গান?
কম হয়ে গেলো নাহ?
৬২ হলে ঠিক ছিলো :)


যাইহোক, যেই গান শেয়ার হয়েছে, সেটা ভালোই কিন্তু কোন ডিটেইলস নেই।
গীতিকার কে জানলাম কিন্তু সুরকার কে, ভোকালে কে, মিউজিক কম্পোজিশন কার?


২৩ শে জুন, ২০২৪ বিকাল ৫:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



হা, হা, হা! এগুলো কোন বিবেচ্য বিষয় নয়।

কারণ, আদর্শিক লড়াইয়ে এগুলো গৌণ ব্যাপার।

আপনি মনে হয় এই ধনের আদর্শিক লড়াইয়ের সাথের পরিচিত নন।

ব্যাপারস না!!! সব ঠিক হয়ে যাবে।

শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.