নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
২৮ ডিসেম্বর, ২০২৪ সাল। রাত বেজে ৯টা কি সাড়ে ৯টা। ঢাকায় লালমাটিয়ায় আমার বাসার বেডরুমে বসে আছি। বিবিজানকে কথা দিয়েছিলাম, এবারের নিউ ইয়ার সেলিব্রেশন শ্রীলংকা বা মালদ্বীপে করবো। সব পরিকল্পনা রেডি। ট্রেভেল এজেন্সী ফাইনাল কনফার্মেশনের জন্যে ফোন দিয়েছে। আমি টাকা কিভাবে পাঠাবো সেটা নিয়ে কথা চলছে।
সেই সময়েই, হঠাৎ, মাথায় এলো, এবারের নিউ ইয়ার সেলিব্রেশনটা আল্লাহ্র ঘরে করবো! আমি আগে কখনো আল্লাহ্র ঘরে যাই নাই। দুই বছর আগে সব কিছু ঠিকঠাক, তারপরও, উমরাহ-তে যাওয়া হয়নি। খোদার অনুমতি ছিলো না, হয়তো সেই জন্যেই যাওয়া হয় নাই। আর, এখন এত্তো টাকা খরচ কওরে ফূর্তি করতে যাবো, আর আল্লাহ্র ঘর দেখবো না!!! এ কেমন কথা!
আমি চুপিসারে সবার অগোচরে ট্র্যাভেল এজেন্সীকে আমার ইচ্ছার কথা জানাতেই, তারা আঁতকে উঠলো। এই সময়ে সব কিছু ঠিক ঠাক করতে তো সব কিছু ডাবল দামে করতে হবে। আমি তাঁদেরকে তবু অগ্রসর হবার জন্যে অনুরোধ করলাম।
শেষ পর্যন্ত, কুয়েত এয়ারলাইন্সের বিজনেস ক্লাসে আমি, আমার বিবিজান এবং আমার সাড়ে ৩ বছর বয়সী মেয়ে'র উমরাহে যাওয়ার বন্দোবস্ত করলেন তাঁরা। সব শুনে আমার মা খুবই খুশি হলেন। আমার স্ত্রী তো ওদিকে আনন্দে কাঁদো কাঁদো অবস্থা!
অবশেষে, ৩০ ডিসেম্বর তারিখ রাতের প্লেনে উঠে কুয়েত হয়ে সৌদি আরবের ৩১ তারিখ দুপুরে মক্কায় পৌঁছাই। ঐদিনই আমার ১ম উমরাহ পালন করি।
২| ১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:২৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: বিষয়টা বেশ ভালো হলো।
৩| ১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আল্লাহ আপনার ওমরাহ কবুল করুন।
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৯
এ পথের পথিক বলেছেন: আল্লাহ্ আপনাদের উমরাহ কবুল করুন । নিসন্দেহে আপনার মেয়ে বড়ই সৌভাগ্যবান যে এ বয়সেই আল্লাহর ঘর তাওয়াফ করার সুযোগ পেয়েছে ।
দোয়া করবেন আমাদের জন্য ।
আল্লাহ্ আমাদের তোমার ঘর তাওয়াফ করার সুযোগ করে দাও, আমাদের নেক আমল গুলো কবুল করে নাও, আমাদের পাপসমুহকে তুমি ক্ষমা করে দাও ।