নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আইডিয়াঃ ভ্যাট না বাড়িয়ে \'জাতীয় উন্নয়ন লটারি ও ক্রাউডফান্ডিং\'

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৪



উদ্দেশ্য:
বাংলাদেশ সরকার ৫০০ কোটি টাকা সংগ্রহের জন্য একটি স্বচ্ছ, ডিজিটাল লটারি ও ক্রাউডফান্ডিং উদ্যোগ গ্রহণ করবে, যা জনগণকে আকৃষ্ট করবে এবং সরকারের অতিরিক্ত রাজস্ব বৃদ্ধি করবে।

সরকার একটি "জাতীয় উন্নয়ন লটারি" চালু করতে পারে, যেখানে সাধারণ জনগণ স্বল্প পরিমাণ অর্থ (৫০০ টাকা) দিয়ে অংশ নিতে পারবে। লটারির পুরস্কার হতে পারে নগদ অর্থ, জমি, গাড়ি বা সরকারি সুযোগ-সুবিধা, যা মানুষকে আকৃষ্ট করবে। লটারির টিকিট বিক্রির মাধ্যমেই বিপুল অর্থ সংগ্রহ সম্ভব।

একইসাথে, "ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম" চালু করা যেতে পারে, যেখানে দেশের ধনী ব্যক্তিবর্গ, প্রবাসী বাংলাদেশি এবং বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান স্বেচ্ছায় অর্থ প্রদান করতে পারবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি অনুদান সংগ্রহ করা সম্ভব, যা পুলিশ বাহিনীর নতুন গাড়ি কেনার জন্য ব্যবহার করা যাবে।

উপকারিতা:
১. জনগণের ওপর অতিরিক্ত ট্যাক্স চাপবে না, বরং তারা ইচ্ছামতো লটারিতে অংশ নিতে পারবে।
২. আন্তর্জাতিক প্রবাসীদের সংযুক্ত করা যাবে, যারা বাংলাদেশের উন্নয়নে সাহায্য করতে চায়।
৩. স্বল্প সময়ে বড় অঙ্কের অর্থ সংগ্রহ সম্ভব হবে।
৪. ট্রান্সপারেন্সি নিশ্চিত করা গেলে জনগণের আস্থা বাড়বে এবং ভবিষ্যতে এমন উদ্যোগ সফল হবে।

এভাবে, ভ্যাট বৃদ্ধি ছাড়াই সরকার ৫০০ কোটি টাকা সংগ্রহ করতে পারবে।

=====পরিকল্পনার মূল উপাদান

>জাতীয় উন্নয়ন লটারি ব্যবস্থা:
১. লটারি টিকিটের মূল্য: প্রতি টিকিট ৫০০ টাকা।
২. লটারি বিক্রয়ের লক্ষ্যমাত্রা: ২ কোটি টিকিট বিক্রি করা হবে।

=====পুরস্কারের কাঠামো:
> প্রথম পুরস্কার: ৫ জন বিজয়ী (প্রত্যেকে ১ কোটি টাকা)
> দ্বিতীয় পুরস্কার: ১০ জন বিজয়ী (প্রত্যেকে ৫০ লক্ষ টাকা)
> তৃতীয় পুরস্কার: ৫০ জন বিজয়ী (প্রত্যেকে ১০ লক্ষ টাকা)
> চতুর্থ পুরস্কার: ৫০০ জন বিজয়ী (প্রত্যেকে ১ লক্ষ টাকা)
> পঞ্চম পুরস্কার: ৫,০০০ জন বিজয়ী (প্রত্যেকে ১০ হাজার টাকা)

=====ক্রাউডফান্ডিং ব্যবস্থা:
> অনলাইনে ও মোবাইল অ্যাপে দান করার সুযোগ থাকবে।
> প্রবাসী বাংলাদেশিরাও এই উদ্যোগে অবদান রাখতে পারবেন।
> সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে ইচ্ছামতো দান করার ব্যবস্থা থাকবে।







=====বিতরণ ও প্রচার পরিকল্পনা
১) মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট) এবং ব্যাংকের মাধ্যমে লটারি বিক্রি করা হবে।
২) অনলাইন প্ল্যাটফর্ম এবং সরকারি ও বেসরকারি অফিস থেকে লটারি সংগ্রহের সুবিধা থাকবে।
৩) সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন চালানো হবে।
৪) প্রবাসীদের জন্য আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে (PayPal, Visa, Mastercard) সংযুক্ত থাকবে।

=====সাফল্যের সম্ভাবনা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা
১) ভবিষ্যতে এই লটারি ব্যবস্থাকে বার্ষিক আয় বৃদ্ধির একটি মডেল হিসেবে ব্যবহার করা যেতে পারে।
২) বাংলাদেশ সরকারের অতিরিক্ত তহবিল সংগ্রহের জন্য এটি একটি উদ্ভাবনী ও জনবান্ধব উদ্যোগ হবে।
৩) স্বচ্ছতা বজায় রাখতে স্বয়ংক্রিয় ডিজিটাল লটারি সিস্টেম ব্যবহার করা হবে।

=====উপসংহার:
এই জাতীয় উন্নয়ন লটারি ও ক্রাউডফান্ডিং পরিকল্পনা সরকারের জন্য একটি টেকসই, লাভজনক, এবং জনবান্ধব পদ্ধতি হতে পারে, যা জনগণকে উদ্বুদ্ধ করবে এবং বাংলাদেশ পুলিশের যানবাহন কেনার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহে সাহায্য করবে।


মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৬

আমি ব্লগার হইছি! বলেছেন: লটারি করার পাশাপাশি আরো কিছু কাজ করে টাকা সংগ্রহ করতে পারে।

১। নতুন প্রাইজবন্ড চালু করে, যার মূল্য হবে বর্তমান প্রাইজবন্ড এর ১০ গুন, মানে ১০০০ টাকা এবং পুরস্করের পরিমাণ ও হবে এখনকার তুলনায় ১০ গুণ।

২। সঞ্চয় পত্রের সীমা ৫০ লাখ থেকে বৃদ্ধি করে ১ কোটি টাকা করলে অনেক নগদ টাকা সরকারের হাতে আসতে পারে। তবে এর বেশি সীমা নির্ধারণ করলে ব্যাংক গুলো আবার তারল্য সংকটে পড়তে পারে।

৩। ২০২৯ পর্যন্ত নাকি গ্রামীন ব্যাংকের ট্যাক্স মওকুফ করা হয়েছে, ডক্টর ইউনুস কে অনুরোধ করে ঐটা আপাতত স্হগিত করলে সরকারের আর্থিক সংকট কিছুটা কাটতে পারে। উনি দেশের দুরবস্থার কথা চিন্তা করে এইটুকু ছাড় দিতেও পরেন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি সব সময়ে নতুন আইডিয়ার পক্ষে।

আপনারগুলো পুরনো।

ধন্যবাদ।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫২

আমি ব্লগার হইছি! বলেছেন: লটারী হারাম বলে যখন তৌহিদি জনতা তেড়ে আসবে তখন কি করবেন?

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




দেশে 'অপারেশন ডেভিল' শুরু হয়েছে। আপনি ভালো আছেন তো?

ধন্যবাদ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি ঠিক বলেছেন, বর্তমান লটারি ইসলামে হারাম।

আমি ইসলাম হিত্তিক নতুন একটি আইডিয়া উপস্থাপন করেছি। আশা করি, পড়ে দেখবেন।

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.