নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
মুখোমুখি আসো রে সবাই,
নাচো গাও, তালে তালে,
দুর্দান্ত এই রাতের মাঝে,
আনন্দে ভাসো, মেতে ওঠো ভালোবাসায়।
খুশির মুকাবেলায়, গান ধরো, নাচো সবাই,
এলো মেলো হাওয়ায়, নাচো গাও, চল যাই।
খুশির মুকাবেলায়, রাত জুড়ে হৈচৈ,
মেলো মেলো হাওয়ায়, সাথে নাচো, গাও হইচই।
আকাশের তারা, সব চেয়ে জ্বলে,
এই রাতের মাঝে, মেতে ওঠো খুশিতে।
হৃদয় নাচে, সুরের বন্যায়,
তোমার সাথে আমি, গাইবো প্রান খুলে।
খুশির মুকাবেলায়, গান ধরো, নাচো সবাই,
এলো মেলো হাওয়ায়, নাচো গাও, চল যাই।
খুশির মুকাবেলায়, রাত জুড়ে হৈচৈ,
মেলো মেলো হাওয়ায়, সাথে নাচো, গাও হইচই।
তোমার হাসি, মন মাতাল,
এই রাতের সুর, ভাসিয়ে নাও।
তোমার নাচে, ছন্দের ঝঙ্কার,
আমরা সবাই মিলে, মাতি মজা, চল।
খুশির মুকাবেলায়, গান ধরো, নাচো সবাই,
এলো মেলো হাওয়ায়, নাচো গাও, চল যাই।
খুশির মুকাবেলায়, রাত জুড়ে হৈচৈ,
এলো মেলো হাওয়ায়, সাথে নাচো, গাও হইচই।
খুশির মুকাবেলায়, নাচো গাও, তালে তালে,
এই রাতের মাঝে, আনন্দে ভাসো, মেতে ওঠো ভালোবাসায়।
২৫ শে জুন, ২০২৪ সকাল ১১:১৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ। আমি কণ্ঠ দেওয়ার চেষ্টা করলাম আপনার জন্যেই!!!!
এইমাত্র আপলোড দিলাম।
ভালো লাগলে জানাবেন।
২| ২৫ শে জুন, ২০২৪ সকাল ১১:৩০
আলমগীর সরকার লিটন বলেছেন: শুনলাম চমৎকার হয়েছে কবি দা
২৫ শে জুন, ২০২৪ দুপুর ১:১৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
শোনার জন্যে অনেক অনেক ধন্যবাদ, লিটন ভাই।
শুভেচ্ছা নিরন্তর।
৩| ২৫ শে জুন, ২০২৪ সকাল ১১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
২৫ শে জুন, ২০২৪ দুপুর ১:১৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, শ্রদ্ধেয় সেলিম আনোয়ার ভাই।
শুভেচ্ছা নিরন্তর।
৪| ২৬ শে জুন, ২০২৪ সকাল ৮:১০
ফারহানা শারমিন বলেছেন: অনেক শুভকামনা রইলো। আপনার গানগুলি একসাথে কোথায় শোনা যাবে?
২৬ শে জুন, ২০২৪ দুপুর ১:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ। আমার সব গান এখনো ইউটিউবে দেই নাই।
তবে, ১ম কমেন্টে দেওয়া ইউটুব লিংকে গেলে কিছু গান শুনতে পারবেন।
এছাড়াও এই লিংকে ক্লিক করতে পারেন নির্ভয়ে। এটা ইউটুবে আমার চ্যানলের লিংক - https://www.youtube.com/@idealistShaiyan
শুভেচ্ছা নিরন্তর।
৫| ২৮ শে জুলাই, ২০২৪ রাত ১২:৪৭
ফারহানা শারমিন বলেছেন: আপনি কি গান স্টুডিওতে রেকর্ড করেন?
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০২৪ সকাল ১০:৩০
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার সুর কণ্ঠ হলে ভাল ত কবি দা
ভাল থাকবেন-----------------