![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
==১==
পাণ্ডা আর ড্রাগন, দুই বন্ধু। পথ চলছে। হঠাৎ ড্রাগন বলে উঠে - "সাহসী হও!" "
"তুমি জানো না, প্রথম সাক্ষাত তোমাকে কোথায় নিয়ে যেতে পারে!"
==২==
পাণ্ডা বলে চলে - "নতুন একটি দিন, আর নতুন করে শুরু!"
ড্রাগন এবারে কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করে - "আমি এই দিনটাকে দিয়ে কি করবো?!"
==৩==
"কোনটা বেশি গুরুত্ব বহন করে - যাত্রা, নাকি ঠিকানা?" গায়ে গতরে বিশাল পাণ্ডা শুধায়।
ড্রাগনের সংক্ষিপ্ত উত্তর - "সঙ্গ!'
==৪==
"আমি এখন ফুল দেখতে মহা ব্যস্ত!" ড্রাগন যাত্রাপথে গাছে গাছে ছড়িয়ে থাকা রাশি রাশি ফুলের দিকে তাকিয়ে আছে।
"তাদের দিকে তাকিয়ে থাকার সবচেয়ে বড় কারণ হচ্ছে", পাণ্ডা বলে, "তারা আগামীকাল নাও থাকতে পারে।"
==৫==
"প্রকৃতি কি দারুণ, তাই না!" ছোট্ট ড্রাগন বলে উঠে।
"সত্যিই তাই!" পাণ্ডা স্বীকার করে,
"কিনতু, আমরা তো এই প্রকৃতিরই অংশ, ঠিক যেমন ঐ গাছ অথবা মাকড়সা! ওগুলোর মতো আমারাও কতই না আকর্ষণীয়!"
======
জেন ফিলোসফি থেকে জেমস নরবুরী
======================
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সত্যিই দারুণ! আমি বইটা এখন পড়ছি!
শুভেচ্ছা নিরন্তর।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৭
শায়মা বলেছেন: এটা কি ছোটদের গল্প?
তাই হলে কঠিন গল্প!
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বইটিতে কোন বয়স উল্লেখ না থাকলেও ছোটদের বইয়ের দোকান থেকে কিনেছি।
দারুণ সব শিক্ষামূলক বাণী আর আর্টস!
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৬
অরণি বলেছেন: ভালো লেগেছে।