নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

বেহেশত - দোযখ আর ফেরেশতা নিয়ে আমার চিন্তা-ভাবনা

২৮ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:১৩

আমার প্রিয় মানুষদের একজন রাজীব নূর ভাই। তিনি তাঁর মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলছেন। আমি তাঁর ভিডিওগুলো দেখি। সেগুলো আমাকে মনে করিয়ে দেয়, আমি তাঁর সম্পর্কে যা চিন্তা করি, সেটাই সঠিক। আমি সেগুলো দেখে দেখে শিক্ষা নিই।

রাজীব ভাইয়ের আজকের পোস্টে আমি লিখেছি - খোদা যখন ইচ্ছা প্রকাশ করেন, তখন তিনি মানুষকে ফেরেশতা বানিয়ে দেন। তখন মানুষ হয়ে উঠে অনেক শক্তিশালী - মানসিক ভাবে। আর, সেই শক্তিশালী মানসিকতা আসে অপরূপ আত্মা থেকে। অপরূপ আত্মা ছাড়া মানসিক ভাবে শক্তিশালী হওয়া যায় না। এরকম মানসিকতা দেহে এমন বল আনে যে, খোদার ইচ্ছায় মানুষ ফেরেশতা হয়ে উঠে। সে তখন এমন সব কাজ করে যা অনেক সময়ে ফেরেশতাও করতে পারেন না।

প্রিয় নতুন নকিব ভাইয়ের পোস্টে কমেন্ট করেছি - জামায়াতের সবাই যেমন বেহেস্তে যাবে না, তেমনি আওয়ামী লীগের সবাই দোযখ ভরবে না। এটা তাঁকে লিখে রাখতে বলেছি। আমার এক চাচা এম,এন,সি-এর বড় চাকুরী ছূড়ে ফেলে আমাদের গ্রামের ইউনিয়ন চেয়ারম্যান হয়েছিলেন। আমি তাঁকে লুঙ্গি পড়ে আমাদের বাড়ির পাশের রাস্তা ঠিক করতে দেখেছি। তাঁকে গ্রামের মানুষেরা ৩/৪ বারের চেয়ারম্যান বানিয়েছিলো। সেই চাচা আওয়ামী লীগ করতেন।

আমি যখন চাকরী খুঁজে পাচ্ছিলাম না, জামায়াত - বিএনপি জোটের এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাকরী পেলাম। তারা তখন ধানমণ্ডিতে রেডিও জকি ট্রেনিং দিয়ে বেশ নাম করেছিলো। আমি তাদের সেলস ম্যানেজার হয়ে জয়েন করলাম। আমার নতুন নতুন আইডিয়া সেলসকে অনেক বাড়িয়ে তুললো। সেই প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত আমার সেলস কমিশনের লক্ষাধিক টাকা দিলো না! আমি খুব দুঃখ পেয়ে চাকরী ছেড়ে দিলাম।

আমার ফুফাতো বোনের জামাই পেশায় ডাক্তার। খুব সৎ মানুষ। তাঁর ভাইয়েরা আমার দুলাভাইয়ের প্রতি অন্যায় করেছে। তারা বাবা-মায়ের দেওয়া জমিতে আমার দুলাভাইকে ঘর করতে দেন নাই। নাসায় চাকরী করা বড় ভাই আওয়ামী মন্ত্রী এডভোকেট আনিসুল হককে টাকা দিয়ে ম্যানেজ করে বোকা দুলাভাইয়ের সম্পত্তি হাতিয়ে নিয়েছে। আমরা ভয়ে চুপ করে থেকেছি। বনানীর মতো জায়গাতেও আমার ফুফাতো বোনেরা ২ রুমের বাসায় থাকেন। তবু, দুলাভাই বাবা-মায়ের ভিটা-মাটি ছেড়ে পালিয়ে যান নাই।

এইটাই জীবন!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:২৮

কামাল১৮ বলেছেন: কল্পনার জগতে বসবাস।

২| ২৯ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:২১

আমি নই বলেছেন: বেহেশত এবং দোযখের মালিক যিনি তিনিই একমাত্র যাকে যেখানে খুশি জায়গা দেবেন। আমাদের জাস্ট চেষ্টা থাকতে হবে।

রানু সাহেবের সাথে এরশাদের ব্যাপক মিল আছে। তিনি একজন জীবন্ত এরশাদ।

অংশীদারের হক নষ্ট করলে আল্লাহও মাফ করবেননা তা তিনি যত বড় অলিই হোন না কেন।

৩| ২৯ শে এপ্রিল, ২০২৫ রাত ১:০৩

Sulaiman hossain বলেছেন: রাজীব নূর সম্পর্কে আপনার মতামত জানতে চাই,তিনি কেমন?

৪| ২৯ শে এপ্রিল, ২০২৫ ভোর ৪:৩৫

কু-ক-রা বলেছেন: উহা (রাজীব নুর) একটা পার্ভার্ট। উহা বক ধার্মিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.