নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

বেকুব বা বোকা বাঙ্গালী হয়ে থাকা জীবনে দুর্ভোগ বাড়ায়

০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৯:০৮

বাঙ্গালীরা গাছের আগায় উঠিয়ে মই টেনে নিতে ওস্তাদ। অন্যের টাকা মেরে দিতে অনেক বেশি পারঙ্গম। আর, কথা দিয়ে কথা না রাখতে সিদ্ধহস্ত। ঝগড়া-ঝাটি বাঙ্গালীর পছন্দ বেশ! ল্যাং মারায় বাঙ্গালীদের চেয়ে সিদ্ধহস্ত আর কেউ নাই!

আমার ১৭ বছরের চাকরী আর ব্যবসায়িক জীবনে এরকম কথা অনেক শুনেছি! কিন্তু, একজন বাঙ্গালী হিসেবে আমি নিজে এইসব দোষে দোষী। তাই, কাকে আর দোষ দিবো! এটা আমার নসিবে লেখা, খন্ডাই কেমনে! আমি যেমন নিজে মানুষের সাথে এরকম ব্যবহার করেছি, নিজেও এর স্বীকার হায়েছি হাজারবার!

তাই, বাঙ্গালীকে বিশ্বাস করতে খুব কষ্ট হ্য়। ঠিক তেমনি, আমি এমন ব্যবহার করি যাতে অন্য মানুষ আমাকে তেমনটা ভাবে। কিন্তু, আমি জানি, বাঙ্গালী একদিন ঘুরে দাঁড়াবে!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:১৮

নয়া পাঠক বলেছেন: বাঙ্গালী অবশ্যই ঘুরে দাড়াবে, কিন্তু প্রথমে তাদের শিক্ষিত করতে হবে নৈতিকতা বোধে, বিবেক জাগ্রত করতে হবে তাদের আর তার নির্দেশনা সবক্ষেত্রে মেনে চলার অভ্যাস করতে হবে, তবেই আমাদের পরিবর্তন হবে।

২| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪৪

ঊণকৌটী বলেছেন: ১৭ বছরের চাকরী আর ব্যবসায়িক জীবনে এরকম কথা অনেক শুনেছি, হুম মাত্র 17 বছর চাকরি আর ব্যবসা করে আপনি বিলিয়নর হয়েছেন তা ঠিকই আছে আপনাদের মতো taout badpar মানুষ বাংলাদেশে কোটি কোটি, ও আপনিতো আবার বিলিয়নর কত গরিব কত কোটি পতির মাথা ভেঙে এই জায়গায় এসেছেন, এখন আবার ব্লগে এসে নীতিমালা যারছেন,যতক্ষণ না ছাত্ররা আপনাদের মতো সুবিধাভোগি মানুষের চামড়া ছিলে দিচ্ছে ততক্ষণ দেশে আপনাদের মতো চোর দের রাজত্বই চলবে কারণ আপনারা সর্ব আমলে ছিলেন আছেন এবং থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.