নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
গানটা অবশেষে ইউটিউবে প্রকাশ করার সিদ্ধান্ত নিলাম! সাউন্ডক্লাউড ওয়েবসাইটে গান শুনতে একাউন্ট খুলতে হয়, তাই অনেক ব্লগার প্যারোডি গানটি শুনতে পান নাই বলে জানিয়েছেন। আর, গানের কথা রক্ষার জন্যে শায়মা আপুর ব্লগ থেকে সেলিম ভাইয়ের ছড়াটি নিচে দিলাম। গানটির ইউটিউবের লিংকও দিলাম।
ভেঙে গেছে হাত
খুলে গেছে দাত
চলে গেছি পাবনা
কোন ভাবনা না
মনে শুধু যাতনা
কেন করো ছলনা
কেন ভালোবাসো না
আমি নই ফেলনা
ভেঙেছি ঠ্যাং
ফুটবল খেলে সইছি যন্ত্রণা
আগের মতো নয়
দৌড়াতে পারি না
ডায়বেটিস চরমে
ফ্যাটি লিভার ভ্রমে
রমনা পার্কে সকাল
ব্যায়াম করো গরমে
ভালোলাগে না
ঘাম গড়িয়ে পরে
বুক ধরে হাসফাস
বেঁচে থাকা তবু করি
শরীরের কারিগরি
অনন্ত সাধনা
মেনে নাও নিয়তি
সুখের আকাঙ্ক্ষা
২৬ শে জুন, ২০২৪ দুপুর ১:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, আলমগীর সরকার লিটন ভাই।
শুভেচ্ছা নিরন্তর।
২| ২৬ শে জুন, ২০২৪ দুপুর ১২:৩৪
নূর আলম হিরণ বলেছেন: ভালো হয়েছে।+
২৬ শে জুন, ২০২৪ দুপুর ১:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, হিরণ ভাই।
শুভেচ্ছা নিরন্তর।
৩| ২৬ শে জুন, ২০২৪ দুপুর ১:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- গানের সুর এবং গায়কি পছন্দ হয়েছে। + রইলো।
২৬ শে জুন, ২০২৪ বিকাল ৪:০৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সব সেলিম আনোয়ার ভাইয়ের লেখনীর যাদু!!!
ধন্যবাদ নিরন্তর।
৪| ২৬ শে জুন, ২০২৪ বিকাল ৪:৫৫
শায়মা বলেছেন: আরে ভাইয়া!!!!!!!!!
এত সুন্দর হয়েছে!!!
আমি সত্যিই মুগ্ধ!!!!!
আর ধন্যবাদ তোমাকে কোনো কাজ না পেয়ে কাল ব্লগে ছাগল তাড়াচ্ছিলাম। ঠিক তক্ষুনি তুমি আমাকে নতুন আইডিয়া আর কাজ খুঁজে দিয়ে ধন্য করলে!!!!!
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ!!! লাভ ইউ ভাইয়ু!!!!
২৬ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:০১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ।
তোমার কাজের ফলাফলের অপেক্ষায় থাকলাম।
শুভেচ্ছা নিরন্তর।
৫| ২৬ শে জুন, ২০২৪ বিকাল ৪:৫৭
শায়মা বলেছেন: মিউজিক ভিডিও জুড়ে দিও গানের সাথে ওকে???
২৬ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:০২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ঠিক আছে।
আমি একটু ফ্রি হয়ে নিয়েই আমার গানগুলোর প্রফেশনাল মিউজিক ভিডিও বানাবো।
শুভেচ্ছা নিরন্তর।
৬| ২৭ শে জুন, ২০২৪ সকাল ১০:১৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার এই প্রতিভা সম্পর্কে আমি কিছুই জানতাম না। অসাধারণ।
২৭ শে জুন, ২০২৪ দুপুর ২:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সবই উপরওয়ালার ইচ্ছা, ভাই!!!
শুভেচ্ছা নিরন্তর।
৭| ২৭ শে জুন, ২০২৪ দুপুর ২:৫৭
শায়মা বলেছেন: ভাইয়া এমনেই হঠাৎ করে মানুষের জীবনের নানা দিক উন্মোচিত হয়ে যায়!!!
যেমন হঠাৎ আমরা জানিতেছি গায়ক ভাইয়াজানকে।
আমিও ভবিষ্যতের বিশাল গায়িকা হইবোক!!
২৭ শে জুন, ২০২৪ দুপুর ২:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হা, হা, হা!!!
গুড, গুড!
গায়কদের ভাত নেই!!!
তোমাকে মিউজিক কম্পোজার হত্যে হইবে!!!!
ধন্যবাদ নিরন্তর।
৮| ২৭ শে জুন, ২০২৪ বিকাল ৩:০৫
শায়মা বলেছেন: কম্পোজার হইতে হইবেক!!!
গেছি তাইলে আমার ছবি আঁকবে কে?? কবিতা লিখবে কে?? হাড়িপাতিল থুন্দল থুন্দল কিনে দেবে কে???
তুমি দেবে??
২৭ শে জুন, ২০২৪ বিকাল ৩:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ইয়ানী কে? এ, আর, রহমান কে?
কম্পোজার, তাই না????
ইনিগমা, ডিপ ফরেস্ট?????
ব্যান্ড হলেও, ওরা সংগ কম্পজিং করে বিখ্যাত।
তাই, বলছি, এই সাইডে শুধু ফুয়াদকে উইন করতে দিও না দেশে!!!! আমরা ইচ্ছা করলেই পারবো।
৯| ২৭ শে জুন, ২০২৪ বিকাল ৩:৩০
শায়মা বলেছেন: ঠিক ঠিক তাইলে তাহাই হইবেক!!!
২৭ শে জুন, ২০২৪ বিকাল ৫:১৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
থ্যাংকু!!! থ্যাংকু!!! থ্যাংকু!!!
©somewhere in net ltd.
১| ২৬ শে জুন, ২০২৪ দুপুর ১২:২৬
আলমগীর সরকার লিটন বলেছেন: শুনেছি চমৎকার হয়েছে কবি দা