| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী Sa-Ke-Zu এবং
Wu-Ko-Shun। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। আমি তাঁদের আসল নাম বের করতে পারি নাই।
এই সাহাবী দু'জন রাসূলুল্লাহ (সাঃ)-এর মামা সা'দ ইবনে আবি ওয়াক্কাস (রাঃ)-এর সাথে সুদূর চীনে গিয়েছিলেন। জন্মভূমির মায়ার টান উপেক্ষা করে থেকে গিয়েছিলেন সেই বিদেশ-বিভূইয়ে, ইসলাম প্রচারের গুরুভার বহনের তাগিদে।
তাঁরা জীবনে কখনো চায়নিজ ভাষায় কথা বলেছিলেন কি? কেমন করে বলবেন! তাঁরা তো আরব থেকে চীন গিয়েছিলেন।!... বরং, তাঁরা ইসলামের দাওয়াত দিয়েছিলেন ভালোবাসা ছড়ানোর মাধ্যমে। তাঁদের দায়িত্ব জ্ঞান আর ঐন্দ্রজালিক চেহারা দেখেই চীনের মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন।
খোদা আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থাকে বুঝার তৌফিক দান করুন।
©somewhere in net ltd.