নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

শ্রীলঙ্কা ও মালদ্বীপে নিউ ইয়ার পালনের পরিকল্পনা যেভাবে উমরাহ পালনের ইচ্ছায় বদলে গেলো

১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩৩



২৮ ডিসেম্বর, ২০২৪ সাল। রাত বেজে ৯টা কি সাড়ে ৯টা। ঢাকায় লালমাটিয়ায় আমার বাসার বেডরুমে বসে আছি। বিবিজানকে কথা দিয়েছিলাম, এবারের নিউ ইয়ার সেলিব্রেশন শ্রীলংকা বা মালদ্বীপে করবো। সব পরিকল্পনা রেডি। ট্রেভেল এজেন্সী ফাইনাল কনফার্মেশনের জন্যে ফোন দিয়েছে। আমি টাকা কিভাবে পাঠাবো সেটা নিয়ে কথা চলছে।

সেই সময়েই, হঠাৎ, মাথায় এলো, এবারের নিউ ইয়ার সেলিব্রেশনটা আল্লাহ্‌র ঘরে করবো! আমি আগে কখনো আল্লাহ্‌র ঘরে যাই নাই। দুই বছর আগে সব কিছু ঠিকঠাক, তারপরও, উমরাহ-তে যাওয়া হয়নি। খোদার অনুমতি ছিলো না, হয়তো সেই জন্যেই যাওয়া হয় নাই। আর, এখন এত্তো টাকা খরচ কওরে ফূর্তি করতে যাবো, আর আল্লাহ্‌র ঘর দেখবো না!!! এ কেমন কথা!

আমি চুপিসারে সবার অগোচরে ট্র্যাভেল এজেন্সীকে আমার ইচ্ছার কথা জানাতেই, তারা আঁতকে উঠলো। এই সময়ে সব কিছু ঠিক ঠাক করতে তো সব কিছু ডাবল দামে করতে হবে। আমি তাঁদেরকে তবু অগ্রসর হবার জন্যে অনুরোধ করলাম।

শেষ পর্যন্ত, কুয়েত এয়ারলাইন্সের বিজনেস ক্লাসে আমি, আমার বিবিজান এবং আমার সাড়ে ৩ বছর বয়সী মেয়ে'র উমরাহে যাওয়ার বন্দোবস্ত করলেন তাঁরা। সব শুনে আমার মা খুবই খুশি হলেন। আমার স্ত্রী তো ওদিকে আনন্দে কাঁদো কাঁদো অবস্থা!

অবশেষে, ৩০ ডিসেম্বর তারিখ রাতের প্লেনে উঠে কুয়েত হয়ে সৌদি আরবের ৩১ তারিখ দুপুরে মক্কায় পৌঁছাই। ঐদিনই আমার ১ম উমরাহ পালন করি।

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৯

এ পথের পথিক বলেছেন: আল্লাহ্‌ আপনাদের উমরাহ কবুল করুন । নিসন্দেহে আপনার মেয়ে বড়ই সৌভাগ্যবান যে এ বয়সেই আল্লাহর ঘর তাওয়াফ করার সুযোগ পেয়েছে ।
দোয়া করবেন আমাদের জন্য ।
আল্লাহ্‌ আমাদের তোমার ঘর তাওয়াফ করার সুযোগ করে দাও, আমাদের নেক আমল গুলো কবুল করে নাও, আমাদের পাপসমুহকে তুমি ক্ষমা করে দাও ।

১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমার মেয়ে তাওয়াফ করার পরে সাফা-মারওয়াতে সাঈ করেছে।

আমি আপনাদের জন্যে দোয়া করেছি।

বিশেষ করে জেনারেশন ৭১ ভাইয়ের জন্যে তওয়াফের সময়ে দোয়া করেছি।

শুভেচ্ছা নিরন্তর।

২| ১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিষয়টা বেশ ভালো হলো।

১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



এভাবে মন বদলে যাবে আমরা কেউ ভাবিনি!!!

