নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে আমার দেখা আমেরিকান এজেন্টের দল

১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:২৯

আমি ভ্রমে আছি। গত জুলাই মাসের আন্দোলন নিজ চোখে দেখেছি। তাতে আহতদের সেবা দিয়েছি। যাদেরকে জেলে ঢুকানো হয়েছিলো, তাঁদের সাথে কোর্ট হাজতে গিয়ে সরাসরি কথা বলেছি। আমি নিজের হাতে তাঁদের কাছে খাদ্য পৌঁছে দিয়েছি। আমার চোখের সামনে গুলি হয়েছে মিছিলকারীদের উপরে। আমার দেখা আন্দোলনকারীরা কি আমেরিকান এজেন্ট ছিলো? তাঁরা আমেরিকা থেকে কি এমন পেয়েছিলো যে, নিজের জীবন বাজি রেখে পুলিশের গুলির কাছে বুক পেতে দিয়েছিলো?

আচ্ছা শাইয়্যান, গ্রেফতারের হুমকি সত্ত্বেও যে শিহাবদের রাতেরবেলা ফোন করে সিলেট শহরে শেল্টার দিয়েছিলে, তাঁরা কি আমেরিকান এজেন্ট ছিলো? পুলিশের গুলি চলছে, এরমাঝে তুমি ফোন করলে এক আন্দোলনকারীকে সে কেমন আছে জানতে, সে কি আমেরিকান এজেন্ট ছিলো? তোমার লাইব্রেরীর কোওর্ডিনেটর, সৈয়দ আনোয়ার ভাই, যার মাথায় পুলিশের রাবার বুলেট লাগে, তিনি কি আমেরিকান এজেন্ট ছিলেন? পুলিশের হুমকির মুখেও যেসব আইনজীবী তোমার সাথে এক হয়ে আন্দোলনকারীদের ছাড়াতে গিয়েছিলেন, তাঁরাও কি এজেন্ট ছিলে্ন? যেসব আন্দোলনকারী মেয়েরা সিলেটের চৌহাট্টায় ছাত্রলীগের চাপাতির কোপ আর লাঠি ও ব্যাটের বাড়ি খেয়ে ডুকরে কেঁদে উঠেছিলো, তাঁরা কি আমেরিকান এজেন্ট ছিলো???!!! আসাদগেট আড়ং-এর সামনে যেসব আন্দোলনকারীকে পুলিশ চারদিক দিয়ে ঘিরে ধরেছিলো, তাঁরা সবাই কি আমেরিকান এজেন্ট ছিলো?

তাঁদের সবাইকেই মগজ ধোলাই করে আন্দোলনে নামিয়ে দিয়েছিলো আমেরিকান সরকার? যদি তা তাঁরা করে থাকতে পারে, বলতেই হয়, আমেরিকার কাছে মগজ ধোলাই করার অদৃশ্য মেশিন আছে! কি দরকার এমন এক মেশিনের বিরুদ্ধে গিয়ে!!!

আমেরিকানরা অনেক শক্তিশালী জাতি, তাঁদের বিরুদ্ধে কথা বলে লাভ নেই। জেনারেশন ৭১ ভাই-ই সঠিক!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আন্দোলন সফল হয়েছে আরমির কারণে। সেই আরমি আমেরিকার হয়ে কাজ করেছে বলে জেনারেশন ৭১ এর অভিযোগ। সম্ভবত আন্দোলন সফল না হলে তিনি খুশী হতেন।

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আর্মির ভূমিকা অবশ্যই আছে। তাঁরা নিরপেক্ষ ভূমিকা না নিলে লাশের বন্যা বয়ে যেতো।

কিন্তু, তাই বলে তিনি আর্মীকে আমেরিকার এজেন্ট বলবেন!!! আন্দোলনকারীদের গায়ে রাজনৈতিক তকমা লাগিয়ে আমেরিকান এমব্যাসির তাসের খেলা বানিয়ে দিবেন?

তাঁকে বুঝতে হবে, বিরোধী রাজনৈতিক দলগুলোও দেশপ্রেমিক। তাঁরা আন্দোলনে সহায়ক ভূমিকা রেখেছেন। সাহায্য করেছেন।

শুভেচ্ছা নিরন্তর।

২| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:১৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: জেনারেশন ৭১ হয়ত বাংলাদেশ ভারতের অংশ হয়ে গেলে খুশী হতেন।

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি ঠিক জানি না।

উনি হয়তো্ ভারতের অংশ হওয়ার জন্যে সেই সময়ে মুক্তিযুদ্ধ করেন নাই। দেশপ্রেমিক হিসেবেই করেছেন।

এখন মনোভাব বদলে যেতে পারে। য়াই এম নট শিওর।

শুভেচ্ছা নিরন্তর।

৩| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: এখন মনোভাব বদলে যেতে পারে। য়াই এম নট শিওর। তাঁর আচরণ সন্দেহ জনক।

৪| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:২২

ক্লোন রাফা বলেছেন: আপনার কি ধারনা আমেরিকানরা মাঠে নেমে দেখাবে আমরা তোমাদের সাথে আছি⁉️ যেখানে যা করার দরকার তাই করেছে তারা। আমরা মনে হয় পৃথিবীতে বিশ্বাসঘাতকতার জন্য বাঙালিদের কেনা সবচেয়ে সহজ!
সেই মীরজাফর থেকে , মোস্তাক, জিয়া,এরশাদ, ফখরুদ্দীন, মইনুদ্দিন এবং আজকের ইউনুস । একটু মিলিয়ে দেখুন’তো ধারাবাহিকতা আছে নাকি‼️
ধন্যবাদ॥

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.