নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
বাংলাদেশের ৩-জন নেতা উড়োজাহাজে চড়ে একটি শহর থেকে আরেকটি শহরে যাচ্ছিলেন। হঠাৎ করেই প্লেনের দরজা খুলে একজন নেতা টাকার ১টি বান্ডিল আকাশ থেকে নিচে ফেলে বললেন - "যাক, আজ একজন বাংলাদেশী মানুষের উপকার করলাম!! মনটা শান্তিতে ভরে গেলো!"
এই দেখে আরেকজন নেতা ২টি টাকার বান্ডিল নিচে ছুঁড়ে মারলেন। তারপরে, বললেন - "আমি ২-জন মানুষের উপকার করলাম। ডবল!"
প্লেনে আরেকজন এই দুইজনের চেয়েও বড় ধনবান নেতা ছিলেন। তিনি এইসব দেখে বললেন - "ফুহ! আমি এবারে ১০০-জন মানুষের উপকার করবো!" এই বলে যেই না তিনি ১০০টা বান্ডিল আকাশে ছুঁড়ে মারলেন, তা দেখে পাইলট রেগে-মেগে বললেন -
"চোরার দল! তোরা এখানে বসে টাকার গরম দেখাচ্ছিস! দাঁড়া, দেখাচ্ছি মজা! টাকার ঝাঁঝ নিচে গিয়ে দেখা!"
এই বলে পাইলট ৩ নেতাকেই নিচে ছুঁড়ে ফেলে দিলেন!
====================================
ঘটনাটা একটু প্যাথেটিক, কিন্তু, আমার মজা লেগেছে! ধন্যবাদ, প্রামানিক ভাইকে। তাঁর ছড়া দিয়েই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার দিয়ে গানটি বুনলাম!
১৩ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
উনি কে???
ধন্যবাদ।
২| ০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৭:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তবে এটা ঠিক কোটা আন্দোলনের আড়ালে সরকার বিরোধীরা সরকার পতনের জন্য প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে এবং দল নিরপেক্ষ ছাত্র আন্দোলনের নামের আড়ালে মূলত তাদের লোকজনেরাই আন্দোলন করছে।
দুর্ভাগ্যের সাধারণ জনগণ।
সরকার পক্ষ এটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেনি।
পারলে এটাকে 2018 সালেই শেষ করে দেওয়া যতো এবং এবছরও প্রথমদিকে শেষ করে দেওয়া সম্ভব ছিল।
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৮:৪৮
কাঁউটাল বলেছেন: