নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে আমার দেখা আমেরিকান এজেন্টের দল

১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:২৯

আমি ভ্রমে আছি। গত জুলাই মাসের আন্দোলন নিজ চোখে দেখেছি। তাতে আহতদের সেবা দিয়েছি। যাদেরকে জেলে ঢুকানো হয়েছিলো, তাঁদের সাথে কোর্ট হাজতে গিয়ে সরাসরি কথা বলেছি। আমি নিজের হাতে তাঁদের কাছে খাদ্য পৌঁছে দিয়েছি। আমার চোখের সামনে গুলি হয়েছে মিছিলকারীদের উপরে। আমার দেখা আন্দোলনকারীরা কি আমেরিকান এজেন্ট ছিলো? তাঁরা আমেরিকা থেকে কি এমন পেয়েছিলো যে, নিজের জীবন বাজি রেখে পুলিশের গুলির কাছে বুক পেতে দিয়েছিলো?

আচ্ছা শাইয়্যান, গ্রেফতারের হুমকি সত্ত্বেও যে শিহাবদের রাতেরবেলা ফোন করে সিলেট শহরে শেল্টার দিয়েছিলে, তাঁরা কি আমেরিকান এজেন্ট ছিলো? পুলিশের গুলি চলছে, এরমাঝে তুমি ফোন করলে এক আন্দোলনকারীকে সে কেমন আছে জানতে, সে কি আমেরিকান এজেন্ট ছিলো? তোমার লাইব্রেরীর কোওর্ডিনেটর, সৈয়দ আনোয়ার ভাই, যার মাথায় পুলিশের রাবার বুলেট লাগে, তিনি কি আমেরিকান এজেন্ট ছিলেন? পুলিশের হুমকির মুখেও যেসব আইনজীবী তোমার সাথে এক হয়ে আন্দোলনকারীদের ছাড়াতে গিয়েছিলেন, তাঁরাও কি এজেন্ট ছিলে্ন? যেসব আন্দোলনকারী মেয়েরা সিলেটের চৌহাট্টায় ছাত্রলীগের চাপাতির কোপ আর লাঠি ও ব্যাটের বাড়ি খেয়ে ডুকরে কেঁদে উঠেছিলো, তাঁরা কি আমেরিকান এজেন্ট ছিলো???!!! আসাদগেট আড়ং-এর সামনে যেসব আন্দোলনকারীকে পুলিশ চারদিক দিয়ে ঘিরে ধরেছিলো, তাঁরা সবাই কি আমেরিকান এজেন্ট ছিলো?

তাঁদের সবাইকেই মগজ ধোলাই করে আন্দোলনে নামিয়ে দিয়েছিলো আমেরিকান সরকার? যদি তা তাঁরা করে থাকতে পারে, বলতেই হয়, আমেরিকার কাছে মগজ ধোলাই করার অদৃশ্য মেশিন আছে! কি দরকার এমন এক মেশিনের বিরুদ্ধে গিয়ে!!!

আমেরিকানরা অনেক শক্তিশালী জাতি, তাঁদের বিরুদ্ধে কথা বলে লাভ নেই। জেনারেশন ৭১ ভাই-ই সঠিক!

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আন্দোলন সফল হয়েছে আরমির কারণে। সেই আরমি আমেরিকার হয়ে কাজ করেছে বলে জেনারেশন ৭১ এর অভিযোগ। সম্ভবত আন্দোলন সফল না হলে তিনি খুশী হতেন।

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আর্মির ভূমিকা অবশ্যই আছে। তাঁরা নিরপেক্ষ ভূমিকা না নিলে লাশের বন্যা বয়ে যেতো।

কিন্তু, তাই বলে তিনি আর্মীকে আমেরিকার এজেন্ট বলবেন!!! আন্দোলনকারীদের গায়ে রাজনৈতিক তকমা লাগিয়ে আমেরিকান এমব্যাসির তাসের খেলা বানিয়ে দিবেন?

তাঁকে বুঝতে হবে, বিরোধী রাজনৈতিক দলগুলোও দেশপ্রেমিক। তাঁরা আন্দোলনে সহায়ক ভূমিকা রেখেছেন। সাহায্য করেছেন।

শুভেচ্ছা নিরন্তর।

২| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:১৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: জেনারেশন ৭১ হয়ত বাংলাদেশ ভারতের অংশ হয়ে গেলে খুশী হতেন।

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি ঠিক জানি না।

উনি হয়তো্ ভারতের অংশ হওয়ার জন্যে সেই সময়ে মুক্তিযুদ্ধ করেন নাই। দেশপ্রেমিক হিসেবেই করেছেন।

এখন মনোভাব বদলে যেতে পারে। য়াই এম নট শিওর।

শুভেচ্ছা নিরন্তর।

৩| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: এখন মনোভাব বদলে যেতে পারে। য়াই এম নট শিওর। তাঁর আচরণ সন্দেহ জনক।

১৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

যখনই সন্দেহ জাগে, আমি 'আউযুবিল্লাহ' পড়ি।

শুভেচ্ছ নিরন্তর।

৪| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:২২

ক্লোন রাফা বলেছেন: আপনার কি ধারনা আমেরিকানরা মাঠে নেমে দেখাবে আমরা তোমাদের সাথে আছি⁉️ যেখানে যা করার দরকার তাই করেছে তারা। আমরা মনে হয় পৃথিবীতে বিশ্বাসঘাতকতার জন্য বাঙালিদের কেনা সবচেয়ে সহজ!
সেই মীরজাফর থেকে , মোস্তাক, জিয়া,এরশাদ, ফখরুদ্দীন, মইনুদ্দিন এবং আজকের ইউনুস । একটু মিলিয়ে দেখুন’তো ধারাবাহিকতা আছে নাকি‼️
ধন্যবাদ॥

১৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৩৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি আমার কি 'ধারণা' জিজ্ঞাসা করছেন।

আমি ধারণার উপর নির্ভর করে এই লেখা লেখি নাই। আমি প্র্যাক্টিকাল অভিজ্ঞতার ভিত্তিতে লিখেছি।

শুভেচ্ছা।

৫| ১৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৩০

রাসেল বলেছেন: ১৯৭১ সালে বাংলাদেশ প্রতিষ্ঠায় ভারত আমাদের সহযোগিতা করেছিলো, তাদের এই সহযোগিতা কোন দৃষ্টিকোনে দেখা যায়। সাধারণ জনগণের অভিযোগ, ২০২৪ সালের আন্দোলনে ভারতীয় বাহিনী নিরাপত্তা রক্ষার (!) দায়িত্বে ছিল। আমার দৃষ্টিতে, দেশের স্বকীয়তা, সার্বিক স্বার্থ বজায় রেখে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখা উচিত । এতদউদ্দেশ্যে আন্তর্জাতিক সর্বসম্মত বিধি নির্ধারণ করা হয়েছে। আমাদের দেশের তথাকথিত দেশপ্রেমিকরা কতটুকু দেশের জন্য নিবেদিত, তা ২০২৪ সালের নির্বাচনে বিভিন্ন শক্তিশালী দেশের সহযোগিতা কামনার ধরণ দেখেই বোঝা যায়।

১৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



৩৬ জুলাই ভারত কোন দৃষ্টিতে দেখছে?

শুভেচ্ছা।

৬| ১৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৫৩

রাসেল বলেছেন: যৌক্তিক প্রশ্ন, আমি মনে করি ১৯৭১ সালে যে দৃষ্টিকোনে ভারত আমাদের সহযোগিতা করেছিলো, ২০২৪ সালে একই দৃষ্টিতে দেখেছে। আমার প্রশ্ন, আমার কি দেশের স্বকীয়তা, নৈতিক সার্বিক স্বার্থ বজায় রেখে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রেখেছি? যার উত্তর দেশের অর্থনৈতিক অবস্থা, শিক্ষা, বিচার, স্বাস্থ্য ইত্যাদির দিকে তাকালেই পাওয়া যায়।

১৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি জিজ্ঞাসা করেছেন - "আমার কি দেশের স্বকীয়তা, নৈতিক সার্বিক স্বার্থ বজায় রেখে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রেখেছি?"

মামলা হওয়া, পলাতক এবং দূর্নীতিকে প্রশ্রয় দেওয়া আমাদের দেশের সরকার প্রধানকে আশ্রয় দিয়ে ভারত কি কিছু প্রমাণ করেছে?

ধন্যবাদ।

৭| ১৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:২১

কামাল১৮ বলেছেন: কে যে কার অজেন্ট খালি চোখে দেখা যায় না।সমন্বয়রা কি বলেছিলো আমরা শিবিরের লোক।যে পরিচয় আজকে প্রকাশ পাচ্ছে।অবশ্য আপনি নিজেও শিবিরের লোক।

১৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি সবাইকে সমান দৃষ্টিতে দেখি এবং বুঝার চেষ্টা করি।

৭১ পরবর্তী জেনারেশন কেউই যুদ্ধাপরাধী নয়। তাঁরা এই দেশের নাগরিক এবং দেশপ্রেমিক।

দূর্নীতি করে এবং মানুষ খুন করে আওয়ামী লীগ ভুল করেছে এটা মানতে হবে।

ধন্যবাদ।

৮| ১৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০০

রাজীব নুর বলেছেন: সুরভি আন্দোলনে কিছুটা অংশ গ্রহন করেছে।
সেই আন্দোলনের সময় আমি ঢাকার বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে আন্দোলন দেখেছি। বাংলাদেশ আর্মী সাধারন ছাত্রছাত্রীদের সাপোর্ট দিয়েছে।

১৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



বাংলাদেশ আর্মীর নিরপেক্ষ ভূমিকা ছাড়া এই আন্দোলন সফল হতে অনেক দেরী হতো, হয়তো।

বাংলাদেশ আর্মী দেশকে রক্টি গৃহযুদ্ধ থেকে বাঁচিয়েছে।

শুভেচ্ছা নিরন্তর।

৯| ১৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৫

লুধুয়া বলেছেন: রাস্তায় মানুষ দেখে যদি বোঝা যেতো তাহলে দুনিয়া তে স্পাই এর দরকার ছিলোনা। সাধারণ শিক্ষাতি আন্দোলন এ জয়েন করেছিলো যখন অনেক লাশ পরে গিয়েছিলো।আন্দোলন এর মেইন মোটিভ অ্যাণ্ড হাতিয়ার জামাত পন্থী ১৯৭১ এর পরাজিত বাহিনীর কাছে ছিলো।

১৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সব দেশেরই স্পাই সংস্থা আছে। বাংলাদেশেরও আছে।

কিন্তু, স্পাইদের পক্ষে মানুষের এতো বড় অংশকে মাঠে নামানো সম্ভব নয়। কোথাও এমন ঘটেনি।

স্পাই গুপ্ত হত্যা করতে পারে, ক্যু করাতে পারে, বোমা মারতে পারে, কিডন্যাপ করতে পারে। তথ্য চুরি করতে পারে। এতোটুকুই! এর বেশি কিছু না।

ধন্যবাদ।

১০| ১৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৬

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: সব দেশেরই স্পাই সংস্থা আছে। বাংলাদেশেরও আছে। কিন্তু, স্পাইদের পক্ষে মানুষের এতো বড় অংশকে মাঠে নামানো সম্ভব নয়। কোথাও এমন ঘটেনি। স্পাই গুপ্ত হত্যা করতে পারে, ক্যু করাতে পারে, বোমা মারতে পারে, কিডন্যাপ করতে পারে। তথ্য চুরি করতে পারে। এতোটুকুই! এর বেশি কিছু না।

আপনার আসলেই কোন আইডিয়া নাই যে গুপ্ত এজেন্টদের কি কাজ বা এদের কাজের কতটুকু পরিধি । যারা বোমা মারে কিডন্যাপ করে ক্যু করে এরা আসলেই এজেন্ড না এদের কে হ্যন্ড বলে । আসল এজেন্ডদের আপনি কখনোই চোখে দেখবেন না কিন্তু তারা আপনার আমার কাছেই আছে । তারা ফেরশতা জ্বীন বা শয়তান না। তারা মানুষ কিন্তু তাদের আপনি আমি চিনি না ।

১১| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:০৭

রাসেল বলেছেন: সম্ভবত, আপনি এবং আমি একই কথা বলতে চাইছি। বাংলায় একটা কথা আছে, চোরের মার গলা বড়। মানুষ তখনই মিথ্যা প্রচার করে, যেখানে তার ব্যক্তিগত লাভ থাকে অথবা সত্য বললে ক্ষতির আশংকা থাকে।

১২| ১৯ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:২২

নতুন বলেছেন: হাসিনা পালিয়ে যাওয়াতে পাওয়ার ভয়েড তৌরি হওয়ার ফলে সেটা পুরনের জন্য সবাই চেস্টা করেছে, বিএনপি দখল শুরু করেছে, জামাত পদ বাগাতে চেস্টা শুরু করেছে।

আর্মি পুলিশের মতন জনগন হত্যা করতে চায় নাই। তাতে শান্তিরক্ষী বাহিনিতে বদনাম হবে, আরো কারন থাকতে পারে। সেনা প্রধান হাসিনারই আত্নীয়, তাকে সেনা প্রধান বানানোর আগে অবশ্যই তার কুল্লী কুস্টি বিচার করেই তাকে পদ দেয়া হয়েছিলো। তিনি জামাতের সমর্থক হলে শেখ হাসিনার পতন তো ঐদিনই নিজেই সাক্ষর করেছিলেন।

এই সরকার আইন সৃংখলার নিয়ন্ত্রন করতে পারেনাই কারন পুলিশ ভয়ে নামতে পারেনাই।

আমাদের দেশের মানুষদের ধর্মীয় ওয়াজবাজেরা অন্ধভক্ত বানিয়েছে তারা ইসলামী সরকার চায়। সেটার অন্ধভক্তের সুযোজ জামাত নিতে চাইছে। তাতে হয়তো দুই চারটা বেশি আসন পাবে।

গতপরশু এক আয়ামীভক্তর সাথে আলোচনা হলো, তিনিও মোটেও অনুতপ্ত না যে শেখ হাসিনার আমলের দুণিতি এবং এতো মানুষ হত্যা করা ভুল ছিলো।

দেশে ভারতের দালাল আছে, পাকি দালাল আছে। কিন্তু বাংলাদেশী দালাল খুবই কম।

সকল দলের মানুষ যদি দেশের ভালো চাইতো তবে এই সরকারকে সাহাজ্য করলে এই সরকারই আরো ভালো করতে পারতো। তা না করো সবাই নিজেদের ধান্দায় আছে আর সরকারকে অসহযোগিতা করে কিভাবে ব্যার্থ করা চায় সেই কাজই করছে।

বাংলাদেশীদের অন্য কে নিচে টেনে নামানোর বৈশিস্টের জন্যই দেশের ভবিষ্যতে ভালো কিছু হবেনা। :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.