|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সত্যপথিক শাইয়্যান
সত্যপথিক শাইয়্যান
	আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
প্রায় ১ মাস হতে চললো, সামু'র 'নির্বাচিত পোস্ট' পাতায় কোন লেখা যায় নাই। এই নিয়ে অনেক ধরণের হাইপোথিসিস দাঁড় করানো যায়। আমার মাথায় যে কয়েকটা আসছে, সেগুলো শেয়ার করলাম - 
১) ব্লগে গত ১ মাসে নির্বাচিত পাতায় যাওয়ার মতো কোন লেখা আসে নাই। যেহেতু, সেরকম কোন লেখা আসে নাই, সেহেতু মডারেটর কোন পোস্টই 'লাইক' করেন নাই। 
২) ব্লগের 'নির্বাচিত পাতা'-এ নিয়ে যাওয়ার মডারেটরের বাটনটি কাজ করছে না। যেহেতু, কাজ করছে না, তার মানে সফটওয়্যার আপডেট করা হয় নাই। 
৩) মডারেটর অসুস্থ্য। যেহেতু অসুস্থ্য, সেহেতু নির্বাচিত পাতায় নেওয়ার নেওয়ার জন্যে পোস্ট পড়ার মতো অবস্থায় তিনি নাই। 
৪) মডারেটর খুব ব্যস্ত। যেহেতু তিনি ব্লগ সংক্রান্ত অন্য কোন বিজনেসে মনোনিবেশ করেছেন, তিনি ব্যস্ততার জন্যে নির্বাচিত পাতায় পোস্ট নেওয়ার মতো সময় দিতে পারছেন না। 
অনেকগুলো হয়ে গেলো। কোনটা সঠিক আমার ঠিক জানা নেই। আপনাদের জানা থাকলে, শেয়ার করবেন, প্লিজ।
 ১২ টি
    	১২ টি    	 +০/-০
    	+০/-০  ২২ শে জানুয়ারি, ২০২৫  রাত ১২:৩৪
২২ শে জানুয়ারি, ২০২৫  রাত ১২:৩৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আমেরিকার প্রেসিডেন্টের অভিষেক ৩০ দিন ধরে চলছে!!! 
ধন্যবাদ।
২|  ২২ শে জানুয়ারি, ২০২৫  রাত ১২:৩৩
২২ শে জানুয়ারি, ২০২৫  রাত ১২:৩৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: (আশা করি ৭.৫ মাত্রার ভূমিকন্প বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে না )
  ২২ শে জানুয়ারি, ২০২৫  রাত ১২:৩৫
২২ শে জানুয়ারি, ২০২৫  রাত ১২:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
বাংলাদেশে ভূমিকম্প হলে বাজে অবস্থা হতে পারে। 
ধন্যবাদ।
৩|  ২২ শে জানুয়ারি, ২০২৫  রাত ১:৩৬
২২ শে জানুয়ারি, ২০২৫  রাত ১:৩৬
ঋণাত্মক শূণ্য বলেছেন: আগেই বলছিলাম, আম্রে মডু বানায় দেন!
  ২৫ শে জুন, ২০২৫  রাত ৯:৪২
২৫ শে জুন, ২০২৫  রাত ৯:৪২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
বানায় দিলাম। আপনার সিভিটা পাঠান, প্লিজ।
৪|  ২২ শে জানুয়ারি, ২০২৫  সকাল ৯:৪৪
২২ শে জানুয়ারি, ২০২৫  সকাল ৯:৪৪
শূন্য সারমর্ম বলেছেন: 
মডারেটরকে ফোন দিন,কারণ জেনে ব্লগে পোস্ট দিন।
  ২৫ শে জুন, ২০২৫  রাত ৯:৪৪
২৫ শে জুন, ২০২৫  রাত ৯:৪৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আপনি দিন। আমি পারবো না।
৫|  ২২ শে জানুয়ারি, ২০২৫  সকাল ১০:১৮
২২ শে জানুয়ারি, ২০২৫  সকাল ১০:১৮
রাজীব নুর বলেছেন: ভাইয়া আসসালামু আলাইকুম।
শুভ সকাল। 
দেশে ফিরবেন কবে?
  ২৫ শে জুন, ২০২৫  রাত ১১:৪৬
২৫ শে জুন, ২০২৫  রাত ১১:৪৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আপনাকেও সালাম। 
দেশে আছি এখন।
৬|  ২২ শে জানুয়ারি, ২০২৫  সকাল ১১:১২
২২ শে জানুয়ারি, ২০২৫  সকাল ১১:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও ভাবতেছিলাম
কোন ভালো লিখা কী আর আসে না। কেন আপডেট হচ্ছে না 
কে জানে
৭|  ২২ শে জানুয়ারি, ২০২৫  বিকাল ৩:৫৯
২২ শে জানুয়ারি, ২০২৫  বিকাল ৩:৫৯
জটিল ভাই বলেছেন: 
আসলেই কি মডারেসনে পরিবর্তন এসেছে?
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০২৫  রাত ১২:৩১
২২ শে জানুয়ারি, ২০২৫  রাত ১২:৩১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তিনি ট্রান্পের অভিষেক নিয়ে চিন্তিত
তাই লাইক দেয়া ভুলে গেছেন ।
..........................................................................
অভিষেক হয়ে গেছে
আশা করি এখন মনোযোগ দেবেন ।
(আশা করি ৭.৫ মাত্রার ভূমি কন্প