![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
সকালে ঘুম থেকে উঠে আয়নার দিকে তাকালে নিজের প্রতিচ্ছবি দেখে মনে হয়, সবকিছু ঠিক আছে। শরীরের প্রতিটি অঙ্গ সঠিকভাবে কাজ করছে, জীবন চলছে তার নিয়মে। কিন্তু এই সাধারণ মুহূর্তটিও অনেকের কাছে স্বপ্নের মতো। অনেক মানুষ এই দিনটি দেখার সুযোগ পায়নি। তাই প্রতিটি দিনকে আমি কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করি। এই জীবন, এই সুযোগ—সবই যেন এক অমূল্য উপহার।
জীবনে কখনোই অহংকারী হওয়া ঠিক নয়। কারণ, আজ আমি সফল হলেও কালই হয়তো সবকিছু হারাতে পারি। তাই প্রতিটি মুহূর্তে আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই কৃতজ্ঞতাই আমার মুখে হাসি ফোটায়। ঈশ্বরকে ধন্যবাদ জানাই সূর্যের আলোর জন্য, বৃষ্টির জন্য, আনন্দের জন্য, এমনকি ব্যথার জন্যও। কারণ, জীবনের প্রতিটি অভিজ্ঞতাই আমাকে শেখায়, আমাকে গড়ে তোলে।
জীবন সুন্দর। এই সুন্দর দিনটিকে আমরা যদি ঝগড়া-বিবাদে নষ্ট করি, তাহলে তা হবে আমাদের নিজেদের প্রতি অবিচার। আমাদের একটাই জীবন, তাই এটিকে সঠিকভাবে উপভোগ করা উচিত। একে অপরের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে চলা উচিত। কারণ, জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান।
জীবনের পথে অনেক সময় আমরা অন্ধকার উপত্যকায় হাঁটি। ভয়, হতাশা, অনিশ্চয়তা আমাদের ঘিরে ধরে। কিন্তু তখনও আমি ভয় পাই না। কারণ, আমি জানি, জীবনের প্রতিটি ঘটনার পিছনে একটি কারণ আছে। ব্যর্থতা বা হতাশা আসে আমাদের শেখানোর জন্য। এগুলো আমাদেরকে আরও পরিশ্রমী, আরও জ্ঞানী করে তোলে। শেষ পর্যন্ত সবকিছু ঠিক হয়ে যায়।
যদি তোমার জীবন থাকে, তবে ঈশ্বরকে ধন্যবাদ জানাও। তুমি হয়তো অনেক কিছু পাওনি, কিন্তু তুমি তো বেঁচে আছো। আর এই বেঁচে থাকাই সবচেয়ে বড় আশীর্বাদ। শুধু বিশ্বাস রাখলেই চলবে না, পরিশ্রমও করতে হবে। নিজের মস্তিষ্ককে কাজে লাগাতে হবে, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।
জীবন সবসময় আমাদের ইচ্ছামতো হয় না। কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই প্রতিটি পরিস্থিতির জন্য। ভালো বন্ধু, খারাপ বন্ধু—সবাই আমার জীবনে এসেছে কোনো না কোনো উদ্দেশ্যে। যারা আজও আমার পাশে আছে, তাদের জন্য আমি কৃতজ্ঞ।
জীবন এক অদ্ভুত যাত্রা। এখানে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা সবই আছে। কিন্তু এই মিশ্রতাই জীবনকে করে তোলে সম্পূর্ণ। তাই প্রতিটি দিনকে স্বাগত জানাই, প্রতিটি মুহূর্তকে উপভোগ করি। কারণ, আজকের এই দিনটিও এক সুন্দর দিন।
জীবন সুন্দর, জীবন মহান। এই সুন্দর দিনটিকে হাসি-আনন্দে কাটানোই হোক আমাদের লক্ষ্য।
©somewhere in net ltd.