নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
চোখে চোখে অশ্রু, হৃদয়ে ব্যথার সুর,
মাটির তলে শোয়ানো শত আবু সাঈদদের নূর।
তোমাদের রক্তে লেখা স্বাধীনতার গান,
আলো জ্বালিয়েছে পথ, দিয়েছে নতুন প্রাণ।
আবু সাঈদদের শপথ, আমরা থামবো না,
তোমাদের স্বপ্ন পূরণ হবেই এই মন বলছে যা।
তোমাদের স্মরণে, প্রজন্মের শপথ,
আমাদের পথ এগিয়ে চলবেই অবিরত।
তোমাদের ত্যাগে জন্মেছে নতুন আলো,
অন্যায়ের দেয়াল ভেঙেছে, ফিরেছে ভালো।
প্রজন্মের আশা তোমাদেরই গল্প,
তোমাদের জীবনের শপথ রাখব চিরকাল ধরে।
আবু সাঈদদের শপথ, আমরা থামবো না,
তোমাদের স্বপ্ন পূরণ হবেই এই মন বলছে যা।
তোমাদের স্মরণে, প্রজন্মের শপথ,
আমাদের পথ এগিয়ে চলবেই অবিরত।
০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, রাজীব ভাই। শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।