নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

কনসার্ট থেকে আয় আহতদের জন্যে খরচ হচ্ছে

২৬ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৮

.
...
.....গত কয়েক দিনে কয়েকটি বড় বড় কনসার্ট দেশে হয়ে গেলো। কনসার্ট থেকে আসা আয় আহতদের জন্যে খরচ হচ্ছে। এটা খুবই ভালো সিদ্ধান্ত। যদিও সচিবালয়ে লাগা আগুন এই ভালো কাজকে ম্লান করে দেওয়ার চেষ্টা আমাকে দুঃখ দিয়েছে।

..........দেশের পরিস্থিতি নিয়ে কয়েক দিন আগে এক বন্ধুর সাথে তুমুল ঝগড়া করেছি। অনেক অনেক দিন পরে কোন বন্ধুর দিকে তর্জনি তাক করে ঝগড়া করেছি। বলেছি, দেশ ছেড়ে চলে যাবো।

...............গত আন্দোলনে যতোটুকু পারি, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম। আমি কখনো ভাবিনি ব্যারিস্টার সুমন ভাই এভাবে আমাকে ঠক খাওয়াবেন। খোদার অশেষ দয়া, আওয়ামী ছায়া থেকে বের হতে পেরেছি। এটা আমার এই বছরের সবচেয়ে বড় এচিভমেন্ট।

....................ছাত্রদের উপর ছোঁড়া প্রতিটি গুলির হিসাব এখনো পাওয়া হয় নাই। আমার ট্যাক্সের টাকা দিয়ে কেনা প্রতিটি গুলির হিসাব পাওয়া দরকার। নাহলে, খোদা আমাকে ক্ষমা করবেন না। আমার উকিল বলেছেন, এই প্রসঙ্গে রিট করতে হলে আগে এন,বি,আর,-কে চিঠি লিখতে হবে। তারপরে, অর্থ মন্ত্রণালয়ে। এত্তো ভেজাল!!!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৮

সৈয়দ কুতুব বলেছেন: দেশ ছেড়ে চলে যেতে পারলে এটাই সবচেয়ে বড়ো এচিভমেন্ট!

২| ২৬ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০০

কামাল১৮ বলেছেন: অনেক অস্ত্র গুলি পাকিদের কাছথেকে এসেছে।তার হিসাব কিভাবে করবে।এই কথা বলে এক উপদেষ্টার চাকরি নট।অন্য যায়গায় বদলি।কার নির্দেশে বদলি।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২৬

এ পথের পথিক বলেছেন: আবার সেই উক্তি প্রচার করুনঃ "আপনি মানুষ নাকি আওয়ামীলীগ" ।
হাসি, তামাশা,তাচ্ছিল্যে, রাগে এই বাক্য লিখুন বলুন আওয়ামী দের লজ্জায় ফেলুন ।
আমরা দেখেছি প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি, আমরা ২/১ যদি এভাবে আওয়াজ তুলি একসময় তারা লজ্জায় পড়বে ইনশাআল্লাহ্‌ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.