নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

যেভাবে পেঁয়াজ ছাড়া মাংস ভূনা রান্না করবেন

১৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫



২০১২ সাল। আমি তখন ইংল্যান্ডে। সবে মাস্টার্স পাস করেছি। চাকরী সূত্রে লন্ডন ছেড়ে লেস্টারশায়ারের লাফবরো এসে বসবাস শুরু। যখনকার কথা বলছি তা আজ থেকে প্রায় ১২ বছর আগের ঘটনা। যারা প্রবাসে থাকেন, তাঁদের প্রায় সবাইকেই রান্না জিনিসটার সাথে পরিচয় থাকতে হয়। আমারও পরিচয় হয়ে গিয়েছে ইতিমধ্যে।

যাহোক, কোন একদিন একটা বিশেষ কারণে সিদ্ধান্ত নিলাম যে, পেঁয়াজ ছাড়া মাংস ভূনা বা অন্য তরকারী রান্না করবো। যেই বলা সে-ই কাজ। রান্নার সময় আসতেই শুরু করে দিলাম যোগাড়-যন্ত্র।

এখানে বলে রাখি, ইংল্যান্ডের মানুষ খুব কমই 'রেড মিট' বা গরুর মাংস খায়। এর বদলে ল্যাম্ব বা ভেড়ার মাংস বেশ জনপ্রিয়। আমরাও খেতাম। ভালো করে রান্না করতে পারলে, ল্যাম্বের ভূনা বা ল্যাম্ব রোস্টের চেয়ে উপাদেয় তরকারী আর আছে কিনা আমার জানা নেই!

ঐদিন কি বার ছিলো মনে নেই। তবে, সময়টা দুপুরের খাবারের আগে। ১ কেজি ল্যাম্বের মাংস বাজার থেকেই ছোট করে কেটে নিয়ে এলাম। মাংস ভালো করে ধুয়ে তাতে তেঁতুলের রস মেখে কিছুক্ষণ অপেক্ষা করতে হলো।


যা যা লাগবেঃ

১ কেজি মাংস
রসুনের পেস্ট
মরিচের গুড়া
হলুদের গুড়া
জিরা গুড়া
ধনিয়া গুড়া
লবণ
টমেটো
আমের আচার
ধনে পাতা কুঁচি




প্রস্তুত প্রণালীঃ

চুলায় বড় একটা ডেকচি চাপিয়ে তাতে অল্প আঁচে আগুন দিয়ে পরিমাণমত তেল দিলাম। তেল একটু ফুটতে থাকতেই সব ভেড়ার মাংস একসাথে তেলের উপর চাপিয়ে দিতে হয়।

তারপর, মাংসের উপর প্রথমে ২ চামচ করে রসুনের পেস্ট, মরিচের গুড়া, ১ চামচ হলুদের গুড়া, ধনিয়া গুড়া, জিরা গুড়া এবং সবার শেষে পরিমাণ বুঝে লবণ দিয়ে দিলাম। এখানে বলে রাখি, মাংস তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্যে মাংসের তিন পাশে তিন টুকরো টমেটো দিয়ে দিতে হবে। এরপর, ডেকচিটি ঢেকে দিতে হবে।

১৫-২০ মিনিট পর, সব মসলা যখন গলে যাবে, তখন মাংসের চারপাশে নেড়ে দিবেন। এর কিছুক্ষণ (১-২ মিনিট) পর, পরিমাণ মতো পানি দিয়ে আমের আচারের ৪ টুকরো ও কিছু মসলা দিয়ে আবার ৫ মিনিটের জন্যে ডেকচি ঢেকে দিতে হবে।

মাংস যখন শুকিয়ে আসবে, তখন ধনে পাতা কুঁচি দিয়ে মাংসের উপর ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। ব্যস, রান্না হয়ে গেলো ল্যাম্বের কারী!

একই প্রণালী আপনি গরুর মাংসের উপরও প্রয়োগ করতে পারেন। রান্না যে সুস্বাদু হবে, তা আমি বলে দিতে পারি। আর, মুরগী'র মাংস কিভাবে পেঁয়াজ ছাড়া রান্না করতে হয়, তা পরে আরেক দিন জানাবো।

রান্না ভালো হলে, আমাকে জানাবেন আশা করি।


ছবিঃ প্রতীকী, ইউটিউব

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:০১

সোনাগাজী বলেছেন:



যদি সব মসলাই দিলেন, পেঁয়াজ দিলে ক্ষতি কি?

