![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আমি কখনোই আর্টিস্ট বা পেইন্টার ছিলাম না। এই গুণটা আমার ছোটভাইদের দখলে। আমি চেয়ে চেয়ে তাদের পেইন্টিং দেখতাম, আর, মনে মনে শখ জাগতো - ইস, আমি যদি এরকম আঁকতে পারতাম! আমি পেইন্টিং টেইন্টিং পারতাম না ঠিক, কিন্তু, স্কুলের খাতা জুড়ে ছিলো আমার আঁকা ভূত-প্রেতের ছবি! আর, তা দেখে বাবা'র কানমলা খাওয়া! কি যে 'কাগের ঠ্যাং, বগের ঠ্যাং' আঁকতাম, তা আমিই একমাত্র বলতে পারতাম!!!
এখন এই মধ্য বয়সে এসে, আবারো সেই 'কাগের ঠ্যাং, বগের ঠ্যাং' আঁকা শুরু করেছি! অফিসের ফাঁকে 'স্টপ' একটিভিটিতে কি করা যায়? আমি আঁকা শুরু করলাম।
এই ছবির নাম দিয়েছি 'দ্যা ওয়াইজ উইনার'। অরিজিনাল আর্টিস্ট - 'মরসালিন'। আমার হাতে এসে এই রকম হয়েছে!
আমি এই ছবির নাম দিয়েছি 'দ্যা ইনক্রেডিবল গার্ল'। আমার ৮ বছর বয়সী ভাতিজিকে আঁকতে গিয়ে এই অবস্থায় দাঁড়িয়েছে!
আমার আদরের 'দ্যা জেন্টলম্যান'। সে অনেক কাজ পারে! একধারে লেখক, ব্লগার, বিব্জনেস কোচ এবং আইটি উদ্যোক্তা। আর, এখন একজন আর্টিস্ট!
আমার এই আঁকা কত দিন চলে, দেখা যাক!
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
একটা না একটা হয়ে যায়!
আমি ট্রাই করতে থাকি! কোন একটা লেগে যায়!
শুভেচ্ছা নিরন্তর।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:১০
শায়মা বলেছেন: ট্রাই করতে করতে একদম ঠিকঠাকের কাছাকাছি হয়ে যায় আমি তার প্রমান!
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ট্রাই করা ভালো!!!
সাস্টে আমাকে আমার বন্ধুরা শাইনস্টাইন ডাকতো।
শুভেচ্ছা নিরন্তর।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০৬
শায়মা বলেছেন:
হা হা আইন্স্টানের ছোটো ভাই.......।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি ট্রাই করা থামাইনি!!!
ভালো কিছু হলে, এখনো ট্রাই করে যাই!
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৫
রাজীব নুর বলেছেন: আপনি অনেক চিন্তা পরিকল্পনা করেন। সেগুলো কেন দীর্ঘস্থায়ী হয় না।