নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

জাতীয় ঐক্যের ডাক ব্যর্থ হলে প্রধান উপদেষ্টার চলে যাওয়া উচিৎ হবে

০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৪৫


.
জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা। ডঃ ইউনুসের জাতীয় ঐক্যের ডাকে বড় রাজনৈতিক দলগুলো সাড়া দিবে কি না বুঝা যাচ্ছে না। বড় দল বলতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বুঝিয়েছি।

এখন, রাষ্ট্রের প্রয়োজনে প্রধান উপদেষ্টার এই ডাকে প্রধান রাজনৈতিক দলটি যদি সাড়া না দেয়, উপদেষ্টামন্ডলীর উচিৎ রাষ্ট্রীয় ক্ষমতা ছাত্রদের হাতে ফিরিয়ে দিয়ে সরে যাওয়া। এতে হয়তো দেশ সাময়িক ভাবে ক্ষতিগ্রস্ত হবে, লুকিয়ে থাকা ও চাপে পড়া আওয়ামী লিগ সমর্থকেরা হয়তো বেরিয়ে এসে দেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিবে, কিন্তু, উপদেষ্টারা নিজেদের সম্মান বাঁচাতে সক্ষম হবেন।

প্রধান উপদেষ্টা আগেই বলেছেন, তাঁর কথা না শুনলে তাঁকে চলে যেতে দিতে হবে। তাঁর একটা সম্মান আছে। বাংলাদেশ তাঁকে না চাইলে, সারা পৃথিবী আছে। থ্রি জিরো কনসেপ্ট দিয়ে তিনি আবারো সারা পৃথিবীর ভালো করতে পারবেন। হয়তো আরেকটি নোবেল প্রাইজও পাবেন।

এখন, কোর্টের বল আমাদের বড় রাজনৈতিক দলের কাছে। তারা বাংলাদেশের ভালো চান কি না দেখার অপেক্ষায় থাকলাম।





মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: ড. ইউনূস এখন চলে গেলে দেশ সংকটে পড়বে!

০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



উনি সারা পৃথিবীর জন্যে একটি সম্পদ।

তাছাড়া, উনার বয়স হয়েছে।

আমি তাঁকে ক্ষমতালিপ্সুদের আশে-পাশেও দেখতে চাই না।

ধন্যবাদ।

২| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫৩

কাঁউটাল বলেছেন: বিএনপির চাঘলরা, হুঁশিয়ার সাবধান

০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি কি ভেড়ার চামড়া পড়ে থাকা নেকড়ে?

৩| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিএনপি ক্ষমতা চায়। ভারত ও আওয়ামী লীগও এখন বিএনপিকে ক্ষমতায় চায়। এর মাধ্যমে তারা কিছু ফায়দা হাসিল করতে চায়। বিএনপির পরের টারমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরতে চায়।

০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



বিএনপি দেশের ভালো না বুঝলে দেশ ছাত্রদের হাতে দিয়ে দেওয়াই ভালো হবে।

ধন্যবাদ নিরন্তর।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১২

জেনারেশন৭১ বলেছেন:



উনার উপর মানুষের বিশ্বাস কম; উনার কোন ডাক কাজ দিবে বলে মনে হয় না।

০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



তাহলে তিনি ঠিকই আমাদের রেখে চলে যাবেন।

এটা দেশের জন্যে ক্ষতিকর হবে।

ধন্যবাদ নিরন্তর।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩১

কাঁউটাল বলেছেন: লেখক বলেছেন: আপনি কি ভেড়ার চামড়া পড়ে থাকা নেকড়ে?

আমি কুকুরের চামড়া পড়ে থাকা কাঁউটাল

০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



তাহলে, আপনার নিক কাউটাল কেন!!! সবাই মনে করছে - 'কাউয়া-টাল'!!!

নিক চেঞ্জ করুন।

নতুন নিক রাখুন - কুকুরটাল।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫২

কাঁউটাল বলেছেন: হে হে

৭| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৫

কাঁউটাল বলেছেন:





ভুক্কুর কুক্কুর
কুক্কুর ভুক্কুর
কুকুরুর ভুকুরুর
ভুকারুর কুকারুর
কুকারুর ভুকারুর
ভুক্কার কুক্কার
কুক্কার ভুক্কার
ভুকার কুকার
কুকার ভুকার

৮| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৯

আদিত্য ০১ বলেছেন: ইউনুস সাহেব মনে হয় না সফল হবেন, উনি যাদের আস্থা রেখেছিলেন তারা আসলে ধর্মীয় উস্কানী, ডেইলী স্টার প্রথম আলোতে হামলা, অতিরঞ্জিত ভারত বিরোধী অহেতুক কাজ কাম, মব ভায়োলেন্স, বিচরকের ওপর হামলা বা আদালতে হামলা, এমন অনেক যগাখিচুড়ি কাজ করেই যাচ্ছে, এগুলা করছে তাও আরকে ধর্মের সোশাল ইনফ্লুয়েঞ্জার ভিডিও দেখে

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:৫৩

ক্লোন রাফা বলেছেন: আপনার খুব উচ্চ ধারণা, ড.ইঊনু সম্পর্কে । ভালো,এরকম ধারনা থাকাটা খারাপ কিছু নয়।তা না হোলে আদর্শ উদাহরণ দেওয়ার মত কোন মানুষই পাবেনা বর্তমান প্রজন্ম!
উনি কি আসলেই একজন আদর্শ দেশপ্রেমিক মানুষ ‼️ আমার মোটেই তেমন মনে হয়নি। উনি ক্ষমতা গ্রহণ করেছিলেন মুলত আমেরিকার বাইডেন সরকারের ভরসা করে। তার ধারনা আমেরিকা তাদের স্বার্থে তার সময়টা দীর্ঘায়িত করতে সাহায‍্য করবে‼️শুধু সেই কারনেই ক্ষমতায় বসে তার বিরুদ্ধে সকল মামলা প্রত‍্যাহার করেছে। আইনি প্রক্রিয়া পরিলক্ষিত হয় নাই! ৬ হাজার ৬শত ট‍্যাক্স ফাঁকি মাফ করিয়ে নিয়েছেন! এবং আগামী ৫ বছর কোন ট‍্যাক্স দিতে হবেনা তাঁর প্রতিষ্ঠান কে।

বাংলাদেশের জাতিয় সংকটে তার কোন অবদান আছে কি⁉️

ধন‍্যবাদ॥

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কারো যদি বিন্দু পরিমান দেশপ্রেম থাকে তাকে অবশ্যই জাতীয় ঐক্যের ডাকে সারা দিতে হবে নয়তো দেশ রসাতলে যাবে।

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: জাতীয় ঐক্য সফল হলে দেশের জন্য ভালো হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.