নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগ যা করেছে অন্তবর্তীকালীন সরকারকে তার উল্টোটা করতে হবে

০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১০

.
.

ডঃ মুহাম্মদ ইউনূস সব সময় ট্রেডিশনাল ধারা থেকে ভিন্ন কিছু করার চেষ্টা করেছেন, এবং সফলও হয়েছেন। সেজন্যে, দেশের প্রধান ব্যক্তি হিসেবে বৈষম্যবিরোধী আন্দোলনের ফলাফল ধরে রাখতে আমাদের দেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে আওয়ামী লীগ যা করেছে তার উল্টোটা করতে হবে। তাহলে তিনি রাজনীতিতেও সফল হবেন।

আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে বিএনপি এবং জামায়াতে ইসলামী দল দুইটিকে নিজেদের শত্রু মনে করতো। ডঃ ইউনূসের সরকারকে এই রাজনৈতিক দলগুলোকে কাছে টেনে নিতে হবে। ভারত সরকারকে আওয়ামী লীগ তাদের বন্ধু মনে করতো। ডঃ ইউনূসের সরকারকে অবশ্যই ঐ দেশটিকে দূরে ঠেলে দিতে হবে। আওয়ামী সরকার আমেরিকা ও পাকিস্তানকে শত্রু দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলো। আমাদের বর্তমান সরকারকে এই দুটি দেশকে বন্ধু বানাতে হবে।

এভাবে বাংলাদেশের ভিতরেও একই নীতি গ্রহণ করতে হবে। আওয়ামী লীগ সরকার যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান ও নেতাকে শত্রু বানিয়েছিল, তাদেরকে বন্ধু বানাতে হবে। এবং, ফেসিস্ট সরকারের বন্ধুকে শত্রু বানানো প্রয়োজন।

এভাবেই চলতে থাকুক। দেশকে ৪০ বছরের পুরনো ব্যর্থ রাজনৈতিক নীতি থেকে বের করে নিয়ে এসে সঠিক পথে এগিয়ে নিতে এরকম পদক্ষেপ পরীক্ষামূলক ভাবে চলতে থাকুক। অন্ততঁ কিছু সময়ের জন্যে।



মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:২১

বাকপ্রবাস বলেছেন: নিজের চাইতে বাইরের দেশের প্রভাব বেশী সমস্যা

০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমাদের দেশে বাইরের দেশের প্রভাব নেই।

ধন্যবাদ।

২| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এমনটাই হয়ে থাকে। এটা সামগ্রিক প্রকৃতির প্রতিদান।

০৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমিও এটাকে ঠিক মনে করি।

ধন্যবাদ।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩১

নান্দাইলের ইউনুছ বলেছেন:


তিনি যেটা করছেন সেটা হচ্ছে যার তার নামে হত্যা মামলা দিচ্ছেন।
এই ইনুছী মামলা হয়রানি ছাড়া আর কিছুই না।

০৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



উনি কিছু করছেন না।

মামলাগুলো অটো হচ্ছে। পাপের ফলাফল।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩৭

নান্দাইলের ইউনুছ বলেছেন:



কোন বার্তা ফার্তা নয় যুদ্ধ ঘোষণা করুন। কিসের এতো মিছিল। ডাইরেক্ট অ্যাতশনে চলে যান। হয় শহীদ নয়তে গাজী। মাঝখানে থাকার কোন সুযোগ নেই।

০৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




মিটিং - মিছিল গণতান্ত্রিক অধিকার।

কিন্তু, দূর্নীতিবাজদের জন্যে মিটিং মিছিল করার সুবিধা বন্ধ করা উচিৎ।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২১

মেঘনা বলেছেন: হাসিনার আমলের ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছে এখন তাহলে ইউনুস আমলে সংখ্যাগুরুদের নির্যাতিত হওয়ার পালা ।... কন ঠিক কি না..কন।

০৭ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভুল বলেছেন।

হাসিনার আমলের যদি ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত হয়ে থাকে, এখন, নির্যাতিত হবে না।

৬| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

রাজীব নুর বলেছেন: অন্তবর্তী সরকার অনভিজ্ঞ। এরা দায়িত্ব নিয়েছে প্রায় চার মাস হয়ে গেলো। কিন্তু ভালো কিছু করে দেখাতে পারেনি। সস্তা ও অতি সাধারন বিষয় নিয়ে তারা সময় অপচয় করছে। যেমন পলিথিন নিষিদ্ধ করন, আওয়ামীলীগের নেতা কর্মীদের গ্রেফতার, দেশ থেকে শেখ হাসিনা, শেখ মুজিবের নাম চিরতরে মুছে দিতে ব্যস্ত, সরকারি ছুটির তালিকা ইত্যাদি ফালতু কাজ নিয়ে তারা ব্যস্ত।

০৮ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




অরাজনৈতিক ব্যক্তিদের রাজনীতি শিখতে সময় লাগার কথা।

ধন্যবাদ নিরন্তর।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮

প্রামানিক বলেছেন: গুতাগুতির ঠেলায় অন্তর্বর্তি সরকারের টিকে থাকাই কষ্ট হচ্ছে।

০৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



গুঁতাগুঁতি ভালো কাজ নয়।

ধন্যবাদ নিরন্তর।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪১

জেনারেশন৭১ বলেছেন:



উনি পদ পেয়েছেন আমেরিকান দুতাবাস থেকে, উনি তাদের কথানুসারে চলছেন।

০৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



বাংলাদেশে অন্য কোন দেশের প্রভাব নেই এখন।

ধন্যবাদ নিরন্তর।

৯| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১২

মোহামমদ কামরুজজামান বলেছেন: জাতি হিসাবে আমরা বড়ই আনপ্রেডিক্টেবল আবার ধৈর্য্যহীনও বটে।

যখন সুযোগ পাই তখন একমুহুর্তও ধৈর্য্য ধরতে রাজী নই আবার ঠেলায় পড়লে একযুগও কিছু না বলে বালিতে মুখ গুজে থাকি।

অর্ন্তবর্তি সরকার তথা ডাঃ ইউনুস কিছু করার চেষ্টা করছেন তবে আমাদের অস্থির গুতাগুতিতে কতটুকু করতে পারবেন - তাই দেখার বিষয়।

০৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




গুঁতাগুঁতি খারাপ উদাহরণের সৃষ্টি করে।

ধন্যবাদ নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.