নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

নিঝুম রাতে সত্য যেখানে বিরাজমান

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২৩



নিঝুম রাতে ছোট্ট খুকি নিজ বাড়ি হতে বের হয়ে গ্রামের পথ ধরেছে। তাঁর প্রতি বাবা'র নির্দেশ - 'যাওয়ার পথে ছোট ছোট জিনিসের প্রতি সময় দিবে। তারা মাঝে মাঝে অনেক বেশি গুরুত্ব বহন করে।"

তাই, চলতে চলতে বাবা'র কথা মনে পড়ে যাওয়ায়, খুকি নিজেকে বলে, "প্রকৃতি কি দারুণ, তাই না! কিন্তু, আমরা এই প্রকৃতিরই অংশ যেমন ঐ গাছটা কিংবা আকাশে উড়ে চলা পাখিগুলো, অথবা চঞ্চলা হরিণ আর কুট্টুস বিড়ালখানা!"

তার কথা শুনে হাঁসিতে ফেটে পড়ে ছোট্টু ইঁদুর বলে উঠে - "তুমি কি আমার কথা ভুলে গেলে!!!"

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২৮

কামালপাশা২য় বলেছেন:




ব্লগারদের জন্য, নাকি ১ম শ্রেণীর বাচ্চাদের জন্য লিখলেন?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনার মতো ব্লগারদের জন্যে লিখেছি। :)

ধন্যবাদ।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩২

কামালপাশা২য় বলেছেন:



এগুলো বরং নিজের জন্য রাখুন; আপনার বিস্ময়কর "রোবোটিক" ডিজাইনের গল্প লিখুন আমাদের জন্য।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আরি!!!! সদ্য জন্ম নেওয়া ছূট্টু বাবু দেখি কথা বলা শুরু করে দিয়েছে!!!!!

দুনিয়া কোন দিকে যাচ্ছে!!!! :)

শুভেচ্ছা।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩৬

এ পথের পথিক বলেছেন: সোনাগাজি, চাদগাজি, জেনারেশন৭৫, কামালপাশা২৪ ভাইকে দেখে খুশি হলাম । মন্তব্য দেখে অনেক হাসছি ভাই । :D :D :D

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



চাচুকে একটু ক্ষাপ্পুস ক্ষাপ্পুস লাগতেসে!!!! ;)

শুভেচ্ছা নিরন্তর।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪০

কামালপাশা২য় বলেছেন:




দুনিয়া ঠিক আছে, উহা চলছে! আপনার রোবোটিক ডিজাইনের নতুন কোন খবর আছে?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ইয়ে মাবুদ!!! ইহা 'আপনি'!!!!!!

আহলান ওয়া সাহলান!!! :)

শুভেচ্ছা নিরন্তর।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০৬

কামালপাশা২য় বলেছেন:



এআই দ্বারা গান বানানোটা হচ্ছে ছেলে খেলা; আপনি এতদিন যা বলেছিলেন, তা আসলে কিছুই ছিলো না?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ছিলো।

বেঙ্গল চ্যাম্প নামে একটা আই,টি, কোম্পানি খুলে রোবটিক্স নিয়ে ১ বছর খেলার পরে ১ কোটি টাকা লস দিয়ে বন্ধ করে দিয়েছি।

শুভেচ্ছা নিরন্তর।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




Bengal Champ লিখে গুগল করলে কিছুটা জানতে পারবেন!

শুভেচ্ছা নিরন্তর।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





রোবটিক্স ভালো চলছে না।
=========

তবে, এ, আই, দিয়ে অনেক গান বানিয়েছি।

আমার লেখা এই গান শুনলে ভালো লাগতে পারে -



আমার লেখা একটি গানকে ইংরেজিতে ট্রান্সলেট করে এই গানটা বানিয়েছি।

শুভেচ্ছা নিরন্তর।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:২৩

কামালপাশা২য় বলেছেন:



আপনি যতসব ব্যবসার কথা বলতেন ( আইটি, কফি চাষ, আলুর ব্যবসা ), যতসব ধারণা কথা বলতেন, এসবের কোন অস্তিত্ব কি আছে?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আলুর ব্যবসা আমার ছিলো না কখনো!

ঐ ব্যবসা কিছু ব্লগারের জন্যে রেখে দিয়েছিলাম।

শুভেচ্ছা নিরন্তর।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:৫৯

সামরিন হক বলেছেন: কিউট ইঁদুর ।
শুভেচ্ছা ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আঁকার পরে আমারও ভালো লেগেছে!!!

শুভেচ্ছা।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৩১

কথামৃত বলেছেন: মস্তিষ্ক ঠিক কাজ করছে না। কি লিখেছেন বুঝতে পারছি না?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



কেন!!! কিছু হয়েছে?

শুভেচ্ছা।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তুমি কি আমার কথা ভুলেগেলে!

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ভুলে নাই, ভুলে নাই!!! ঠিক একদিন মনে করে বসবে!!!

শুভেচ্ছা নিরন্তর।

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: সুন্দর ছবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.