![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
=================
আজ পালিয়ে যাওয়ার দিন
=================
-১-
রঞ্জনা অনেকদিন ধরে নিজের জীবনটা বোঝার চেষ্টা করছিল। বাবা-মায়ের শাসন, সমাজের শৃঙ্খল, আর নিজেকে হারিয়ে ফেলা এক দীর্ঘ ক্লান্ত দুপুর।
আজ হঠাৎ করে সে সিদ্ধান্ত নিলো—আর না।
সে পালাবে।
এক নতুন জীবনের খোঁজে। কোনও নির্দিষ্ট ঠিকানা নেই, কেবল মুক্তির ইচ্ছে।
-২-
একই শহরের অন্য প্রান্তে নীলাঞ্জন তার ফাইল হাতে বসে আছে অফিসে। বস তাকে দিনের পর দিন অপমান করে। আজ সে দাঁড়িয়ে বলল—"এই জীবন আমার। আমি আর মেশিন হয়ে থাকতে পারব না।"
সে সস্তা কেরানির চাকরি ছেড়ে দিল।
========
সাহসী সিদ্ধান্ত
========
-১-
সিজার আর শিলা প্রেম করে বহু বছর। তবু সমাজের চোখ রাঙানি, ধর্মের দেয়াল, পরিবারের হুমকি—সবকিছু বাধা হয়ে দাঁড়ায়।
আজ তারা পালিয়ে বিয়ে করলো।
-২-
সঞ্জয়, একজন চুপচাপ মধ্যবিত্ত যুবক। জীবন কেটেছে একটা ঘূর্ণি চৌকো সমাজে।
আজ সকালে সে দূর পাল্লার ট্রেনে উঠে পড়ল, উদ্দেশ্যহীন। কেবল নিজের খোঁজে!
"ইচ্ছে হল হঠাৎ—নিজেকে ভালবাসতে আজ।"
================
নিজেকে নতুন করে পাওয়া
================
-১-
সমীরণ, আত্মহত্যা করতে গিয়েও ফিরে আসে। সে ভাবে—"না, আজ থেকে আর বিষ খাব না। হেরে যাবো না।"
-২-
আজিজ, একজন ব্যর্থ গায়ক। এতদিন অন্যের সুর চুরি করে গান বানাতো।
আজ সে তার ভাঙা হারমোনিয়াম তুলে বললো—
"আজ শুধু নিজের সুরেই গান গাইবো।"
বৃষ্টি নামতে পারে, কিন্তু রোদ্দুরেও আজ আকাশে তারা হাসে।
সবাই সিদ্ধান্ত নেয়—
আজ থেকে যা ইচ্ছে তাই, যা হবার হবে।
==============
এক অসম্ভব পরিবর্তন
==============
-১-
শহরের এক রাস্তার কোনায় বসে আছে একজন সুইসাইড বোম্বার। বিস্ফোরণ ঘটাতে চায়।
কিন্তু, আজ সে ফিনকি দেওয়া চায়ের কাপে চুমুক দিয়ে বলে—
“আমি বাঁচতে চাই।”
-২-
সুলতান, এতদিন শিশু পাচার করতো। আজ সে আরেক শিশুর হাতে একটি খেলনা তুলে দেয়।
এক মেয়েকে যারা বেচে দিতে যাচ্ছিলো, আজ তাকে বাঁচিয়ে দিয়ে বলে—
“তোমার জীবন, তুমি বাঁচো।”
সারাদিনে হঠাৎ করে বদলে যায় শত শত মানুষ।
কারণ তারা আজ শুধু একটা জিনিসে বিশ্বাস করে—
“ইচ্ছে হল হঠাৎ—নিজেকে ভালোবাসতে আজ।”
©somewhere in net ltd.