নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

সামুর নতুন মডারেটরদের কাজ কি?

১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:১৫

সামুতে মডারেটররা ভালো কিছু উপহার দিতে পারছেন কি? তারা কি যোগ্যতাবলে এই পদপ্রাপ্ত হোন? আমার কাছে প্রশ্নগুলো বেশ ধোয়াশা পূর্ণ। কাভা ভাই থাকা কালে আমি এই ধরনের প্রশ্ন করি নাই। কারণ, সেই সময়ে মডারেটরদের নূন্যতম একটা মান ধরে রাখা হয়েছিলো। এখন সেই মানটা চোখে পড়ছে না।

জানা আপুর অনুপস্থিতির সুযোগ নিয়ে নতুন মডারইতররা কুব্লগার =জনারণ্যে একজন=-এর মতো ব্লগারদের দিয়ে যা ইচ্ছা তা-ই করাচ্ছে। স্পষ্ট বুঝা যাচ্ছে, নতুন মডারেটরদের ছত্রছায়ায় ব্লগে এদের মতো বাংগালীদের দিয়ে ব্যক্তি আক্রমন করা হচ্ছে।

আমি এই ব্লগে ৭ বছর ধরে আছি। এই ব্লগ যখন এড না পেয়ে ধুকছিল, আমি ব্লগে নিজের গাটের পয়সা খরচ করে এড দিয়েছি। নতুন মডারেটরদের এইগুলো জানা উচিৎ। তাই, কাউকে অপমান করানোর আগে বুঝে করবেন।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৬

শায়মা বলেছেন: হায় হায় কাভা ভাইয়ু কি মডারেটর নাই নাকি!!!

এমন খবর কে দিলো ভাইয়ু!!!!!

কাভাভাইয়া নিজে বলেছেন!!!!!!!!! :||

১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ব্লগে কুব্লগারদের দৌরাত্ম্য দেখে অনেক কিছু বুঝা যায়।

ভালো থাকুন।

২| ১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪২

ক্লোন রাফা বলেছেন: are you sure kava is no more

১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



কাভা ভাইয়ের সময়ে ব্লগে নূন্যতম একটা মান ছিলো। এভাবে ব্যক্তি আক্রমণ হলে ব্যবস্থা নেওয়া হতো।

এখন হচ্ছে না।

ধন্যবাদ।

৩| ১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৫১

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ ব্লগকে টিকিয়ে রাখার জন্য। এড কিভাবে দিতে হয়? আমিও ককন্ট্রিবিউট করবো।

৪| ১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৫৫

শায়মা বলেছেন: ওহ তোমার ধারনা তাহলে এইটা।
আমি এখনও জানি কাভাভাইয়া মডারেটরই আছেন।

অবশ্য ভাইয়া কাউকে যদি বলে থাকেন যে এখন আর তিনি মডারেটর না তাহলে অন্য কথা।

৫| ১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৫৮

ক্লোন রাফা বলেছেন: সেটাই,শায়মা'র কমেন্টের সাথে একমত আমি।

৬| ১০ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:



সৌদি বসে মুসলিম উম্মাহ বাদ দিয়ে, সামু মডারেশন নিয়ে ভেবেছেন, ভালো।

৭| ১০ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: শায়মা আপুর কাছে নালিশ করলে উনি একশন নিবেন। উনি খুব ভালো মানুষ। উনি হলেন সকল মডারেটরের আম্মা। নিজের স্বার্থ জড়িত না থাকলে ভালো বিচার করেন।

৮| ১০ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: ভাই, আম্রে মডু বানায় দেন। আপনার কথা মতো ব্লগ চালামু!

৯| ১০ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩

রাজীব নুর বলেছেন: আপনার সাথে আমি একমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.