১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি একটা জায়গায় পড়েছিলাম মহানবী (সাঁ) পেঁয়াজ পছন্দ করতেন না। তাই, হঠাৎ করেই পেঁয়াজ খাওয়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।

ধন্যবাদ নিরন্তর।

২| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২৬

প্রামানিক বলেছেন: ভারতের অনেক হিন্দু পেয়াজ রসুন ছাড়া মাংস খায়।

১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



জী, গুরু। কোথায় যেন শুনেছিলাম।

ধন্যবাদ নিরন্তর।

৩| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:১১

সৈয়দ কুতুব বলেছেন: নিজে কি রান্না পারেন?

১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সব কিছু রান্না করতে পারি না। বিশেষ করে মাছ। মাছ রান্না করা খুব কঠিন কাজ। গন্ধ রয়ে যায়।

আমি খুব ভালো খিচুরি, মাংস ভুনা আর ঘি দিয়ে ডাল রান্না করতে পারি। :)

শুভেচ্ছা নিরন্তর

৪| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন:




মোটমোটি সব রান্না পারেন?
সুজির হালুয়া, ছোলা বুটের ডালের হালুয়া, গাজরের হালুয়া, চালের রুটি?


ছোলা বুটের ডালের হালুয়া আর চালের রুটি আমার খুবই প্রিয়। শবে বরাতে দূর দূরান্ত থেকে আমার কাছে এই দুইটি খাবার আসে।


১৯ শে নভেম্বর, ২০২৪ ভোর ৫:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমি শসা দিয়ে ডিম ভাজি করতে পারি।

ডালের হালুয়া আমারও খুবই প্রিয়।

ধন্যবাদ নিরন্তর।

৫| ১৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এভাবে রান্না করলে পেঁয়াজের দাম অবশ্যই কমে যাবে।

১৯ শে নভেম্বর, ২০২৪ ভোর ৫:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সম্ভাবনা আছে।

ধন্যবাদ নিরন্তর।

৬| ১৭ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৪

পুরানমানব বলেছেন:
ব্লগের স্বীকৃত লেখাচোর এবং মিথ্যুক রাজীবনুর বেশ কয়েকদিন আগে তাহার জীবনের ঘটনা বর্ণনা করিতে যাইয়া আরবের ফাতিমা নামক এক নারীর অসৎ চরিত্র লইয়া আলোকপাত করেন। সেখানে তিনি বলিয়াছিলেন ফাতিমা ধোনি নারী এবং রাজীব নূর কে সহবাসের আমন্ত্রণ করিয়াছিল।
আজকে তাহার একখানা লেখায় ১০ নম্বর পয়েন্টে একই ঘটনার পুনরাবৃত্তি করিয়া লিখিয়াছেন ফাতিমা বেদুইন নারী এবং পতিতা।
একই নারীকে লইয়া দুইরকম বানোয়াট কাহিনী লেখার মূল উদ্দেশ্য হইল ফাতিমা নাম ব্যবহার করিয়া ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়ানো। তাহার পোস্ট এ প্রমান সহ ধরিয়া দিলে সাথে সাথে মন্তব্য মুছিয়া দিয়াছে।
ইহা তাহার আজিকের লেখা।

১৯ শে নভেম্বর, ২০২৪ ভোর ৫:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আপনি কি রাজীব ভাইয়ের মনের কথা পড়তে পারছেন?

খোদা কি আপনাকে সেই ক্ষমতা দিয়েছেন? জানাবেন আশা করি।

আপনার প্রশ্ন স্পষ্ট করে লিখুন। আমি রাজীব ভাইকে জিজ্ঞাসা করবো।

আর, রাজীব ভাই যদি বেগানা নারীর কুপ্রস্তাব উপেক্ষা করে থাকেন, তাহলে তিনি হাশরের দিন আল্লাহ্‌র আরসের ছায়ায় থাকবেন। এটা জানেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.