মনে থেকে সব চিন্তা দূর হয়েছে।

শুভেচ্ছা নিরন্তর।

৩| ১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আল্লাহ আপনার ওমরাহ কবুল করুন।

১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমিন।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:২৬

ইফতেখার ভূইয়া বলেছেন: অসাধারণ একটা কাজ করেছেন। আমার মা'কে ওমরাহ করার ইচ্ছে প্রকাশ করেছেন, তাকে পাঠাবো কিন্তু তেমন কাউকে পাচ্ছি না যার সাথে মা-ও যেতে পারেন। এই বয়সে মা-কে একা পাঠানোটা ঠিক নিরাপদ মনে হচ্ছে না। বয়স হয়েছে কিছুটা। মা-র পর ইচ্ছে আছে আমিও কাজটা সেরে আসবো। মহান রাব্বুল আলামিন আপনার ওমরাহ কবুল করুন আর আমাকেও হজ্জ্বটা পালন করার তৈফিক দিন।

১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ধন্যবাদ।

মাকে নিয়ে তাড়াতাড়ি উমরাহ করে ফেলুন। তারপরে, হজ্জ।

আল্লাহ্‌ আপনার আশা পূরণ করুন, এই দোয়া করি।

শুভেচ্ছা নিরন্তর।

৫| ১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: আমাদের গ্রামে একটা কথা আছে, নিজের ইচ্ছায় ফকির হয়ে যাওয়া ভালো। অন্যের ইচ্ছায় বাদশা হওয়া ভালো না।
আমি খেয়াল করে দেখেছি, আপনি হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এবং সেই মোতাবেগ কাজ করেন।

ওমরা করেছেন। এটা একটা ভালো কাজ করেছেন। তবে আরো আগে আপনার ওমরা করা দরকার ছিলো।

১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমার কাছে মাঝে মাঝে ইলহাম আসে, ভাই। তখন সময় সময় অদ্ভুত কাজ করে ফেলি।

শুভেচ্ছা নিরন্তর।

৬| ১৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০০

জটিল ভাই বলেছেন:
মনে হয় এখন আপনার প্রোফাইলপিকটা বদলের সময় হয়েছে। যদিও আজকাল এসব বিষয়ে বললে উনারা গোষ্যা হন যে, আপনার ব্যক্তিগত বিষয়ে কথা বলার এখতিয়ার আমায় কে দিয়েছে? :(

১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি দিয়েছি। আপনি এই ব্যাপারে খোলাখুলি কথা বলায় আমি খুশি।

আমি এখন আর গিটার বাজাই না। তবে, বাদ্য বাজনা ইসলামে নিষিদ্ধ কিনা, এটা সম্পর্কে সন্দিহান। নবীজী'র অনুসারী অনেককেই গান করতে দেখি। সৈয়দ আব্দুল হাদি সাহেব।

শুভেচ্ছা নিরন্তর।

৭| ১৭ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৫:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



ইসলামে গান গাওয়া, ছবি তোলা এই সব হারাম।

১৭ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৬:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




বাংলাদেশীদের জন্যে ফতওয়া দেওয়া নিষিদ্ধ। ওনেক আগে থেকে।

৮| ১৭ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৫:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ছবিটা মুছে দিন।
গুনাহ হচ্ছে।

১৭ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৬:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমি জানতাম যে আপনি রেমিটেন্স যোদ্ধা।

ওমা!!! এখন দেখি মোল্লা!!!

৯| ১৮ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৪:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ধর্ম মানলে পুরোটাাই মানুন।
ইসলামে ছবি তোলা হারাম।
অথছ আপনি সমানে ছবি তুলে যাচ্ছেন।
এমনকি কাবা শরীফে গিয়েও ছবি তুলেছেন।
ই্হুদি নাছারাদের ফেসবুকে পোস্ট দিচ্ছেন।
পাপের মাত্রা বেড়ে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.