নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আরবের মেয়েরা আধুনিক

১৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৭



"যদি দূরের পথে যেতে হয়, তাহলে, দল বেধে চলো। আর, দ্রুত চলতে একলা চলো রে!!!" রফিকি'র এই কথাটা মাথায় ঘুরপাক খাচ্ছে। রফিকি হচ্ছে 'মুফাসাঃ দ্যা লায়ন কিং' মুভিটি'র একটি চরিত্র। তিনি একজন মেন্টর বেবুন। মুভিটি দেখে সবে হলের বাইরে বের হচ্ছি, হঠাৎ থিয়েটারের সৌদি নারী কর্মী জিজ্ঞাসা করলেন - "ওয়াজ দ্যা মুভি গুড?"

আমি একটু হকচকিয়ে গেলাম। সৌদিরা সাধারণত আরবী ভাষায় কথা বলতে সাচ্ছন্দ বোধ করে। এখানে আসার পরে যে দুটি অসুবিধার মাঝে পড়েছি, তার মাঝে এটি একটি। বুঝেছি, সৌদিতে চলতে হলে আরবি জানা লাগবে। এই যখন অবস্থা, তখন, ইংরেজীতে এমন প্রশ্নের সম্মুখীন হলে হকচকিয়ে যেতেই হয়! তার উপর অপরিচিত নারীদের সাথে কথা বলার সময়ে আমি একটু ভ্যাবাচেকা খেয়ে যাই!

একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, আরবের নারীদের চোখগুলো টান টানা। তার উপরে, তাঁরা কাজল ব্যবহার করেন। এতে তাঁদের অপূর্ব সুন্দর লাগে! স্লিম ফিগারের সেই নারী কর্মীর দিকে তাকিয়ে কথা বলতে আমি একটু অপ্রস্তুত হলাম।

মাটির দিকে তাকিয়ে হাতের বৃদ্ধাঙ্গুল উঁচিয়ে বললাম - 'ভেরি গুড! উই এনজয়েড ইট!!!"

আমি আর আর, আমার ভাই বাইরে কার পার্কিং-এ বেরুতেই দেখি একটি জীপ চালাচ্ছেন একজন নারী ড্রাইভার। এরকম বেশ কয়েক জায়গায় দেখেছি। আর, মক্কা-মদীনার দোকান আর ফুটপাথে তো সৌদি নারী ব্যবসায়ীদের ভিড়! সেদিন হাইল শহরে যে কয়েকটি রিক্রুটিং এজেন্সীতে গিয়েছি, সেগুলোর প্রত্যক্টিতে এডভাইজার পদে সৌদি নারীদের বসে থাকতে দেখেছি!

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কত জন!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৭

Ruhin বলেছেন: ১৯২০-৮০ পর্যন্ত আগে তো আরবে ফিলিস্তিন,মিশর,ইরাক, সিরিয়া, লেবানন, তিউনিসিয়া, কুয়েতে মিনি স্কার্ট একেবারে নরমাল ছিল। এখন তাও কনসার্ভেটিভ হ‌ইছে । আগে সৌদি আরব‌ও ১৯৭০ দশক পর্যন্ত অনেকটাই লিবারেল ছিল । আর আবার এখন হচ্ছে। আরবরা দক্ষিণ এশিয়ার মতো রক্ষনশীল নয়।

১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



মূল্যবান তথ্য সমৃদ্ধ কমেন্টের জন্যে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.