নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

১০০ বছর বেঁচে থেকে কি লাভ?

২০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:০২



বিজ্ঞানী এ,পি,জে আব্দুল কালামের বাসায় একটি শত বছর বয়সী অর্জুন গাছ আছে। একবার আবদুল কালাম গাছকে জিজ্ঞাসা করে বসেছিলেন – ‘ওহে গাছ! ১০০ বছর ধরে তোমার বেঁচে থাকার অর্থ কি? তোমার জীবনের কি কোন মানে আছে?’

গাছ তাঁকে উত্তর দিয়েছিলো – ‘আমার যা যা আছে, তা বিলিয়ে দেওয়াই আমার জীবনের মিশন। আমি শত বছর ধরে তোমাদের ফুল দিয়ে গিয়েছি, আমার কাছ থেকেই তুমি মধু আহরণ করো। আমার দেহেই হাজারো পাখীর জন্ম হয়। আর, আমি তোমার মতো তরুণদের মনে শতবর্ষ বেঁচে থাকার আগ্রহ জন্ম দিয়ে সুখী হই।''

সেজন্যেই হয়তো কবি কামিনী রায় লিখেছিলেন -

পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন-মন সকলি দাও,
তারচেয়ে সুখ কোথাও কি আছে?
আপনার কথা ভুলিয়া যাও।


তবে, এই হোক আমাদের জীবনের লক্ষ্য।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৭

ইফতেখার ভূইয়া বলেছেন: চেষ্টা করছি নিজের সীমাবদ্ধতা থেকে। তবে আরো কিছু করে যেতে চাই। ধন্যবাদ।

২০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনার কাজগুলো আশে-পাশের সবাইকে অনুপ্রাণিত করুক, এই কামনা করি।

ভালো থাকুন নিরন্তর।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১১

আমি সাজিদ বলেছেন: পুতিন রাশান বিজ্ঞানীদের ফোর্স করেছে লংজেভিটি বাড়ানোর মেডিসিন আবিষ্কারের জন্য। সিলিকন ভ্যালির অনেক ধনী এখন একশত বছর বাঁচতে চায়। আগামী বিশ বছরের মধ্যে স্টেম সেল থেরাপি আরও সহজলভ্য হবে। পারসোনালাইজড মেডিসিন জনপ্রিয় হবে। তবে এত দ্রুত অরগান ট্রান্সপ্লান্ট এ স্থায়ী সফলতা আসবে না।

আমার মাঝে মাঝে চিন্তা হয়, মানুষের আয়ু বাড়ানোর উপায় আবিষ্কার করার পর তা যদি ধনী আর স্বৈরাচারদের জন্য সহজলভ্য হয় তাহলে : পুতিন, কিম, মোহাম্মদ বিন সালমান সহ সব মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর রাজপরিবারের সদস্য, আফ্রিকার স্বৈরাচাররা, আমাদের মতো দেশের দেশের রাজনৈতিক দলের নেতারা এই সুযোগ নিবে। এইটা মোটেও ভালো নয়।

২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লংজেভিটি বাড়িয়ে ভালো কাজ করলেই হলো।

ধন্যবাদ নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.