নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

সৎ উপায়ে সামাজিক ব্যবসা করে ভালো উপার্জনের আইডিয়া

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১০



সৎ উপায়ে থাকার উপায় কি? সৎ পথে ব্যবসা করে ভালো উপার্জনের ভালো উপায় আমাদের দেশে আছে কি? আমি জানি, আছে! এক্ষেত্রে, আমি কিছু আইডিয়া দিতে পারি। আপনারা তো জানেনই, আমি আইডিয়া দিতে উস্তাদ!

১ম আইডিয়াঃ somewhereinfacebook.net

এটা খুবই উচিৎ কথা যে, ফেসবুকে আমাদের ব্লগারদের অনেকে লিখেন। অনেক প্রথিতযশা ব্লগার এখন ফেসবুক প্লাটফর্মকে ব্যবহার করে জনপ্রিয় হইয়ে উঠেছেন। তাই, এখন যদি ব্লগ কর্তৃপক্ষ সামহ্যোয়ার ইন ফেসবুক নামক একটি প্রজেক্ট খোলার চেষ্টা করেন, তাহলে কেমন হয়? ব্লগাররা সেখানে ইচ্ছামতো ছবি আপলোড করতে পারবেন, পারবেন, ভিডিও দিতে, কিংবা লাইভ করতে। আমরা ব্লগে হাঁ হাঁ কিংবা রাগের ইমো দিতে পারি না। হয়তো দেখা যাবে পোস্ট দিয়ে রাগ না ঝেড়ে, আপনার অপছন্দের ব্লগারের লেখায় ধুমছে সবাই রাগের ইমোতে ক্লিক করছে!!! তখন কি দারুনটাই না হবে!!! ডোমেইন এখনো ফাঁকা আছে। দাম বছরে $9.99। চিন্তা করে দেখা যায় কি?

২য় আইডিয়াঃ somewhereinlinkedin.net -

এই ডোমেইনটাও ফাঁকা আছে। সামহোয়্যার ইন লিংকডইনে সামুর সব প্রফেশনালরা লিংকড হবেন, পোস্ট করবেন ইংরেজিতে। বছরে
$9.99 বিক্রি হচ্ছে ডোমেইনটি!

৩য় আইডিয়াঃ somewhereintwitter.net -

এখানে টুইট করবেন নামকরা সব ব্লগাররা। এমনকি হয়তো বড় রাজনৈতিক ব্যক্তিত্বদেরও আকৃষ্ট করা যাবে! এই ডোমেইনের দামও $9.99/বছরে।


৪র্থ আইডিয়াঃ সামহ্যোয়ার ইন ইউটিউব ডট নেট -


এটা ফাঁকা আছে কি না জানতে আপনাকে একটু খোঁজ নিতে হবে। :) ইউটুবার বা ভ্লগার তৈরীর দায়িত্ব নিবে এই প্রজেক্ট। ভ্লগের এড থেকে আয় হলে সামু'র ব্লগাররা হয়তো আমাকে এইসব আইডিয়া দেওয়ার জন্যে পে করবে!!!

আশা করি, ব্লগাররা আমার এই আইডিয়াগুলো প্রয়োগ করা যায় কিনা তা ভেবে দেখবেন।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২১

এ পথের পথিক বলেছেন: :D :D :D
কামাল পাশা দাদুর মনে হয় আইডিয়া টা ভাল লাগবে এবার ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি অযথা সব জায়গায় গিয়ে এরকম কমেন্ট করছেন। এতে আপনি নিকটাকে হেয় করছেন।

ব্লগিং করুন, স্প্যাম না।

ধন্যবাদ।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৩

কামালপাশা২য় বলেছেন:



ব্লগে আপনি অনেক আইডিয়া নিয়ে লিখেছেন, আপনার ব্যবসা সম্পর্কে অনেক কথা বলেছেন; কোনটাই সঠিক বলে মনে হচ্ছে না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সঠিক মনে করানোর দরকার কি?

ব্লগ পেইজটা আমার। আমি যা ইচ্ছা লিখবো, কাউকে আক্রমণ করা ছাড়া। তাতে অন্যদের কি!

ধন্যবাদ।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩২

এ পথের পথিক বলেছেন: সুন্দর চমৎকার পরামর্শ দিয়েছেন ধন্যবাদ ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



উনার পিছনে লেগে লাভ নেই।

ধন্যবাদ নিরন্তর।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩২

কামালপাশা২য় বলেছেন:




যা ইচ্ছে তাই লিখে আসছেন, কিন্তু ইহাকে "আইডিয়া" বলাতে আমার চোখে পড়েছে। আইডিয়া বলতে যা বুঝায়, উহা আপনার লেখায় আছে বলে আমার মনে হয় না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



তাহলে, আইডিয়া কাকে বলে তা লিখে জানান। উদাহরণ হিসেবে আইডিয়া পোষ্ট করুন। তাতেই তো হয়ে গেলো!

আমার কাছে মনে হয়েছে, আপনি রাজনৈতিক আইডিয়া দিয়ে ভালো করতে পারবেন।

ব্লগারদের পিছনে না লেগে, সেই দিকে আপনার মনোযোগ দেওয়া উচিৎ।

ধন্যবাদ নিরন্তর।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪০

নকল কাক বলেছেন: আইডিয়া ভাল, তবে আরও বিস্তারিত হলে ভাল হত।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ব্লগে স্বাগতম।

বিস্তারিত দিলে অনেকেই বুঝেন না। সামুতে বেশির ভাগ ব্লগারই সাহিত্যিক। তাঁরা ব্যবসা বুঝেন না।

আপনি কি জানতে চান জানতে আমাকে ইমেইল করুন।

আমি বিস্তারিত জানাবো।

শুভ ব্লগিং।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪০

সামরিন হক বলেছেন:

আমার পছন্দের ইমুজি ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



গো ডেডি বা নেইমচিপে ডোমেইনগুলো কিনে রাখুন।

কাজে লাগবে।

শুভেচ্ছা নিরন্তর।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:০৮

সৈয়দ কুতুব বলেছেন: আপনার আইডিয়া বাস্তবসম্মত। কাজে লাগানো যেতে পারে!

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ধন্যবাদ।

কোন ডোমেইনটা কিনেছেন?

এগুলোর দাম একদিন অনেক হবে, যদি ধরে রাখতে পারেন।

শুভেচ্ছা।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:১৭

কু-ক-রা বলেছেন: উহার (পাঁদগাজীর) ধারণা যে উহারই একমাত্র "আইডিয়া" রহিয়াছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



উনার রাজনীতি সম্পর্কে ভালো টান আছে। এটা তাঁর পজিটিভ দিক।

কিন্তু, রাজনৈতিক বিশ্লেষণে উনি প্রায়ই ভুল করেন। এটা নেগেটিভ।

আর, এভাবে কোন ব্লগারকে ডাকাটা ভুল হবে। আপনাকে যদি কিছু উনি বলে থাকেন, আর, তা যদি আপনার পছন্দ না হয়ে থাকে, তাহলে ব্লগার হাসান মাহবুব বা জাদিদ ভাইয়ের মতো ঝেরে একটা গালি দিবেন। এতে আপনার ক্ষোভ কমে আসবে। আপনি মানসিক অশান্তি থেকে বেঁচে যেতে পারবেন।

শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.